অ্যানড্রয়েড জিঞ্জারব্রেড 2.3 / আইসক্রিম স্যানডউইচ [ ICS 4 ] রুটিং টিউটোরিয়াল [ Sony Ericsson mini/mini pro/active/Live with Walkman / active/ray ]

অনেকদিন ধরে লিখব বলে চিন্তা করতেছিলাম! আজকে লিখেই ফেললাম। যদি কারো উপকারে আসে তাহলে আমার লিখাটা সার্থক হবে। আর এই পোস্ট টা আমার প্রথম পোস্ট টেকটিউন্স এ। এর থেকেঅ অতি সহজে রুট করার কোন পদ্ধতি থাকলে আশা করি আমাদের সবাইকে জানাবেন। আর এই পোস্ট টার পুরা কৃতিত্ব XDA – FORUM এর।
পোস্ট টা শুধু মাত্র তাদের জন্যে যারা ফোন মেমোরির কম জায়গার কারনে অনেক অ্যাপ ইন্সটল দিতে পারতেছেন না / আজাইরা অ্যাপ গুলো ডিলিট করতে পারতেছেন না। তাহলে শুরু করা যাক ------------

* আপনার ল্যাপটপ / কম্পিউটারে অ্যান্টি-ভাইরাস ইন্সটল করা থাকলে ডিজেবল করে দিন।
* সনি এরিক্সন আপডেট করার সফটওয়্যার ডিজেবল / আনইন্সটল করে দিন।

* পিসি কম্পেনিয়ান ইন্সটল করা থাকলে আন ইন্সটল করে দিন।

* ফ্লাসটুল ইন্সটল করা থাকলে আন ইন্সটল করে দিন।

STEP - 1

যারা ICS 4 ভার্সনে আছেন, তাদের প্রথমে ডাউনগ্রেড করতে হবে 2.3 তে।

ডাউনগ্রেড করতে হলে প্রথমে 2.3র ফার্মওয়্যার [!4.0.2.A.0.42  / 4.0.2.A.0.58 ]অবশ্যই  ডাউনলোড করে নিন এইখান থেকে --------

Xperia Mini (ST15i)
!4.0.2.A.0.42 - http://www.mediafire.com/?uboo3lrdxnoeldn
!4.0.2.A.0.62 - http://www.mediafire.com/?zad88cn2n78ashv
Xperia Mini Pro (SK17i) 
!4.0.2.A.0.42 - http://www.mediafire.com/?hevz3x5w9pqt24q
!PreRooted 4.0.2.A.0.69 - http://www.mediafire.com/?desy0bkka1b44g0 - Flash via Recovery
Xperia Mini Pro (SK17a) - "a" model 
!4.0.2.A.0.58 - http://www.mediafire.com/?433tco785pj1y69 - Branded Mexico Telcel firmware
!4.0.2.A.0.62 - http://www.mediafire.com/?zykznaar0yjxbp5
Xperia Active (ST17i)
!4.0.2.A.0.42 - http://www.mediafire.com/?3zm7iss0sid94wr
Xperia Live with Walkman (WT19i)
!4.0.2.A.0.42 - http://www.mediafire.com/?5ahb85ir7ni0i06
!4.0.2.A.0.58 - http://www.mediafire.com/?4deeznrbldz886u
!4.0.2.A.0.62 - http://www.mediafire.com/?ervpg54922b9c0p
Xperia Ray (ST18i)
!4.0.2.A.0.42 - http://www.mediafire.com/?0oi9t2m0z5p8a9y
!4.1.A.0.562 - Link yet to come.
!4.1.B.0.431 - http://www.mediafire.com/?2j7i7rruqxnui3q
Xperia Arc (LT15i)
!4.0.2.A.0.42 - http://www.mediafire.com/?8aa5x52vc9dc25l
!4.0.2.A.0.62 - http://www.mediafire.com/?0ann64yqnl4ei62
!4.1.B.0.431 - http://www.mediafire.com/?pzr6phfd19xgbva
Xperia Arc S (LT18i)
!4.0.2.A.0.42 - http://www.mediafire.com/?9mz2rhdouu6ggtk
4.0.2.A.0.62 - http://uploaded.to/file/gsfx4w60
Xperia Neo (MT15i)
!4.0.2.A.0.42 - http://www.mediafire.com/?4qy6vd4ndbfy8wy
4.0.2.A.0.62 - https://rapidshare.com/#!download|16...1246-9107_.ftf
Xperia Neo V (MT11i)
!4.0.2.A.0.42 - http://www.mediafire.com/?8bwwe8m6c49vs4t
!4.0.2.A.0.62 - http://www.mediafire.com/?elicesjb6aerb7i
Xperia Play (R800i)
!4.0.2.A.0.42 - http://www.mediafire.com/?cne2yvrtcu3ccvn

