আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই , আশা করি সবাই ভাল আছ, ভাল থাক, সুন্দর থাক, স্বুস্থ থাক , নিরাপদে থাক এটাই আমি সব সময় প্রত্যাশা করি, আপনাদের সর্ব সাফল্য আমি একান্ত ভাবেই কামনা করি ।
এই পোস্টটি আগে MOBILE PRICE IN BANGLADESH এই ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে ।
" sony ericsson live with walkman "
এন্ড্রয়েড স্মার্টফোন নিয়ে এর আগে আমি কিছু পোস্ট করেছিলাম । মুলত এন্ড্রয়েড স্মার্টফোন এর প্রতি আমার বিশেষ আগ্রহের কারনে বার বার এই বিষয়ে পোস্ট করে চলেছি । আমার আজকের পোস্টটিও একটি এন্ড্রয়েড স্মার্টফোন নিয়ে ।
নাম ও দাম :
> Live with walkman এর প্রকৃত Code name বা মডেল হল WT19i ।
> এটি বাজারে আছে ১৫৯০০ টাকায় ।
প্রসেসর :
> সনি এরিকসন এর Live with walkman এ আছে ১ গিগাহার্জ গতির Qualcomm 8255 Snapdragon মডেল এর প্রসেসর যা ARMv7 processor এর উন্নত ভার্সন।
> ARMv7 প্রসেসর এর মুল সুবিধা হল এটি ফুল ফ্ল্যাশ সাপোর্ট করে । যেকোনো ব্রাউজার দিয়ে মোবাইল থেকে ফ্ল্যাশ ভিডিও,অ্যানিমেশন চলে এবং ফ্ল্যাশ ভিত্তিক গেমস খেলা যাই । আপনি ব্রাউজ করার সময় বুঝতেই পারবেন না আপনি মোবাইল নাকি কম্পিউটার এ ব্রাউজ করছেন ।
> ARMv7 প্রসেসর এর আরেকটি সুবিধা হল HD Video চালানো যায় । আমার মোবাইল দিয়ে 720p HD Video খুব মসৃণ ভাবে প্লে করে ।
**স্যামসাং গ্যালাক্সি Y, গ্যালাক্সি POP/mini ইত্যাদি মোবাইল এ ARMv6 প্রসেসর ব্যাবহার করা হয়েছে যা ARMv7 এর পুরানো ভার্সন ।
এন্ডড্রয়েড অপারেটিং সিস্টেম :
> অপারেটিং সিস্টেম হিসেবে আছে গুগল এর জনপ্রিয় এন্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড।
> সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এটার জন্য শীঘ্রই Latest 4.0 আইসক্রিম সান্ডউইছ এর অফিসিয়াল আপগ্রেড আসছে।
র্যাম ও গ্রাফিক্স :
> স্মার্টফোনটিতে আছে ৫১২ মেগাবাইট র্যাম এবং HD Games খেলার জন্য Adreno 205 GPU
**উল্লেখ্য স্যামসাং গ্যালাক্সি POP/mini/ACE. HTC Wildfire S/Explorer, LG optimus one ইত্যাদি মোবাইল এ পুরানো Adreno 200 GPU ব্যাবহার করা হয়েছে যা অনেক সময় লেটেস্ট HD Games চালাতে পারেনা । স্যামসাং গ্যালাক্সি Y/Pocket এ আলাদা কোন গ্রাফিক্স প্রসেসর নেই ।
ক্যামেরা :
Sony Ericsson Live With Walkman এ আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং LED ফ্ল্যাশ । আপনারা যারা সনি এরিকসন আগে ব্যাবহার করেছেন তারা নিশ্চই জানেন Sony Ericsson এর ক্যামেরার মান নোকিয়া কিংবা স্যামসাং থেকে অনেক উন্নত । এই ফোন এর ক্যামেরা তে আছে সনি সাইবারশট ডিজিটাল ক্যামেরার বেশ কিছু সুবিধা ।
যেমন -
> অটোফোকাস, ফেস ডিটেকসন,টাচ ফোকাস
> 3D sweep panaroma, image stabilization,Red eye detection
> Geo tagging,16X zoom.
এতে আরও আছে 720p video recording এবং Secondary VGA Front camera
ডিসপ্লে ও মাল্টিটাচ :
> ৩.২ ইঞ্চির ফুল টাচ স্ক্রীন ডিসপ্লে এবং ১৬ মিলিয়ন কালার । এটি ক্যাপাসিটিভ ডিসপ্লে হাওয়াতে বেশ Smooth কাজ করে ।
> সাথে আছে মাল্টিটাচ সুবিধা। ৪ আঙ্গুল পর্যন্ত মাল্টিটাচ সুবিধা আছে ।
> Scratch resistance হাওয়াতে ডিসপ্লেতে দাগ পরবে না ।
বাংলা সুবিধা :
শুনে অবাক হবেন এই মোবাইল এ সম্পূর্ণ বাংলা সাপোর্ট আছে । ইউজার ইন্টারফেস পুরো বাংলায় সেট করা যায় । মায়াবী কীবোর্ড ব্যাবহার করে বাংলা লিখতেও পারবেন । ওয়েবসাইটের বাংলা পরার জন্য আলাদা কিছু প্রয়োজন হয়না । যেকোনো ব্রাউজার দিয়েই পরতে পারবেন ।
মিউজিক :
আইপড আসার আগে সনি walkman ছিল সেরা portable music player. ৮০-৯০ দশকের তরুন দের কাছে walkman ছিল জনপ্রিয় গান শোনার ডিভাইস । সনি এরিকসন তাদের মিউজিক ফোন গুলোতে ওয়াকমান লোগো ব্যাবহার করে । এই মোবাইল এর stereo speakers, Sony xLOUD enhancement, Dedicated Walkman button সঙ্গীত প্রেমীদের অন্য অনুভুতি এনে দেয় । এই দামের ভিতর এর চেয়ে সেরা অডিও কোয়ালিটি আর কোন মোবাইল এ পাইনি ।
দুর্বলতা :
১। ডিসপ্লে কন্ট্রাস্ট কিছুটা কম ।
২। ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম ( সব এন্ড্রয়েড এর মতই ) ।
এটি সনি এরিকসন এর তৈরি শেষ ওয়াকমান ( Walkman ) ফোন । ভবিষ্যৎ এ সনি এরিকসন মোবাইল আর আসবেনা কারন গত বছর এরিকসন থেকে সনি সব শেয়ার কিনে নিয়ে পুরো কোম্পানি অধিগ্রহন করেছে । এখন শুধু মাত্র সনি নামের মোবাইল বের হবে ।
আশা করি পোস্টটি আপনাদের ভাল লাগবে । আর আপনাদের মোবাইলের ক্ষুধা মেটাতে MOBILE PRICE IN BANGLADESH এই ফেসবুক ফ্যান পেজটি লাইক করুন ।
আমি প্রত্যয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খাই, দাই, ঘুমাই আর আপনাদের কাছ থাইকা শিখি ।
ভাই এটি পাওয়া যাবে কোথায়, ওয়ারেন্টি আসে কি?