প্রভাতী মোব রিডার (যাবতীয় কলাকৌশল)


মোবাইলে পড়তে কতনা আনন্দ ।অবশ্য ল্যাপি + কাগজের বই থেকে সামান্য কমই ।তাও কম কিসে ?
ডেক্সটপে কারেন্ট নাই ?
অথবা
কম্পু কেনার সামর্থ্য নাই ?
আছে কি ?
একটা বাংলা সাপোর্টেড জাভা মোবাইল ।
তাহলেই চলবে ।
নামিয়ে নিন মোব রিডার আর পড়ে নিন AtoZ পড়ার নিয়ম
প্রভাতী মোব রিডারের ভার্সন ১প্রকাশ করার পর থেকে বেশ কিছু ফোন পেয়েছি ।অনেকেরই সমস্যা হয়েছে ।
যা হোক আজকে এর কিছু ফিচারের সাথে পরিচয় করাব ।
তার আগে জেনে নিন .mob এর পূর্ন রুপঃ
mo=mobile
b=book
mob=mobile book
ফিচারঃ ইতিহাস
পড়া শুরু এর পরের মেন্যুটার নাম 'ইতিহাস' ।
এর কাজ কি জানেন ?
জানরে ভাল ,নয়তো জেনে নিন ।

একটা বই পড়া শুরু করলেন ।এমন সময় আপনার বড় বোন ওনার ফোনটা খোঁজে পাচ্ছেনা ।আপনাকে বলল যে ,ওনার ফোনে একটা কল করার জন্য ।
এখনতো এপ্লিকেশনটা ক্লোজ করতে হবে ।তাহলে কতটুক পড়েছেন সেটা চিহ্নিত করে রাখবেন কিভাবে ?
দরকার নেই চিহ্নিত করার ।
ক্লোজ করে দিন ।
কাজ শেষ হলে এপ্লিকেশনটি ওপেন করুন ।
'ইতিহাসে' ক্লিক করুন ।
দেখবেন যে বই পড়ছেন ,তার নাম এবং সাথে ১%,৫%অথবা যেকোন% উঠে আছে ।বুঝতে হবে আপনি শেষবার উক্ত %বই পড়েছিলেন ।এবার বইয়ের উপর ক্লিক করুন ।ম্যাজিক !
দেখুন যেটুকু বই পড়া অবস্থায় প্রভাতী মোব রিডার বন্ধ করেছিলেন ঠিক সেখান থেকেই চালু হয়েছে বইটি !

ফিচারঃ বুকমার্ক
বই পড়ছেন ।হঠাত্‍ করেই আপনার একটা লেখা অনেক পছন্দ হল ।এটা আবার পড়তে চান ?
তাহলে বুকমার্ক করে রাখুন ।

যাহোক আজকে আর নয় ।হ্যাপি মোবাইল বই রিডিং ......

Level 0

আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই একটু সমস্যা হইছে । আপনার ব্লগ থেকে যে BlueFTP সফটটা নামালাম তা তো খালি connecting to server দেখায় । কি করি সমাধান দেন । আর যে বই গুলা দিছেন মাশাল্লা কি যে বলল । তবে পড়তে পারলে অনেক ভাল লাগত ।

    Level 0

    পড়তে পারলে জানাবেন ।আমি পেরেছি ।আপনিও পারবেন ।ও হ্যা ,যখন Blutooth কানেকশন চাবে আপনি No দিবেন ।
    এবার একটা বইরের ভিতরে গিয়ে Select all ক্লিক করে করে 1 চেপে 3চাপুন ।এবার Yes করুন ।যতবার ডাটা একসেসের অনুমতি চাবে ততবার Yes চাপুন ।এবার সফটওয়্যারটা বন্ধ করে মেমরী কার্ডে দেখুন বইয়ের নাম .mob নামে বই এসেছে ।
    এবার প্রভাতী মোব রিডার দিয়ে গিয়ে বইটি ওপেন করুন ।অবশ্যই তার আগে প্রভাতী মোব রিডার এর সেটিংস এ গিয়ে ইনকোডিং UTF-8 করে নিবেন ।ইচ্ছা করলে ‘ফন্টের আকার’ অপশনে ক্লিক করে ফন্ট সাইজও বাড়িয়ে নিতে পারেন ।

