আসসালামোলাইকোম এইটা আমর প্রথম লেখা । আমার বাংলা লিখা খুব খারাপ । তাই কিছু ভুল হলে আমাকে মাফ করেদিবেন । আজ আমি আপনাদের শিখাব কি করে x-plore দিয়ে java সফটওয়্যার এডিট করতে হয় । প্রথমে আপনি x-plore ডাউনলোড করে নিন ।
x-plore for s60v2
http://www.lonelycatgames.com/?app=xplore&page=download&platform=s60&version=1_56
x-plore for s60v3&5
http://www.lonelycatgames.com/?app=xplore&page=download&platform=symbian&version=1_58
। এখন যে কোন একটা java সফটওয়্যার নিন । আমি mig33v4.2 নিলাম ।
এইবার সফটওয়্যার টি ওপেন করুন এবং এর সব ফাইল extract করুন একটা নতুন ফোল্ডার এর ভিতর ।
এইবার আপনার যা এডিট করার করে নিন । (.MF ও .class ফাইল ওপেন না হলে .MF ও .class ফাইল rename করে .txt ফাইল করে ফেলুন ।
যেমন file.MF কে file.txt এবং file.class কে file.txt। কাজ শেষ হলে আগের মত .MF ও .class লাগায় দেন । )
এইবার যেই ফাইল ও ফোল্ডার extract করছেন,সব গুলা মার্ক করে অপশন এ গিয়ে copy to zip or move to zip এ সিলেক্ট করে দেখিয়ে দিন কোথায় সেভ করবেন ।
যেই কানে সেভ করছেন ও কানে গিয়ে দেখুন file.zip ।
এই বার rename করে যে সফটওয়টওয়্যারটা এডিট করছেন তার নাম দেন । .zip কেটে .jar দেন ।
যেমন আমি mig33v4.2 কে করেছি । তহলে আমাকে file.zip কে mig33v42.jar করতে হবে । এই বার install করে মজা নিন । আশা করি সবায় বুজতে পেড়েছেন । কষ্ট করে পড়ার জন্য
সবাইকে অসংখ্য ধন্যবাদ
আমি skobir। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।