সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি গ্রামীনফোন এক্সপ্লোর পোষ্টপেইড সম্বন্ধে আলোচনা করবো ।
আমি মনে করি গ্রামীনফোন এক্সপ্লোর পোষ্টপেইড এর কলরেট গুলো আপনাদের অবশ্যয় ভাল লাগবে ।
কথা না বাড়িয়ে শুরু করা যাকঃ
গ্রামীণফোন এবার এক্সপ্লোর পোস্টপেইড নিয়ে এসেছে সম্পূর্ণ নতুন রূপে।
কল রেটঃ
১.২ টাকা/মিনিট (ভ্যাটসহ ১.৩৭ টাকা/মিনিট) বা ২ পয়সা/সেকেন্ড
এফএনএফঃ ৬ টি গ্রামীনফোন ৪৯ পয়সা/মিনিট (ভ্যাটসহ ০.৫৭ টাকা/মিনিট)
এবং ১ টি অন্য অপারেটরের নম্বরে ৭৯ পয়সা/মিনিট (ভ্যাটসহ ০.৯০ টাকা/মিনিট)
পাল্সঃ ১ সেকেন্ড এবং ৬০ সেকেন্ড (এফএন্ডএফ এর জন্য)
এসএমএসঃ ৫০ পয়সা(ভ্যাটসহ ০.৫৮ টাকা/মিনিট) প্রতি এসএমএস (১৬০ অক্ষরের মধ্যে)
লাইন রেন্টঃ নাই
সাথে থাকছে*(শুধু মাত্র নতুন গ্রাহকদের জন্য) ৫০০ এসএমএস,
৫০০ এমএমএস, ৫০০ ভয়েস এসএমএস (৩ মাস মেয়াদ),
৯৯ X ৩ এমবি ডাটা (৩ মাস মেয়াদ)
এবং মিস কল এলারট ও কল ব্লক সার্ভিস (৩ বিল সাইকেল)
নতুন এবং বর্তমান এক্সপ্লোর গ্রাহকদের জন্য P9 প্যাকেজ ৮০ টাকায় ।
প্যাকেজটি একটিভেট করতে এসএমএস অপশনে P9 টাইপ করে পাঠিয়ে দিন ৯৯৯৯ নম্বরে (সম্পূর্ণ চার্জ ফ্রী)
স্পেশাল অফারঃ ভ্যাটসহ ৩২ টাকায় ২৪ ঘণ্টা এবং ভ্যাটসহ ৯.৭২ (রাত ১২ টা থেকে সকাল ১০ টা) টাকায় আনলিমিটেড ইন্টারনেট!!!!!
ভ্যাটসহ ৩২ টাকায় আনলিমিটেড ইন্টারনেটঃ
গ্রামীনফোন এক্সপ্লোর পোষ্টপেইড গ্রাহকরা ভ্যাটসহ ৩২ টাকায় আনলিমিটেড ইন্টারনেট পাবেন ।
গ্রামীনফোন এক্সপ্লোর পোষ্টপেইড ভ্যাটসহ মাসিক আনলিমিটেড ইন্টারনেট(p2) এর মূল্যঃ ৯৭৭.৫০ টাকা ।
তাই দৈনিক ৩২ টাকা হয় ।
গ্রামীনফোন এক্সপ্লোর পোষ্টপেইড এ আনলিমিটেড ইন্টারনেটের চার্জ প্রতিদিনের টাকা প্রতিদিনের কেটে নেয় ।
সুতরাং, আপনি যদি ১ দিন p2 ব্যবহার করে cancel করে দেন তাহলে ১ দিনের টাকা (৩২ টাকা) কেটে নিবে ।
ভ্যাটসহ ৯.৭২ টাকায় আনলিমিটেড ইন্টারনেটঃ
গ্রামীনফোন এক্সপ্লোর পোষ্টপেইড গ্রাহকরা ভ্যাটসহ ৯.৭২ টাকায় আনলিমিটেড ইন্টারনেট পাবেন ।
গ্রামীনফোন এক্সপ্লোর পোষ্টপেইড ভ্যাটসহ মাসিক আনলিমিটেড(রাত ১২ টা থেকে সকাল ১০ টা) ইন্টারনেট(p3) এর মূল্যঃ ২৮৭.৫০ টাকা ।
তাই ৯.৭২ টাকায় আনলিমিটেড ইন্টারনেট ।
গ্রামীনফোন এক্সপ্লোর পোষ্টপেইড এ আনলিমিটেড ইন্টারনেটের চার্জ প্রতিদিনের টাকা প্রতিদিনের কেটে নেয় ।
সুতরাং, আপনি যদি ১ দিন p3 ব্যবহার করে cancel করে দেন তাহলে ১ দিনের টাকা (৯.৭২ টাকা) কেটে নিবে ।
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্পিড কেমন হবে?
স্পীড এর কোন সমস্যা হবে না ।
ফ্রি বিল জানার সুবিধাঃ
বর্তমানে ৩ টি উপায়ে এক্সপ্লোর গ্রাহকরা তাদের বিল ফ্রি চেক করতে পারেন।
ইনভয়েসের
গ্রামীণফোন ই-কেয়ার
ইউএসএসডি
*111*4*1*2# ডায়াল করুন মোট বকেয়া বিল চেক করার জন্য
*111*4*2# ডায়াল করুন ক্রেডিট লিমিট-এর তথ্য জানার জন্য
সিমের মূল্য ৪৯৯ টাকা
ডিফল্ট ক্রেডিট লিমিট ৩০০ টাকা
আরও জানতে http://http://www.2shared.com/document/oMOnlSKc/Xplore-FAQ__Bengali_.html পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন
ভাল লাগলে কমেন্ট করবেন । ভাল না লাগলেও কমেন্ট করবেন ।
ধন্যবাদ ।
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
Josh