স্মার্ট ফোন এর সুবিধা এবং সহজলভ্যতার কারনে আজ তা খুবই জনপ্রিয়। স্মার্ট ফোন ব্যবহার সবার জন্য খুবই সহজ, তারপরও এর এমন কিছু বিশেষ সুবিধা আছে যা আপনার কাছে হয়ত অজানা হতে পারে। স্মার্ট ফোন এর কিছু চমকপ্রদ ফিচার এখানে উল্লেখ করা হল- ফিচার গুলো অনেকেই হয়ত ব্যবহার করছেন, আবার অনেকের কাছে একেবারেই নতুন মনে হতে পারে, এখানে সুধুমাত্র Android Program উল্লেখ করা হয়েছে।
১। সংরক্ষন করুন আপনার প্রতিটি পদক্ষেপ : Googel Latitude ব্যবহার করে আপনার প্রতিটি পদক্ষেপ আজীবন সংরক্ষন করতে পারবেন। আপনি যদি জানতে চান গত বছর এই দিনে এই সময়ে আপনি কোথায় ছিলেন, Location History দেখে খুব সহজেই জেনে নিতে পারবেন। পাশাপাশি এই Software ব্যবহার করে বন্ধুদের সাথে Location Share করতে পারবেন।
২। সংরক্ষন করুন আপনার সকল Call Log এবং SMS : SMS Backup+ এই Software টি একটি নির্দিষ্ট সময় পর পর নিজ থেকেই আপনার সকল Call Log এবং SMS আপনার Gmail Account এ সংরক্ষন করে, আপনি যদি গত বছর এই দিনের সকল Call Log এবং SMS দেখতে চান, দেখা সম্ভব।
৩। সংরক্ষন করুন আপনার সকল Contact : Gmail বা অন্য যে কোন Mail Address এ Contact Syncronize করে Phone Book চিরস্থায়ী করতে পারেন। যা পরবর্তিতে অন্য যে কোন মোবাইলে ব্যবহার করতে পারবেন।
৪। ঘরে বসে অফিসের Computer Operate করুন : Team Viewer for Remote Control ব্যবহার করে আপনার মোবাইল Screen এ অফিসের Desktop বা Laptop এর হুবহু Screen নিয়ে আসতে পারবেন। Mobile হয়ে যাবে অফিস Computer।
৫। মোবাইল থেকে Print করুন যে কোন Printer এ, হতে পারে ঢাকা অফিস বা দূরের কোন বন্ধুর বাসা। Printer Share Mobile Print ব্যবহার করে দেখতে পারেন।
৬। অবাঞ্চিত Call or SMS Block করার জন্য Black List ব্যবহার করতে পারেন। কল ব্লক সংক্রান্ত যত ধরনের সুবিধা হতে পারে, সব এতে পাবেন।
৭। ভিডিও call করার জন্য 3G দরকার নেই, Mobile Skype ব্যবহার করে GP দিয়েই Video Call সম্ভব।
৮। বাংলা লিখার জন্য Mayabi Bangla Keyboard ব্যবহার করতে পারেন।
৯। কখনো অফিসে কাজ করতে গিয়ে মনে হয়, বাসার Computer এর Document গুলো পেলে সুবিধা হতো, আবার উল্টোটা মনে হতে পারে, এ সমস্যার সমাধান করতে পারেন Google Drive ব্যবহার করে, আপনার বাসা, অফিস, মোবাইল সবকিছুতেই একই Documents ব্যবহার করতে পারবেন।
১০। একটা গিফট প্যাকেট পেলেন, খুব জানতে ইচ্ছে হচ্ছে দাম কত, কোথা হতে কিনা হল, সুবিধা কি, সব উত্তর পেয়ে যাবেন প্যাকেটের Bar Code Scan করেই। ব্যবহার করতে পারেন Barcode Scanner.
১১। যারা Grameen Phone ব্যবহার করেন GP App ব্যবহার করে Operator এর সব Service এক সাথে পেতে পারেন। Balance Check, Data Balance Check, FNF Change/Check, etc.
১২। Open Signal Map ব্যবহার করে Mobile Network Signal, Tower location, Tower use history সব জানতে পারবেন, Network Signal যদি দুর্বল হয়, কোনদিকে গেলে ভাল Network পাবেন, তা জানতে পারবেন।
১৩। Google Store / Play Store এ কোন game বা Software পছন্দ হলে, দাম নিয়ে কোন সমস্যা নেই, 4Shared ব্যবহার করে বিনামূল্য ব্যবহার করতে পারবেন।
১৪। বন্ধুর বাসা অলিগলি পথ ধরে খুজে নিতে হবে? কোন সমস্যা নেই বন্ধুকে বলবেন My Track ব্যবহার করে Map টা আপনাকে পাঠিয়ে দিতে।
১৫। Unified Remote ব্যবহার করে মোবাইল কে Remote Control হিসেবে ব্যবহার করতে পারবেন।
১৬। লুকনো Camera চান, WiFi Network এ IP Cam ব্যবহার করুন। আপনার মোবাইল হয়ে যাবে Mobile Hidden Camera, যা কিনা Network ভূক্ত যে কোন PC তে সরাসরি সম্প্রচার হবে।
আমি Minhazul Kabir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রত্যেক্টার উপর একেক্টা মিডিয়াম সাইজের টিউন করা যাবে 🙂