বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
বাংলাদেশে গ্রামীণ ফোনের ইউজার সংখ্যা বেশী। আজ যে টিউনটি দিচ্ছি তা হয়তো কোনো নতুন সার্ভিস না। তারপরও প্রয়োজন তো প্রয়োজনই। আমি শিখানোর ক্ষেত্রে প্রাঞ্জলতায় বিশ্বাসী। যারা জানেন তারা তো জানেনই। আমাকে যদি বলা হয় টেকটিউনস কমিউনিটির সবাই সবকিছু জানে আমি এ ব্যাপারে একমত হতে পারবো না। আমি টিউন করি টেকটিউনস কমিউনিটিতে আজকে যে সম্মানীত অতিথী যুক্ত হয়েছেন এবং পাকা প্লেয়ার সবার উদ্দ্যেশ্যেই। এ কথা বলার কারণ হল খুব সহযে যেনো একজন নতুন মানুষেও যেনো আমার টিউনটি বুঝতে পারে এবং সফল হন।
তাহলে দেখা যাক আজকের টিউন।
গ্রামীণ ফোনের সাইটে ঢুকতে এখানে ক্লিক করুন।
Create an account ক্লি করুন অথবা এখানে ক্লিক করুন।
Create Your Account পেইজটি দেখতে পাবেন।
ফরমটি ঠিকভাবে পূরণ করে ক্যাপচা কোডটি ঠিকভাবে দিয়ে I have read and agree to the Terms of use এ টিক চিহ্ন দিয়ে Create My Account এ ক্লিক করুন।
সব ঠিকঠাক থাকলে এই ম্যসেজটি আসবে OK দিন।
আপনার গ্রামীণ নম্বরে একটি ম্যাসেজ আসবে।
১. লগ ইন করার জন্য মোবাইল নম্বরটি লিখুন ও ম্যসেজের মাধ্যমে আগত পাসওয়র্ডটি লিখুন।
২. Login ক্লিক করুন।
১. আপনার নাম, আপনার গ্রামীণ মোবাইল নম্বর দেখতে পাবেন।
২. আপনার ট্যারিফ প্লান পরিবর্তন করতে পারবেন।
৩. আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন।
৪. Change Password দিলে পাসওয়ার্ডটি সফলভাবে পরিবর্তন হবে। (যদি পরিবর্তন করার প্রয়োজন মনে করে থাকেন)
১. এখান থেকে আপনার ট্যারিফ প্লান পরিবর্তন করতে পারবেন।
১. আপনার নাম মোবাইল নম্বর সহ এ্যাক্টিভেশন ডেট, ব্যালেন্স কতো দেখাবে।
২. ইউজার ডিটেইলস দেখাবে।
৩. পারসোনাল ডিটেইলস দেখাবে।
৪. এখান থেকে পারসোনাল ডিটেইলস এডিট করতে পারবেন।
৫. পাসওয়ার্ড পরিবর্তন করা যাবে।
৬. এখানে ক্লিক করলে কল ডিটেইলস দেখাবে।
১. ভিউ কল ডিটেইস পেজটি দেখতে এরকম।
২. ই-মেইল ভেরিফাই করতে চাইলে।
৩. লগ আউট করতে চাইলে।
৪. এখন থেকে আপনার কল ডিটেইলস স্ট্রাট হলো। আপনি গতকালের কল ডিটেইলস আজ দেখতে পাবেন। অর্থাৎ একদিন পরে। Submit ক্লিক করলেই কল ডিটেলস দেখা যাবে।
এখান থেকে এসএমএস পাঠাতে পারবেন।
মনে রাখবেন যতবার কল ডিটেইলস দেখতে চাইবেন। ততোবার আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে এক একটি নতুন কোড আসবে। ঐ কোডটি ছাড়া কল ডিটেইলস দেখতে পারবেন না।
কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
🙂