নিজেই মোবাইল ফ্ল্যাশ সমস্যার সমাধান করুন !

নোকিয়া স্মার্ট/symbian ফোন অনেক সময়ই ভাইরাস এ আক্রান্ত হয় । আবার ভাইরাস ছাড়া ও এইগুলো অনেক সময় ধীরগতির হয় এ যাই । অধিকাংশ ব্যাবহার কারীই তখন উপায়ান্তর না দেখে সার্ভিস সেন্টার গিয়ে ফোনটি ফ্ল্যাশ করান ।এ সমস্যা কিন্ত নিজেও সমধান করা যেতে পারে । প্রথমে সেট টি বন্ধ করে সিম ও মেমোরি কার্ড টি খুলে নিন । এবার * , 3 , send বাটন তিনটি একত্রে চেপে ধরে মোবাইল এর পাওয়ার বাটন চেপে মোবাইল চালু করুন । সেট পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বাটন গুলো চেপে ধরে রাখতে হবে । সেটটি অন হয়ে গেলে দেখবেন এটি একেবারে নতুন এর মত হয়ে গেছে ।তবে আপনাসেটটি যদি হয় নোকিয়ার বর্তমান মডেল এর অথবা যেগুলোতে তে কী বোর্ড নেই (যেমন -5800) সে ক্ষেত্রে send, menu এবং camera বাটনগুলো একসঙ্গে চাপুন এবং তারপর পাওয়ার বাটন চেপে মোবাইল অন করুন । সেট পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত বাটন গুলো ছাড়বেন না ।

Level 0

আমি আপাতত বেকার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটাকে তো ফ্ল্যাশ বলে না ।মোবাইল রিসেট দেওয়া বুঝায়। যদি ফ্ল্যাশ দিতে চান তবে এখানে যান
https://www.techtunes.io/mobileo/tune-id/114883
সম্পূর্ণ বিস্তারিত পাবেন।

    @ঠিকানাহীন: একপ্রকার ফ্ল্যাশ এর মত এইটাতে ফোন মেমোরি সহ ফ্ল্যাশ হয়ে যাই। এইটা দিয়ে যদি কাজ না হয় তাহলে আপনারটা চেষ্টা করা যেতে পারে। আমার ৭৬১০ তে অন করলে ডিসপ্লে সাদা হয়ে থাকতো। এই পদ্ধতিতে ফ্ল্যাশ দিয়ে কাজ হইল।

very old sob modele kaj kore na

Level 0

nokia 200

txs