ডাউনলোড শেষে জিপ ফোল্ডার Extract করে নিলে .ftf  টি দেখতে পাবেন, আর এটি হচ্ছে আপনার 2.3 ভার্সনের ফার্মওয়্যার।

তারপর ফ্লাসটুল এইখান থেকে ডাউনলোড করে নিন----
http://depositfiles.com/files/v81arncpe

ফ্লাসটুল ডাউনলোড শেষ হলে ইন্সটল করে নিন। ইন্সটল শেষ হলে C Drive এ দেখবেন Flashtool নামে একটা ফোল্ডার ক্রিয়েট হইছে। এখন নিচের চিত্রের মতন আপনি কাজ গুলো করতে থাকেন ---------

* Sony Ericsson Live With Walkman এর ক্ষেত্রে ভলিউমের লো বাটন টি চেপে ধরে রাখতে হবে!

তারপর ফ্লাস শুরু হয়ে যাবে। ফ্লাস দেয়া শেষ হয়ে গেলে মোবাইল নিজ থেকেই রিস্টার্ট নিবে, আর নিজ থেকে না নিলে কিছুখন অপেক্ষা করে পাওয়ার বাটন চাপ দিয়ে স্টার্ট দিবেন।

STEP 2

.58 ভার্সন ফ্লাস দেয়া হয়ে গেলে Easy Root Toolkit For Xperia Gingerbread ডাউনলোড করে নিন এখান থেকে ----

http://forum.xda-developers.com/attachment.php?attachmentid=841876&d=1325678726
ডাউনলোড শেষে ফাইল টি extract করে নিচের চিত্র ফলো করুন-----

Runme ক্লিক করার পর instruction গুলো ফলো করুন। সেটআপ শেষ হয়ে গেলে মোবাইল রিস্টার্ট নিবে, তারপর আপনার মোবাইলে আপনি SuperUser নামে একটা অ্যাপ দেখতে পাবেন আপনার অ্যাপ ড্রয়ারে।

 

 

STEP 3

XperiaRoot.Rev3 ডাউনলোড করে নিন এখান থেকে--- http://www.mediafire.com/?vrlkpgip1ilp78b

ফাইলটি extract করে নিচের স্টেপ ফলো করুন-----

ফাইলটি রান করার পর instruction ফলো করুন।

STEP 4

এখন ICS 4 এর .ftf ফাইল টি ডাউনলোড করে নিন -----------

Xperia Mini Pro: 
SK17i: http://www.mediafire.com/?j0bdx06zz5skvzt
SK17a: http://www.mediafire.com/?9d2wcbfqly4lkf3
Thanks to Jozinek

Xperia Live with Walkman:
WT19a: http://www.mediafire.com/?275uwf5j7niksdh
Thanks to davidcmc
WT19i: http://www.mediafire.com/?xklhl2uk1itk0ey

Xperia Mini: 
ST15: http://uploaded.to/file/92xfv08v
Thanks to shufuking, Thanks to expeacer

Xperia Active:
ST17i: http://www.mediafire.com/?d00i7nzt75l2m45

Xperia Ray:
ST18: http://www.mediafire.com/?2j7i7rruqxnui3q

Xperia Arc S:
LT18: http://www.mediafire.com/?9at03bbhdf72h3h

Xperia Neo V:
MT11: http://www.mediafire.com/?84d4w462qdfk44a

Xperia Neo:
MT15: https://rapidshare.com/#!download|108p8|3998719439|MT15_4.1.B.0.431_Global.ftf|385822|R~84165B83ED7D4129AF53953439109A1E|0|0

Xperia Arc:
LT15: http://www.mediafire.com/?pzr6phfd19xgbva

Xperia Pro:
MK16i: http://www.mediafire.com/?8jdu5dkhlm4psoc

ডাউনলোড শেষে .ftf ফাইল টি STEP 1 বর্ণিত Firmwares ফোল্ডারে কপি করবেন। তারপর আগের মতই ফ্লাস এর চিত্র গুলো ফলো করবেন, শুধু এইখানে একটু ভিন্ন স্টেপ হবে----


