জেনে নিন বাংলালিংক ইন্টারনেট সম্পর্কে (ভাল লাগবেই)

সবাই কেমন আছেন?
বাংলালিংকের রয়েছে ১৩ টি ইন্টারনেট প্যাকেজ ।
এদের মধ্যে রয়েছে দৈনিক , সাপ্তাহিক , মাসিক, প্যাকেজ ।

চলুন তবে আলোচনা শুরু করা যাকঃ

P1: এটা [email protected] (prepaid) , [email protected] (postpaid and call and control subscribers)
টাকা কাটবে । যতটুকু ব্যবহার ততটুকু বিল ।

P2: এটা মাসিক আনলিমিটেড ইন্টারনেট । এর মাসিক চার্জ ৬৫০ (ভ্যাট সহ ৭৪৭.৫০ টাকা) কাটবে ।
এটা postpaid, prepaid, call & control এর ক্ষেত্রে প্রযোজ্য ।

P3:
এটা NIGHT TIME মাসিক আনলিমিটেড ইন্টারনেট ।
এটি ব্যবহার করা যাবে রাত ১২ টা থেকে সকাল ৮ টা ।
এর মাসিক চার্জ ৩০০ (ভ্যাট সহ ৩৪৫ টাকা) কাটবে ।
এটা postpaid, prepaid, call & control এর ক্ষেত্রে প্রযোজ্য ।

P4: এটা দৈনিক ইন্টারনেট প্যাক । এর চার্জ ৫০ (ভ্যাট সহ ৫৭.৫০ টাকা) কাটবে ।
এখানে আপনি ২০০ এমবি ব্যবহার করতে পারবেন ।
এটা prepaid, call & control এর ক্ষেত্রে প্রযোজ্য ।

P5: এটা মাসিক ইন্টারনেট । এর মাসিক চার্জ ১০০ (ভ্যাট সহ ১১৫ টাকা) কাটবে ।
এখানে আপনি ১০০ এমবি ব্যবহার করতে পারবেন ।
এটা postpaid, prepaid, call & control এর ক্ষেত্রে প্রযোজ্য ।

P6
: এটা মাসিক ইন্টারনেট । এর মাসিক চার্জ ২৭৫ (ভ্যাট সহ ৩১৩ টাকা) কাটবে ।
এখানে আপনি ১ জিবি ব্যবহার করতে পারবেন ।
এটা postpaid, prepaid, call & control এর ক্ষেত্রে প্রযোজ্য ।

P7: এটা দৈনিক ইন্টারনেট প্যাক । এর চার্জ ২০ (ভ্যাট সহ ২৩ টাকা) কাটবে ।
এখানে আপনি ১৫ এমবি ব্যবহার করতে পারবেন ।
এটা prepaid, call & control এর ক্ষেত্রে প্রযোজ্য ।

P8: এটা সাপ্তাহিক ইন্টারনেট । এর সাপ্তাহিক চার্জ ৫০ (ভ্যাট সহ ৫৭.৫০ টাকা) কাটবে ।
এখানে আপনি ৫০ এমবি ব্যবহার করতে পারবেন ।
এটা prepaid, call & control এর ক্ষেত্রে প্রযোজ্য ।

P9: এটা দৈনিক ইন্টারনেট প্যাক । এর চার্জ ৮ (ভ্যাট সহ ৯.৭ টাকা) কাটবে ।
এখানে আপনি ৫+২=৭ এমবি ব্যবহার করতে পারবেন ।
এটা prepaid, call & control এর ক্ষেত্রে প্রযোজ্য ।

P10: এটা দৈনিক ইন্টারনেট প্যাক । এর চার্জ ৪ (ভ্যাট সহ ৪.৬০ টাকা) কাটবে ।
এখানে আপনি ২ এমবি ব্যবহার করতে পারবেন ।
এটা prepaid, call & control এর ক্ষেত্রে প্রযোজ্য ।

P11: এটা দৈনিক আনলিমিটেড ইন্টারনেট প্যাক । এর চার্জ ২০ (ভ্যাট সহ ২৩ টাকা) কাটবে ।
এটি ব্যবহার করা যাবে সকাল ৫ টা থেকে সকাল ১০ টা ।
এটা prepaid, call & control এর ক্ষেত্রে প্রযোজ্য ।
বাকী সময় ১ এমবি ১.০৩ টাকা (ভ্যাট সহ ১.১৮ টাকা) কাটবে ।