Level 0

নিচের লিংক থেকে BLUFTP সফটওয়্যারটি নামিয়ে নিনঃ
http://bdfoorti.com/category/download/40624/BlueFTP.jar.html

ভাই আমি বইয়ের পোকা । ছোটবেলা থেকে এটা আমার এক রকম নেশা । যেখানে যত বই পায়েছি পড়ার চেষ্টা করছি তাই আপনার টিউনে আপনি যে ভাবে বলছেন সে ভাবে কারার চেষ্টা করছি । আপনি BlueFTP যে সফটা দিছিলে সেটা ত্রিশ দিনের ট্রায়াল ভার্সন । পরে যে ঠিকানা দিল তা থেকে ডাউনলোড করে করলাম কিন্তু পড়তে গিয়ে দেখি ফন্ট সাপোর্ট করে না ।কি সব হিব্রু লেখা আসে । কিন্তু আপনি সফটটা দেওয়ার আগে যে ইনংকোডিং সিলেক্ট করতে বলছিলেন তা খেয়াল করি নাই । এখন পড়তে পারছি ।অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ । সব বই ডাউনলোড করতেছি । এরকম আরো বই চাই ।

ভাই আমি বইয়ের পোকা । ছোটবেলা থেকে বই পড়া আমার এক রকম নেশা । যেখানে যত বই পেয়েছি পড়ার চেষ্টা করছি তাই আপনার টিউনে আপনি যে ভাবে বলছেন সে ভাবে কারার চেষ্টা করছি যাতে বই পড়তে পাড়ি । আপনি প্রথমে BlueFTP যে সফটা দিছিলে সেটা ত্রিশ দিনের ট্রায়াল ভার্সন । পরে যে ঠিকানা দিল তা থেকে ডাউনলোড করে করলাম কিন্তু পড়তে গিয়ে দেখি ফন্ট সাপোর্ট করে না ।কি সব হিব্রু লেখা আসে । কিন্তু আপনি সফটটা দেওয়ার আগে যে ইনংকোডিং সিলেক্ট করতে বলছিলেন তা খেয়াল করি নাই । এখন পড়তে পারছি ।অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ । সব বই ডাউনলোড করতেছি । এরকম আরো বই চাই ।

    Level 0

    আমিও ভাই আপনার মতই বইয়ের পোকা ।
    নিয়মিত আমাদের সাইটে নজর রাখুন ।মাসুদ রানা ,তিনগোয়েন্দা ,রহস্য উপন্যাস ,গল্প চরম সব বই আসছে শীঘ্রই ।
    ফন্ট বড় করে পড়তে চাইলে , সেটিংস>ফন্টের আকার অপশনটা দেখতে পারেন ।

    আপনার ফেসবুকে বন্ধুদের মাঝে এই সফওয়্যারটির কথা জানিয়ে দিন ।.mob বইয়ের হাজার হাজার পাঠক গড়ে তুলতে চাই ।তবেই তো ভাল লাগবে বই বানাতে ।তাইনা ?

Level 0

আমি ত রিডার ফাইলটি নামাতে পারলঅম না ।

    Level 0

    কেন ? প্রথমে ডাউনলোড লিংকে ক্লিক কর ।একটা পেজ আসবে ।ওটা থেকে <Download file
    নামক অপশনটায় ক্লিক কর ।ব্যাস ডাউনলোড শুরু হয়ে যাবে ।

Level 0

vai kivabe nijer pocondo moto boi banano jabe seta jodi share korten tahole valo hoto.

vai provati .mob reader amar n70 te instal hoy na invalid file show kare &bluftp unzip hoyna “permison java x only reader” show kare. Plz email me link provati.mob reader&free unzipe soft for nokia n70.many many thanks. My email.. [email protected]

ভাই আপনার সফটওয়্যার দিয়ে শুধু আপনার দেয়া বই গুলো পড়া যায় 🙂 আমার পিসি তে থাকা পিডিএফ বই গুলো এই সফটওয়্যার দিয়ে কিভাবে পড়া যাবে ।