ফ্লাস দেয়া শেষ হয়ে গেলে মোবাইল আগের মতই রিস্টার্ট নিবে/ নিবেন।

রিস্টার্ট নেয়ার পর STEP 3 –র ফোল্ডারে যেয়ে নিচের চিত্রের মতন কাজ করবেন-----

তারপর Instruction গুলো ফলো করার পর মোবাইল রিস্টার্ট নিবে এবং আপনার অ্যাপ ড্রয়ারে SuperUser অ্যাপ টি দেখতে পাবেন!
শেষমেশ আপনার মোবাইলটি রুট হয়ে গেলো!

আর ভালভাবে জানতে এই লিঙ্কে ক্লিক করুন----
http://forum.xda-developers.com/showthread.php?t=1695514

  • কোন ভাবে মোবাইলের ক্ষতি হলে তার জন্যে আমি দায়ী নই
  • সাধারনত রুট হওয়ার পর মোবাইল প্রায় সময় অফিসিয়ালি আপডেট নিতে চায় না
  • এই পোস্ট শুধু মাত্র তাদের জন্যে যাদের মোবাইল নিয়ে মায়া দয়া কম
  • আমি কিন্তু লাইভ উইথ ওয়াকম্যান বেবহার করি!
  • ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না

Level 0

আমি kafi007। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশ থেকে অনেক দূরে পৃথিবীর এক কোনে থাকি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাইয়া আমিও live use করি। অনেক দিন ধরে এমন একটা পোস্ট এর অপেক্ষাই ছিলাম। আমার একটু সমস্যা হচ্ছে।তাই আপনার সাথে যোগাযোগ করতে চাই। আমার ফেসবুক id https://www.facebook.com/azmishel । or ভাইয়া আপনার ফেসবুক id ta দিলে খুসি হব।

    Level 0

    আপনার মোবাইল নাম্বার টা আমাকে দিন

Level 2

ভাই প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্নবাদ এত সুন্দর একটা টিউন উপহার দেয়ার জন্য
ভাই আমার একটা সমস্যা আমি HTC Touch2 (pocket pc)windows mobile ব্যবহার করি আমি এটাকে android করতে চাই তাই এ ব্যপারে কি আপনি আমাকে সাহায্য করতে পারবেন আমার ধারণা এবং বিসশাস আপনি একটু চেস্তা করলে অবশ্যই পারবেন plz help me bro…….

    Level 0

    আমি যতটুকু জানি আপনার মোবাইল এ ডুয়েল বুট এ ২ টাই একসাথে চালাতে পারবেন, আর আমি কিন্তু আসলে তেমন ইউজার না, সবচেয়ে ভাল হয় যদি আপনি xda forum এ চেক করেন,অনেক অনেক টিউটোরিয়াল পাবেন আশা করি, তারপরও আমি আপনার জন্যে বেপার টা দেখব

Xperia X8 এ হবে?

    Level 0

    আমি আসলে বলতে পারতেছিনা!

Level 0

আসলে এই বেপার টা একটু সেনসিটিভ! বাংলাদেশে কি এখন অফিসিয়ালি রিলিজ হয়নাই?

ভাই চরম একটা টিউন করসেন , আসা করি কাজ হবে , একদম কোবাকেচি!!!

Level 0

ওহহো!

Level 0

Osadharon post vai!

Level 0

Step 1 er ক্ষেত্রে কি দুটি ফাইল ই ডাউনলোড করতে হবে? pre rooted ব্যাপারটি কি আসলে?

    Level 0

    স্টেপ ১ এ আপনি শুধু .58 টা ডাউনলোড করে নিতে পারেন

      Level 0

      pre rooted আসলে কি আমি নিজেও জানিনা 🙁

    @Sm.Asif: pre rooted ব্যাপারটি হচ্ছে আগে থেকেই রুটের জন্য প্রস্তুত করা, 2.3–র ফার্মওয়্যার [!4.0.2.A.0.42 / 4.0.2.A.0.58 ] ভার্সনটি রুটের জন্য প্রস্তুত করাই থাকে, এ জন্য এটার মাধ্যমে রুট করা সহজ। live এ ডিফল্ট যে ভার্সন থাকে সেটা মনে হয় ৫৮ না হয়ে ৬২ হয়ে থাকে
    আশা করি ব্যাপারটা বুজেছেন

