আপনার গ্রমীন ফোনের কল ডিটেইলস সহ সবকিছু জানুন। চমকে দিন অন্যকে!!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

বাংলাদেশে গ্রামীণ ফোনের ইউজার সংখ্যা বেশী। আজ যে টিউনটি দিচ্ছি তা হয়তো কোনো নতুন সার্ভিস না। তারপরও প্রয়োজন তো প্রয়োজনই। আমি শিখানোর ক্ষেত্রে প্রাঞ্জলতায় বিশ্বাসী। যারা জানেন তারা তো জানেনই। আমাকে যদি বলা হয় টেকটিউনস কমিউনিটির সবাই সবকিছু জানে আমি এ ব্যাপারে একমত হতে পারবো না। আমি টিউন করি টেকটিউনস কমিউনিটিতে আজকে যে সম্মানীত অতিথী যুক্ত হয়েছেন এবং পাকা প্লেয়ার সবার উদ্দ্যেশ্যেই। এ কথা বলার কারণ হল খুব সহযে যেনো একজন নতুন মানুষেও যেনো আমার টিউনটি বুঝতে পারে এবং সফল হন।

তাহলে দেখা যাক আজকের টিউন।

গ্রামীণ ফোনের সাইটে ঢুকতে এখানে ক্লিক করুন।  

Create an account ক্লি করুন অথবা এখানে ক্লিক করুন।

Create Your Account পেইজটি দেখতে পাবেন।

ফরমটি ঠিকভাবে পূরণ করে ক্যাপচা কোডটি ঠিকভাবে দিয়ে I have read and agree to the Terms of use এ টিক চিহ্ন দিয়ে Create My Account এ ক্লিক করুন।

সব ঠিকঠাক থাকলে এই ম্যসেজটি আসবে OK দিন।

আপনার গ্রামীণ নম্বরে একটি ম্যাসেজ আসবে।

১. লগ ইন করার জন্য মোবাইল নম্বরটি লিখুন ও ম্যসেজের মাধ্যমে আগত পাসওয়র্ডটি লিখুন।

২. Login ক্লিক করুন।

১. আপনার নাম, আপনার গ্রামীণ মোবাইল নম্বর দেখতে পাবেন।

২. আপনার ট্যারিফ প্লান পরিবর্তন করতে পারবেন।

৩. আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।

৪. Change Password দিলে পাসওয়ার্ডটি সফলভাবে পরিবর্তন হবে। (যদি পরিবর্তন করার প্রয়োজন মনে করে থাকেন)

১. এখান থেকে আপনার ট্যারিফ প্লান পরিবর্তন করতে পারবেন।

১. আপনার নাম মোবাইল নম্বর সহ এ্যাক্টিভেশন ডেট, ব্যালেন্স কতো দেখাবে।

২. ইউজার ডিটেইলস দেখাবে।

৩. পারসোনাল ডিটেইলস দেখাবে।

৪. এখান থেকে পারসোনাল ডিটেইলস এডিট করতে পারবেন।

৫. পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে।

৬. এখানে ক্লিক করলে কল ডিটেইলস দেখাবে।

১. ভিউ কল ডিটেইস পেজটি দেখতে এরকম।

২. ই-মেইল ভেরিফাই করতে চাইলে।

৩. লগ আউট করতে চাইলে।

৪. এখন থেকে আপনার কল ডিটেইলস স্ট্রাট হলো। আপনি গতকালের কল ডিটেইলস আজ দেখতে পাবেন। অর্থাৎ একদিন পরে। Submit ক্লিক করলেই কল ডিটেলস দেখা যাবে।

 

 

এখান থেকে এসএমএস পাঠাতে পারবেন।

মনে রাখবেন যতবার কল ডিটেইলস দেখতে চাইবেন। ততোবার আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে এক একটি নতুন কোড আসবে। ঐ কোডটি ছাড়া কল ডিটেইলস দেখতে পারবেন না।

কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

🙂

    @Ochena Balok: আপনি এটা দেখে কি করবেন? আচ্ছা আপনি চায়নায় কোন অপারেটরের ফোন ইউজ করেন। বিল কেমন কাটে। আপনার জন্য শুভকামনা!!!

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: না আমার এম্নিতে কোন উপকার হবে না কিন্তু তার কোন মানে নেই যে পোস্ট টা উপকারি নয়।তাই কাজের পোস্টের জন্য ধন্যবাদ দিলাম আর চায়নায় চায়না মোবাইল(এদেশের অন্যতম অপারেটর) ব্যবহার করি।বিল – লোকাল কল ০.৩০ ইউয়ান আর বাইরের দেশে ১ ইউয়ান।বি.দ্র-১ ইউয়ান= ১৩.২০ টাকা