P12: এটা সাপ্তাহিক আনলিমিটেড ইন্টারনেট । এর সাপ্তাহিক চার্জ ৭০ (ভ্যাট সহ ৮০.২ টাকা) কাটবে ।
এটি ব্যবহার করা যাবে সকাল ৫ টা থেকে সকাল ১০ টা ।
এটা prepaid, call & control এর ক্ষেত্রে প্রযোজ্য ।
বাকী সময় ১ এমবি ১.০৩ টাকা (ভ্যাট সহ ১.১৮ টাকা) কাটবে ।

P13: এটা মাসিক আনলিমিটেড ইন্টারনেট । এর মাসিক চার্জ ২০০ (ভ্যাট সহ ২৩০ টাকা) কাটবে ।
এটি ব্যবহার করা যাবে সকাল ৫ টা থেকে সকাল ১০ টা ।
এটা prepaid, call & control এর ক্ষেত্রে প্রযোজ্য ।
বাকী সময় ১ এমবি ১.০৩ টাকা (ভ্যাট সহ ১.১৮ টাকা) কাটবে ।

::::::::::::::::::চালু করার নিয়ম::::::::::::::::::::::::::::
P2 *500*1*1*1#
P3 *500*1*2*1#
P6 *500*1*3*1#
P13 *500*1*4*1#
P5 *500*1*5*1#
P12 *500*2*1*1#
P8 *500*2*2*1#
P4 *500*3*1*1#
P11 *500*3*2*1#
P7 *500*3*3*1#
P9 *500*3*4*1#
P10 *500*3*5*1#
P1 *500*4*1#

আপনার কত এমবি আছে তা জানতে ডায়াল করুনঃ *222*3#
ইন্টারনেট বন্ধ করতে ডায়াল করুনঃ *222*2#

ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
আর যদি ভাল লাগে তাহলে অবশ্যয় কমেন্ট করবেন ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মোটা মুটি ভালই চলে 10 দিনে 15 গিগা ডাউনলোড দিছি।

    @Shawon: ভাইয়া, কোন প্যাকেজ?

    @Shawon: ভাই কোন প্যাকেজ দিয়ে ১০ দিনে ১৫ গিগা ডাউনলোড দিয়েছেন । দয়া করে জানাবেন । গ্রামীন তো ফেয়ার ইউসেজ পলিসিতে ৫ জিবির পর স্পিড কমিয়ে দেয় । এদের কি ফেয়ার ইউসেজ পলিসি নেই ?

      @ABU TASNEEM:
      আপনি যদি বাংলালিংক প্রিপেইড থেকে আনলিমিডেট ইন্টারনেট P2 ইউজ করেন বা করতে চান (এক্ষেত্রে কোন লিমিট থাকবে না, আপনি ইচ্ছেমত যত জিবি খুশি ডাউনলোড করতে পারবেন) তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আপনি এতে ডাউনলোড স্পিড পাবেন 30~35KB. আমি Farmgate, Dhaka থেকে এই স্পিড পাচ্ছি। ঢাকার ক্ষেত্রে স্পিড এতোই পাবেন, কিন্তু ঢাকার বাইরে আপনার এলাকায় কত পাবেন স্পিড তা জানতে মেইল করুন আপনার এলাকার নামসহ।

      ভ্যাটসহ P2 এর খরচ ৭৪৭.৫০টাকা।
      আর আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে ৫০ টাকা ডিসকাউন্ট দিতে পারবো। এই ৫০টাকা আপনার মোবাইলে আমি আই টপআপ করে পাঠাবো।
      এতে আপনি ৭০০ টাকায় আনলিমিডেট ইন্টারনেট পাচ্ছেন।
      যদিও জানি ৫০ টাকা আপনার কাছে কিছুই না, কিন্তু ফ্রিতো।
      ব্যবহার করতে আপনার যদি কোন সমস্যা হয়, সেটাও আমি দেখবো।
      যদি কেউ ব্যবহার করেন বা করতে চান, নিচের ইমেইলে যোগাযোগ করুন:
      [email protected]

      @ABU TASNEEM:
      আপনি যদি বাংলালিংক প্রিপেইড থেকে আনলিমিডেট ইন্টারনেট P2 ইউজ করেন বা করতে চান (এক্ষেত্রে কোন লিমিট থাকবে না, আপনি ইচ্ছেমত যত জিবি খুশি ডাউনলোড করতে পারবেন) তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আপনি এতে ডাউনলোড স্পিড পাবেন 30~35KB. আমি Farmgate, Dhaka থেকে এই স্পিড পাচ্ছি। ঢাকার ক্ষেত্রে স্পিড এতোই পাবেন, কিন্তু ঢাকার বাইরে আপনার এলাকায় কত পাবেন স্পিড তা জানতে মেইল করুন আপনার এলাকার নামসহ।