      Level 0

      ধন্যবাদ জানানোর জন্যে

Level 0

Thanks bhai for your nice post. hopefully we will get this kind of post in future again:)

Level 0

আমিও লাইভ ব্যাবহার করি।। বর্তমানে আইসক্রিম স্যানডউইচ-ICS 4-এ আছি।। খুব তারাতারি রুট করে ফেলব ইনশাল্লাহ!!। ভাই আপনি রুট করার সময় জিঞ্জারব্রেড কোন ভার্সনের ফার্মওয়্যার ব্যাবহার করেছেন? মানে ডাউনগ্রেড করার সময়?

    Level 0

    .58 টা বেবহার করছিলাম! .62 দিয়ে হয়না

vai root korle lav ki ? eita bujhi na to.. ektu help korbe ki? thanks . post ta prio te rakhlam

    Level 0

    অনেক সময় মোবাইলে ইন্টারনাল মেমোরি কম থাকার কারনে আপনি অ্যাপ ডাউনলোড করতে পারতেছেন না, কিছু কিছু অ্যাপ আছে জা ইন্টারনাল মেমোরি তেই ইন্সটল হয়, আর ফার্মওয়্যার সাথে কিছু অপ্রয়োজনীয় অ্যাপ থাকে যা কিনা কাজে লাগেনা আর ইন্টারনাল মেমোরির জায়গা খেয়ে ফেলে, রুট করলে আপনি যে কোন অ্যাপ ডিলিট/ মুভ করতে পারবেন এক্সটারনাল মেমোরি তে! আরও পজিটিভ সাইড আছে রুটিং এর

Level 0

এই ব্যাপারে কারো কোন সাহায্য লাগলে ফেবু তে যোগাযোগ করতে পারেন— https://www.facebook.com/finkk87

Custom Rom (CM9/AOKP) সম্পর্কে একটা Post করলে ভাল হত।

Level 0

vaia apnk fb te frnd request r amr mob no ta diye diyec

thnxx ভাইজান, অনেক আগে root করে ফেলছি 🙂 SE Xperia Ray ics 4.0.4 (Nice Mobile)

ice 4 করতে গেলে flash tool instal করতে বলে bt flash tool instl হয় না।

    Level 0

    @পারভেজ: কই ভাই, আমিতো এখনি ডাউনলোড করে ইন্সটল করতে পারলাম! আপনি আরেকবার চেষ্টা করুন, হওয়ার কথা তো!

জিপির নেট দিয়া ডাওনলোড দিলেই ফেইলড কেউ দয়াবান আছেন নাকি?? ফাইল গুলা কুরিয়ার এ দিতে পারবেন????:(facebook.com/mmufad

Very Nice Tune, this should help many people.
Thanks for a Nice Tune.

Level 0

এর একটা মোবাইল ও আমার নেই কাফি ভাই। তারপরও তোমাকে ধন্যবাদ।

    Level 0

    @Dipon Tapuখুব তারাতারি একটা মোবাইল হয়ে যাবে আশা করি

Level 2

vai , sobay dekhi sony ericsson chalay. htc user keu nai ???
vai ami htc sensation use korsi,,, ami set ta root korte chai (taitanium backup app ta use korte parsi na ai jonno)
kono vabe ki keu help korte parben ??? plz………………….

    Level 0

    @sakilsakib: আশা করি কেউ হয়ত HTC নিয়ে পোস্ট দিবে

আমি xperia mini ইউজ করি। আমার টার firmware ভার্সন অলরেডি 4.0.2.A.0.62 আছে। আমাকে কি তাহলে আর ডাউনগ্রেড করতে হবে?

Thanks

live with walkman ics teke downgread sara kora jaina??

Level 0

firmware version to 4.o.b.587 .live walkman. etar ta koi??

Level 0

@মাসুদ আল নাহিদ:
ভাই আমি বর্তমানে ইচস ৪.১.২ চালাচ্ছি
আমার ফোন ও xperia x10 mini (e10i)
আমার টিউন টি দেখেন
https://www.techtunes.io/android/tune-id/188881#comment-390815

vai ai niom. a ki xperia pro root kora jabe……

4.0.4 version deoa xperia pro….
tahole ki root kora jabe…….?..
plz…tell me….

SE lww er jonno kottke suru korte hobe? pls janaben
Details:
Android version 2.3.4
Build number .62