যেভাবে .mob বই তৈরী করবেন ।শিখে নিন ।কাজ লাগবে হইতোবা ।

PDF থেকে যেভাবে .mob বই তৈরী করবেন ।
খেয়াল করুনঃ
সব PDF কে .mob বানানো যাবেনা ।কারন সকল PDF থেকে টেস্কট আকারে লেখা কপি করা যায়না ।তবে ৫০০কেবির নিচের ফাইলগুলো সাধারনত কপি করা যায় ।মোট কথা স্ক্যান করা PDF বাদে অন্য PDF গুলোকে নিচের নিয়ম ফলো করে .mob তৈরী করতে পারবেন ।

PDF টির লেখাগুলো কপি করুন ।এবার Write Bangla Pad এর Tools অপশনে গিয়ে Old Bangla To Unicode সিলেক্ট করুন ।একটা রিফ্রেস দিন ।এবার নিচের ঘরটিতে লেখাগুলো পেস্ট করে 'ইউনিকোডে বদলে উপরে নাও' বাটনে ক্লিক করুন ।
একটু Wait করুন যতখন না পর্যন্ত উপরের ঘরটিতে লেখাগুলো আসে ।লেখাগুলো আসলে ,সবগুলো লেখা Select করে মাইক্রোসফল ওয়ার্ডে যান ।Paste করুন ।Plain text হিসেব Save করুন ।Encoading হিসেবে UTF-8 দিন ।
এবার মোবাইলে ফাইলটা এনে,Bluftp দিয়ে Rename করে .txt উঠেয়ে .mob বসিয়ে দেন ।ব্যাস ফাইল তৈরী শেষ ।আপলোড করতে Select এ ক্লিক করে Compress with zip এ ক্লিক করে ফাইলটা zip ফাইল করে আপলোড করতে হবে ।
ও হ্যা বড় উপন্যাস হলে একাধিক খন্ড করে দিবেন ।চেষ্টা করবেন প্রতি খন্ডের আকার ৩০০kb এর মধ্যে রাখার জন্য ।

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মোবাইল বই সম্পর্কে আরো জানুন এই সাইটটিতে

    @jabedbd: প্রভাতী মোব রিডারটা আমার মোবাইলগুলোর (নোকিয়া এন8, নোকিয়া 701. সিম্বিয়ান এ্যানা, সিম্বিয়ান বেলে) কোনটায় ব্যবহার করতে পারলাম না। যদি পারতাম তাহলে আমিও বইগুলো পড়তে পারতাম আর সবাইকে কিছু বই উপহারও দিতে পারতাম। প্রভাতী ছাড়া যদি অন্য কোন মোব রিডার থাকে তাহলে জানাবেন।

অনেক অনেক ধন্যবাদ টিউনের জন্য ও আমার অনুরোধ রাখার জন্য । ভাই কিছু মনে করবেন না একটা প্রশ্ন করতাম । আমি আপনার সাইটের সবগুলো বই পড়েছি । কিন্তু ” রহস্যের আঁধার ” বইটার রহস্য (ফ্রি বই হঠাত্‍ দামি হয়ে গেল )কিছু বুঝালম না । ব্যাপার কি একটু খুলে বলবেন । অন্য কিছু মনে করবেন না । just জানতে ইচ্ছা করছিল । কারন আমি জানি আপনি অনেক দায়িত্ববান যে কিনা আমার সামান্য একটা কৌতুহল দমনের জন্য পুরো একটা টিউন করে ফেলেছেন । আবারো অনেক ধন্যবাদ ।

    Level 0

    সত্য কথায় বলছি ।আমার হাতে এইমাসে কোন টাকা পয়সা নেই ।সুতরাং ১৪তারিখের আগে যদি নেট থেকে একমাসের বিল ৩২০/=আয় না করতে পারি তবে পুরো রমযান মাস আমাকে ইন্টারনেটের বাইরে থাকতে হবে ।তাই প্রথমে ওয়েব ডিজাইন করে কিছু আয় করতে চেয়েছিলাম ।হলো না ।তাই বইটি বিক্রি করতে চেয়েছিলাম ।তাও হলোনা ।সুতরাং পুরো রমযান মাস এবং ঈদের মওসুম আমি কোন বই যোগ করতে পারব না বলে আমি আন্তরিকভাবে দুঃখিত ।

      @jabedbd: আমি আপনাকে একটা জেনুইন এ্যান্টিভাইরাসের একাউন্ট দিবো যদি আপনি চান। সেটা বিক্রি করে আপনি অনায়াসে আপনার ইন্টারনেট বিল পরিশোধ করতে পারবেন।

        Level 0

        ভাই আমাদের এলাকায় কম্পিউটারের এত প্রসার নাই ।তাই বিক্রি করা প্রায় অসম্ভব ।পারলে আপনি একটু বিক্রি করে আমার নাম্বারে টাকাটা পাঠিয়ে দিয়েন ।
        শীঘ্রই আসছে প্রভাতী মোব রিডারের Symbian ভার্সন ও Iphone ভার্সন ।

Level 0

baya, amar nokia 2700 clussic e eta support kore na. kibabe applikation hisebe toere korbo. parle janaben please.

Level 0

@ শামীম রাহমান থ্যাংকস ।আসলে এবার মহা ফাপরে পড়ে গেছি ।যা হোক আপনি বই না পড়তে পেরেই বলছেন দেশে থাকলে হেল্প করতেন কিন্তু যারা বই পড়ছে তারা তো কোন আশ্বাসও দিচ্ছেনা ।একেই বলে ফলকে ভালবাসি ,গাছকে নয় ।