      ভ্যাটসহ P2 এর খরচ ৭৪৭.৫০টাকা।
      আর আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে ৫০ টাকা ডিসকাউন্ট দিতে পারবো। এই ৫০টাকা আপনার মোবাইলে আমি আই টপআপ করে পাঠাবো।
      এতে আপনি ৭০০ টাকায় আনলিমিডেট ইন্টারনেট পাচ্ছেন।
      যদিও জানি ৫০ টাকা আপনার কাছে কিছুই না, কিন্তু ফ্রিতো।
      ব্যবহার করতে আপনার যদি কোন সমস্যা হয়, সেটাও আমি দেখবো।
      যদি কেউ ব্যবহার করেন বা করতে চান, নিচের ইমেইলে যোগাযোগ করুন:
      [email protected]

      blink diya ami last mashe 17GB download korache

    @Shawon:

    আপনি যদি বাংলালিংক প্রিপেইড থেকে আনলিমিডেট ইন্টারনেট P2 ইউজ করেন বা করতে চান (এক্ষেত্রে কোন লিমিট থাকবে না, আপনি ইচ্ছেমত যত জিবি খুশি ডাউনলোড করতে পারবেন) তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আপনি এতে ডাউনলোড স্পিড পাবেন 30~35KB. আমি Farmgate, Dhaka থেকে এই স্পিড পাচ্ছি। ঢাকার ক্ষেত্রে স্পিড এতোই পাবেন, কিন্তু ঢাকার বাইরে আপনার এলাকায় কত পাবেন স্পিড তা জানতে মেইল করুন আপনার এলাকার নামসহ।

    ভ্যাটসহ P2 এর খরচ ৭৪৭.৫০টাকা।
    আর আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে ৫০ টাকা ডিসকাউন্ট দিতে পারবো। এই ৫০টাকা আপনার মোবাইলে আমি আই টপআপ করে পাঠাবো।
    এতে আপনি ৭০০ টাকায় আনলিমিডেট ইন্টারনেট পাচ্ছেন।
    যদিও জানি ৫০ টাকা আপনার কাছে কিছুই না, কিন্তু ফ্রিতো।
    ব্যবহার করতে আপনার যদি কোন সমস্যা হয়, সেটাও আমি দেখবো।
    যদি কেউ ব্যবহার করেন বা করতে চান, নিচের ইমেইলে যোগাযোগ করুন:
    [email protected]

ধন্যবাদ

ভাল লাগলো, আছা ভাই বাংলাদেশে ইন্টারনেটের কোন কোম্পানি ভাল, আমি দেশের বাহিরে থাকি তাই বাসায় একটি ইন্টারনেটের লাইন দিতে চাই, সমস্যা হল আমাদের এরিয়াতে ব্রডব্যান্ড নাই, কথা বলা আর ভিডিও দেখার জন্য কোনটা ভাল হবে জানালে একটু ভাল হবে, ধন্যবাদ

    @অর্জন: গ্রামীনফোনের P3 প্যাকেজ টি ভাল আছে ।
    আমি এটা ব্যবহার করি । ২৫০ টাকায় রাত ১২ টা থেকে সকাল ১০ টা আনলিমিটেড ইন্টারনেট মাত্র ২৫০ টাকায় ।

২৪ ঘণ্টার জন্য কোনটা ভাল, আনলিমিটেড

    @অর্জন: আমার মনে হয় বাংলালিংক P2: এটা মাসিক আনলিমিটেড ইন্টারনেট । এর মাসিক চার্জ ৬৫০ (ভ্যাট সহ ৭৪৭.৫০ টাকা) কাটবে এটাই ভাল হবে ।

    @অর্জন:
    আপনি যদি বাংলালিংক প্রিপেইড থেকে আনলিমিডেট ইন্টারনেট P2 ইউজ করেন বা করতে চান (এক্ষেত্রে কোন লিমিট থাকবে না, আপনি ইচ্ছেমত যত জিবি খুশি ডাউনলোড করতে পারবেন) তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আপনি এতে ডাউনলোড স্পিড পাবেন 30~35KB. আমি Farmgate, Dhaka থেকে এই স্পিড পাচ্ছি। ঢাকার ক্ষেত্রে স্পিড এতোই পাবেন, কিন্তু ঢাকার বাইরে আপনার এলাকায় কত পাবেন স্পিড তা জানতে মেইল করুন আপনার এলাকার নামসহ।