        @Ochena Balok: ১ম টিউমেন্ট আমার।ইয়াহুউউউউউউউউউউউউউউউ 😆 🙂 😀

          @একটু অচেনা ভাইয়া: আপনার ইয়াহু তে আমি ও বেশ আনন্দ পেয়েছি। কিন্তু আমাদের যে ইয়াহু সাইট তার প্রধান আইনজিবী পদত্যাগ করেছেন আজকের পত্রিকায় পড়লাম। বড্ড দুঃখ পেলাম এক সময় ইয়াহুর জনপ্রিয়তা ছিল আকাপ্রতিম। আর আপনি আমার চোখে সবসময়ই প্রথম টিউমেন্টার। অশেষ ধন্যবাদ ও শুভকামনা রইলো।

jotil hoyche

    @alihasan045: সত্যি জটিল হয়েছে? আমি তো জটিল করে টিউনটি দিতে চইনি। চেয়েছিলাম সহজ করতে যাতে সবাই সহযে বুঝতে পারে। আপনি নিয়মিত আমার টিউনে টিউমেন্ট করবেন নইলে খবর…….। ধন্যবাদ ভাই!!!

Level 0

বহুত দরকারি পোস্ট। কামে লগব। থাঙ্কেউ !!

আমি প্রায় এটা ব্যবহার করি তারপর ও মনেকরিয়ে
দেবার জন্য ধন্যবাদ

চমৎকার হয়েছে আসিফ ভাই। চালিয়ে যান।

গ্রামীণফোন সিম চালানের সামর্থ্য নাই 😛 😀

আগেই জানতাম । শেয়ার করার জন্য ধন্যবাদ ।

Level 2

Ami Airtel a eta korsilam. Kintu Grameen a kora jai eta jantam na. Amake oneke jeggesh koresilo grameen a kora jai kina. Ami na koresilam. Apnake onek oenk onek thanks eta share korar jonno.

sms to asbe tate ki balance theke tk katbe????

o sorry txs bro i use gp and that great

কুভ ভাল পোস্ট ধন্যবাদ

ধন্যবাদ

Level 0

Bhai, ami call details dekhar jonno try kortesi, but Code to ase na. Ki korbo…???

Level 0

Bhai, sobkisui to thik thak ase, but Code je kano asche na, bujtesina.

    @Amitareq: কোডটি আপনার মোবাইলে এসএমএস আকারে আসবে। যদি সিমটি নিজের কাছে থাকে তবেই পারবেন। সমস্যা হলে আমাকে জানান। ধন্যবাদ

@mamunriyadh: SMS pathate taka lage………….

ধন্যবাদ ভাই

Level 0

এটা মনে হয় আগেও এখানে / ttতে দেখেছিলাম

Level 0

Amar sim amar kachei ase. Account thik moto open korechi. Mobile sathe nie call details dekhar try korechi, asena kono sms.

    @Amitareq: কল ডিটেইলস এ ঢোকার সময় কি কোড চাচ্ছে? একাউন্ট করার সময় যে পাসওয়র্ডটি এসএমএস এর মাধ্যমে পেয়েছিলেন সেটা কি ঠিক ভাবে এসেছিলো? আপনার মোবাইলের ম্যসেজ মেমরি কি ফুল? দয়া করে জানান। ধন্যবাদ!!! শব-ই-বরাতের শুভেচ্ছা রইলো।

Level 0

Hmm, Call details e dhokar somoy Code Chacche. Ami mobile hatee niye boshe thaki, but kono sms ashe na. Baki sob thiki ase. Mobile e onnanno sms ashe, but Gp eCare er Code ase na call details dekte gele. Amar email : [email protected]. Kisu mone na korle apnar phn number ta dile call korte cheyechilam.

    @Amitareq: ধন্যবাদ ভাই!!! আপনি জিপি কাস্টমার কেয়ারে ফোন দিতে পারেন আর আমার সাথে যোগাযোগের নম্বর আপনাকে মেইল করে দেয়া হবে।

মোঃ আসিফ- উদ-দৌলাহ্ : SMS pathate 0.58 taka kate

@মোঃ আসিফ- উদ-দৌলাহ্: আপনার কেন কাটে নি জানিনা, আমার কাটছিল তাই জানালাম, আপনি আবার try করে দেখতে পারেন।ধন্যবাদ!!

vai ekhan theke ki top-up kora jay?

    @ocenapakhiuk: ফ্লেক্সি কিংবা রিচার্জ করা যাবে না। তবে ওয়েলকাম টিউন সহ বিভিন্ন ভ্যালু এডেড সার্ভিস এক্টিভেশন এবং আনসাসক্রাইভ করা যাবে। ধন্যবাদ!!!

Level 0

ধন্যবাদ!!!
ভাই আমি কল Detalis দেখতে পারছি না pleas Help Me

Level 0

ভাই এটা অনেক আগে থেকে যানি………যে সময় প্রথম শুরু হয়।
তার পর ও ভাল লাগল।

Level 0

ধন্যবাদ। আচ্ছা রবিতে কি এই সেবা পাব না?

thanks,ami ageo jantam.tarporeo onek thanks.

vai delete hoye jaowa sms dekha jabe ?????