কথা বলবে ডিকশনারি A great Talking Dictionary

নিত্যদিনের খুঁটিনাটি ইংরেজি শব্দের অর্থ খুঁজতে অনেক সময় আমরা মোটা আকৃতির বই সদৃশ ডিকশনারির সাহায্য নিয়ে থাকি। এতে প্রায়ই প্রয়োজনীয় শব্দ খুঁজে পেতে বেগ পেতে হয়। তবে ইন্টারনেটে রয়েছে বিভিন্ন ধরনের ডিজিটাল ডিকশনারি। অধিকাংশ ক্ষেত্রে এসব ডিকশনারির সুবিধা হ্যান্ডসেটে পাওয়া যায় না। আবার মোবাইলের জন্য ইংরেজি থেকে ইংরেজি এবং ইংরেজি থেকে বাংলা অ্যাপ্লিকেশন সমৃদ্ধ ডিকশনারি থাকলেও এগুলো শুধু শব্দের অর্থ পর্দায় দেখাতে পারে। ফলে স্মার্টফোন থেকে সঠিক ইংরেজি উচ্চারণ শেখা সম্ভব হয় না। এ সমস্যার সমাধানে আছে টকিং ডিকশনারি। অ্যাপসটি অর্থ দেখানোর পাশাপাশি প্রতিটি শব্দের শুদ্ধ ব্রিটিশ উচ্চারণ পড়ে শোনাতে পারে। এতে হিন্দি, আরবি, ফ্রেন্স, জার্মান, স্প্যানিশ এবং ইতালিয়ান ভাষায় শব্দ শোনা যায়। বাড়তি হিসেবে তথ্যবহুল এ ডিকশনারিতে রয়েছে প্রতিটি শব্দের ইতিহাস, সমার্থক এবং বিপরীত শব্দ। তবে সীমাবদ্ধতা হচ্ছে, এতে বাংলা উচ্চারণ শোনার সুবিধা নেই।

http://microproblem.blogspot.com/

সিমবিয়ান এবং জাভা সমর্থিত যেকোনো হ্যান্ডসেটে অ্যাপসটি কাজ করবে।

ডাউনলোড ঠিকানা

সবাই অনেক বেশি ভালো থাকুন, নতুন নতুন আইডিয়া দিন আমাদের। এবং অবশ্যই নতুন নতুন পোস্টিং চালিয়ে যান, বিলীন করে দিন নিজের মেধা অন্যের মাঝে। হয়ত আপনার লিখা দেখে নতুন একজন লিখা শুরু করেবে, শুরু করবে তার মেধার প্রকাশ।

Level 0

আমি axanimmani। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

moskora korar jaiga paini

Level 0

foul lok to….mia..ajira kam pan na..

ভাই ডাউনলোড করতে পারিনা তো । adf.ly এর সাইটে নিয়ে দেখায় Please Wait…

আপনিতো শিঘ্রই ব্যান খাইতে যাচ্ছেন! 😉
সবাই ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে

Level 2

একবারও বলেননি যে এটা ইন্টারনেট কানেকশন ছাড়া চলে না। পারলে নেট কানেকশন ছাড়া যে উচ্চারণসহ ডিকশনারী আছে ঐগুলা দিয়েন। আপনাকে মাইনাচ দিলাম।