বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আপনাদের উদ্দ্যেশ্যে গ্রামীন ফোনের কল ডিটেইলস দিয়েছিলাম। বুঝতে পারলাম টেকটিউনস কমিউনিটির অনেকেই এটি জানেন না। তাই আজ দিলাম বাংলালিংক এর কল ডিটেইলস জানার উপায়। আগেই সাবধান করে দিচ্ছি গ্রামীণের পাসওয়ার্ড অন্যকেউ জানলেও আপনার কল ডিটেইলস দেখতে পাবে না কারণ যতবার কল ডিটেইলস দেখার দরকার তখন একটি নতুন কোড এসএমএস মাধ্যমে আপনার গ্রামীণ মোবাইলে আসবে। কিন্তু বাংলালিংক এ প্রতিবার আলাদা কোড আসবে না তাই নিজেই নিজের একাউন্ট কৃয়েট করুন। আর একটা জটিল পাসওয়ার্ড দিয়ে দিন।
প্রথমে আপনার বাংলালিংক মোবাইলের SMS থেকে Reg লিখে 9876 নম্বরে সেন্ড করুন। ফিরতি একটি SMS এর মাধ্যমে আপনার পাসওয়ার্ডটি জানিয়ে দেয়া হবে। চার্জ ফ্রি।
এবার এখানে ক্লিক করুন।
এখানে আপনার বাংলালিংক মোবাইল নম্বরটি লিখে SMS এ যে পাসওয়ার্ড এসেছিলো সেটি দিয়ে Sign in করুন।
CREATE PROFILE ফরমটি দেখতে পাবেন।
CREATE PROFILE ফরমটি ঠিকঠাক ভাবে পূরণ করে Submit ক্লিক করুন।
You have submitted your profile successfully ম্যাসেজ দেখতে পাবেন।
My Connection মেনুর মধ্যে Connection info, Call History ও Recharge History দেখতে পাবেন। এখান থেকে যাবতীয় তথ্য দেখতে পাবেন।
কল হিস্টোরি (Call History) এরকম দেখাবে।
রিচার্জ হিস্টোরি ( Recharge History ) এরকম দেখাবে।
কানেকশন ইনফরমেশন (Connection information) এরকম দেখাবে।
মনে রাখবেন দেখা শেষ হলে অবশ্যই অবশ্যই সাইন আউট করে নিবেন। আর পাসওয়ার্ডটি ভুলেও কাউকে দিবেন না।
যখনই আপনার দরকার হবে বাংলালিংক এর হোমপেইজের এখানে বাংলালিংক মোবাইল নম্বরটি ও পাসওয়ার্ড লিখে সাইন ইন করুন।
বাংলালিংকের হোমপেইজ দেখতে এখানে ক্লিক করুন।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
সুন্দর জিনিস, কিন্তু ভাইয়া আপুমুনিদের সাথে কি কোন গণ্ডগোল আছে নাকি আপ্নার ?:P