আরও একটি রহস্য (মোবাইল বই)-এবার একটু ক্লাসিকাল বই। ভাল লাগবে ১০০%

টেকটিউনসকে অসংখ্য ধন্যবাদ ।গত কয়েকদিনে টেকটিউনের বদৌলতে সৃষ্টি হয়েছে শত শত মোবাইল বই পাঠক ।জনপ্রিয়তা পেয়েছে মোবাইল বই পড়ার এই মাধ্যমটি ।সেই সাথে আমাকে করেছে উত্‍সাহিত ।
এখন পর্যন্ত আমি চেষ্টা করেছি সেরা সেরা বইগুলো আপনাদের হাতে তুলে দিতে ।আপনাদের মোবাইলে বই পড়ার আনন্দটাকে সুখকর করতে ।সেই চেষ্টাতেই আছি এখনও ।টেকটিউনে তাই নিয়মিত আপডেট দিয়ে যাচ্ছি মোবাইল বইয়ের ।
জানি না এতে টেকটিউন কর্তৃপক্ষের অনুভূতি কি ।ওরা কি আমার পোস্ট গুলো দেখে বিরুক্ত হচ্ছে ?
না খুশি হচ্ছে ?
তবে আমি বুক হাত রেখে বলতে পারি যারা বইয়ের পোকা ।যারা মোবাইল বই পাঠক ।তারা অবশ্যই খুশি হচ্ছে ।
জেনে খুশি হবেন যে আমি কাল রাত থেকে আজকে টিউনটি লেখার আগপর্যন্ত শতাধিক ফোন পেয়েছি । 'Yes' লেখা বার্তা পেয়েছি ৩৫৭টি ।অর্থ্যাত্‍ আমাদের মোবাইল বই বর্তমানে ৩৫৭জন ভাল করে পড়তে পারছে ।

যা হোক আজাইড়া প্যাচাল রেখে ফিরে আসি মূল কথায় ।বাইরে বৃষ্টি হচ্ছে ।এমন সময় বই না পড়লে কি চলে ?
সেই জন্য নিয়ে এলাম একটা ক্লাসিকাল রহস্য উপন্যাসঃ বধুবরন ।
বইটি এখান থেকে ডাউনলোড করে নিন

আশা করি বইটি পড়ে মজা পাবেন আপনারা ।
হ্যাপি ব্লগিং ।হ্যাপি মোবাইল বই রিডিং ।

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড শেষ । এখন পড়া শুরু করব । আরো বই চাই ।

Nice tune.Please mobreader download korar link den.Please…Please…Please…

Mobreader download koraci.Kintu install dite gela bole invaild file unable to install.Ami symbian 2nd editoner phone use korci.Eita ta jar soft support kora.

    Level 0

    জীনা ।এই সফটওয়্যারটি শুধু জাভা সেটের জন্য ।সেমবিয়ান সেটে কাজ করবেনা ।

ভাই,বাংলা pdf কে jar এ convert করার কোন সফ্টওয়্যার থাকলে প্লিজ শেয়ার করুন ।

    Level 0

    লক্ষ্য করুন ,pdf ,txt,mob এগুলো বইয়ের ফরম্যাট ।.jar কোন বইয়ের ফরম্যাট না ।এটা একটা এপ্লিকেশন ।তাই Pdf থেকে সরাসরি .jar এ কনভার্ট করা যাবেনা ।তবে J2ME জানলে .jar এপ্লিকেশন দিয়ে বই তৈরী করা যায় ।
    যেমনটি করেছিলেন ওয়ালিওল ইসলামভাই ।

Level 0

ভাই,mob reader enable টেক্সট (আপনি যেগুলো দিচ্ছেন) সেটা করব কি করে????তাহলে আমি আমার মতো করে টেক্সট গুলো কে কনভার্ট করতাম,আপনার আর কষ্ট করে একটা Book আর জন্য একটাTune করতে হতো না।tasar amar stydu related text ase..Kindly converter ta upload dan,asha kori sobar e upokar hobe ……

    Level 0

    মোবাইল বই যেভাবে তৈরী করবেন ।
    প্রথমে Mc word দিয়ে বইটি লিখুন ।এবার .txt ফরম্যাটে সেভ করুন ।
    মোবাইল ফাইলটি এনে Bluftp সফটওয়্যারটি দিয়ে রিনেম করে .txt কে .mob করে দিন ।

    PDF থেকে সরাসরি কনভার্ট করার কোন সফটওয়্যার আছে বলে আমার জানা নাই ।
    এটি করতে প্রথমে একটি PDF থেকে Select টুল ব্যবহার করে লেখাগুলো কপি করুন ।এবার Write Bangla Pad সফটওয়্যাটি নামিয়ে নিন (গুগলে সার্চ দিলে পাবেন) ।ওটার Tool অপশন থেকে Old Bangla to Unicode সিলেক্ট করুন ।রিফ্রেস দিন ।এবার নিচের ঘরে লেখাটা পেস্ট করে ,ইউনিকোডে বদলে উপরে নাও বাটনে ক্লিক করুন ।উপরে যাওয়া টেক্সটা কপি করে MS WORD এ পেস্ট করে Plain text হিসেবে সেভ করুন ।Other encoding থেকে UTF-8সিলেক্ট করে সেভ করুন ।

Level 0

Thank u very much brother….I will try.I knew about this soft and this form by ur tune..thank u & techtunes too..Its realyy amazing!!!!!!!!!1

    Level 0

    Thanks.বই তৈরী করতে পারলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না যেন ।তবে আপলোডের আগে অবশ্যই zip করে নিবেন ।

আমি ভাই বই গুলো পেয়ে খুবি খুশি। কিন্তু আমার সেটে ি,ো এগুলো পরে দেখায়, তাই পরতে খুব প্রবলেম হচ্ছে। সমাধান করার কোন উপায় থাকলে জানাবেন প্লীজ।

    Level 0

    মনে হয় আপনার সেটে বাংলা ঠিক মত সাপোর্ট করেনা ।আপনার সেটের কোম্পানীর কাস্টমার কেয়ারে নিয়ে দেখতে পারেন ।

Level 0

vai software ta to nokia n72 te suort kore na,,,,,,,,,,,,,,

Level 0

pdf file theke ak sathe sob lekha to copy korte parchi na.ak page er besi select hoy na…ki korbo vy???

Vai,amar Nokia C2-03 set er jonno ki suggesion mane ami ki mobile boi porte arbo…?

ভাইয়া কিছু ‘তিন গোয়েন্দা’ সিরিজের বইগুলো পেলে খুবই খুশি হতাম

ধন্যবাদ । ‘মহাকাশের কিশোর’ এই বইটা চাই