    ভ্যাটসহ P2 এর খরচ ৭৪৭.৫০টাকা।
    আর আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে ৫০ টাকা ডিসকাউন্ট দিতে পারবো। এই ৫০টাকা আপনার মোবাইলে আমি আই টপআপ করে পাঠাবো।

Level 0

onk valo kisu information diesen, many many thanks, brother:):)

Level 0

ABU TASNEEM ভাই আমি পি2 আনলিমিটেড প্যাকেজ চালাই মাসিক 750 টাকা

    @Shawon:
    আপনি যদি বাংলালিংক প্রিপেইড থেকে আনলিমিডেট ইন্টারনেট P2 ইউজ করেন বা করতে চান (এক্ষেত্রে কোন লিমিট থাকবে না, আপনি ইচ্ছেমত যত জিবি খুশি ডাউনলোড করতে পারবেন) তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আপনি এতে ডাউনলোড স্পিড পাবেন 30~35KB. আমি Farmgate, Dhaka থেকে এই স্পিড পাচ্ছি। ঢাকার ক্ষেত্রে স্পিড এতোই পাবেন, কিন্তু ঢাকার বাইরে আপনার এলাকায় কত পাবেন স্পিড তা জানতে মেইল করুন আপনার এলাকার নামসহ।

    ভ্যাটসহ P2 এর খরচ ৭৪৭.৫০টাকা।
    আর আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে ৫০ টাকা ডিসকাউন্ট দিতে পারবো। এই ৫০টাকা আপনার মোবাইলে আমি আই টপআপ করে পাঠাবো।
    এতে আপনি ৭০০ টাকায় আনলিমিডেট ইন্টারনেট পাচ্ছেন।
    যদিও জানি ৫০ টাকা আপনার কাছে কিছুই না, কিন্তু ফ্রিতো।
    ব্যবহার করতে আপনার যদি কোন সমস্যা হয়, সেটাও আমি দেখবো।
    যদি কেউ ব্যবহার করেন বা করতে চান, নিচের ইমেইলে যোগাযোগ করুন:
    [email protected]

Level 0

বাংলিালিংক এ স্পিড কমায় না। একে বারে আনলিমিটেড……..

আপনি যদি বাংলালিংক প্রিপেইড থেকে আনলিমিডেট ইন্টারনেট P2 ইউজ করেন বা করতে চান (এক্ষেত্রে কোন লিমিট থাকবে না, আপনি ইচ্ছেমত যত জিবি খুশি ডাউনলোড করতে পারবেন) তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আপনি এতে ডাউনলোড স্পিড পাবেন 30~35KB. আমি Farmgate, Dhaka থেকে এই স্পিড পাচ্ছি। ঢাকার ক্ষেত্রে স্পিড এতোই পাবেন, কিন্তু ঢাকার বাইরে আপনার এলাকায় কত পাবেন স্পিড তা জানতে মেইল করুন আপনার এলাকার নামসহ।

ভ্যাটসহ P2 এর খরচ ৭৪৭.৫০টাকা।
আর আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাকে ৫০ টাকা ডিসকাউন্ট দিতে পারবো। এই ৫০টাকা আপনার মোবাইলে আমি আই টপআপ করে পাঠাবো।
এতে আপনি ৭০০ টাকায় আনলিমিডেট ইন্টারনেট পাচ্ছেন।
যদিও জানি ৫০ টাকা আপনার কাছে কিছুই না, কিন্তু ফ্রিতো।
ব্যবহার করতে আপনার যদি কোন সমস্যা হয়, সেটাও আমি দেখবো।
যদি কেউ ব্যবহার করেন বা করতে চান, নিচের ইমেইলে যোগাযোগ করুন:
[email protected]

Level 0

p11 r p12 ta bujini….??? ektu clear korun plz @noyon vi

আরে ভাই আমি তো গোপালগঞ্জ জেলায় বসে ১৫-৪৫ kbps পর্যন্ত speed পাচ্ছি।।
ধন্যবাদ

Level 3

শুধু মোবাইলে ব্যবহারের জন্য সবচেয়ে আদর্শ হল রবির ইন্টারনেট। আমি রবির ৪০ মেগাবাইট ব্যবহার করি। মেয়াদ ১৫ দিন, ভ্যাটসহ খরচ ৪৬ টাকা। মাসে আমার খরচ হয় ৯২ টাকা। সাধারণ ফেসবুকিং, ব্লগ দেখা, মেইল করা ইত্যাদর জন্য মোবাইলে ৮০ মেগাবাইট আমি মনে করি যথেষ্ট।