মোবাইলে পড়তে কতনা আনন্দ ।অবশ্য ল্যাপি + কাগজের বই থেকে সামান্য কমই ।তাও কম কিসে ?
ডেক্সটপে কারেন্ট নাই ?
অথবা
কম্পু কেনার সামর্থ্য নাই ?
আছে কি ?
একটা বাংলা সাপোর্টেড জাভা মোবাইল ।
তাহলেই চলবে ।
নামিয়ে নিন মোব রিডার আর পড়ে নিন AtoZ পড়ার নিয়ম ।
প্রভাতী মোব রিডারের ভার্সন ১প্রকাশ করার পর থেকে বেশ কিছু ফোন পেয়েছি ।অনেকেরই সমস্যা হয়েছে ।
যা হোক আজকে এর কিছু ফিচারের সাথে পরিচয় করাব ।
তার আগে জেনে নিন .mob এর পূর্ন রুপঃ
mo=mobile
b=book
mob=mobile book
ফিচারঃ ইতিহাস
পড়া শুরু এর পরের মেন্যুটার নাম 'ইতিহাস' ।
এর কাজ কি জানেন ?
জানরে ভাল ,নয়তো জেনে নিন ।
একটা বই পড়া শুরু করলেন ।এমন সময় আপনার বড় বোন ওনার ফোনটা খোঁজে পাচ্ছেনা ।আপনাকে বলল যে ,ওনার ফোনে একটা কল করার জন্য ।
এখনতো এপ্লিকেশনটা ক্লোজ করতে হবে ।তাহলে কতটুক পড়েছেন সেটা চিহ্নিত করে রাখবেন কিভাবে ?
দরকার নেই চিহ্নিত করার ।
ক্লোজ করে দিন ।
কাজ শেষ হলে এপ্লিকেশনটি ওপেন করুন ।
'ইতিহাসে' ক্লিক করুন ।
দেখবেন যে বই পড়ছেন ,তার নাম এবং সাথে ১%,৫%অথবা যেকোন% উঠে আছে ।বুঝতে হবে আপনি শেষবার উক্ত %বই পড়েছিলেন ।এবার বইয়ের উপর ক্লিক করুন ।ম্যাজিক !
দেখুন যেটুকু বই পড়া অবস্থায় প্রভাতী মোব রিডার বন্ধ করেছিলেন ঠিক সেখান থেকেই চালু হয়েছে বইটি !
ফিচারঃ বুকমার্ক
বই পড়ছেন ।হঠাত্ করেই আপনার একটা লেখা অনেক পছন্দ হল ।এটা আবার পড়তে চান ?
তাহলে বুকমার্ক করে রাখুন ।
যাহোক আজকে আর নয় ।হ্যাপি মোবাইল বই রিডিং ......
আমি জাবেদ ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 192 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভাই একটু সমস্যা হইছে । আপনার ব্লগ থেকে যে BlueFTP সফটটা নামালাম তা তো খালি connecting to server দেখায় । কি করি সমাধান দেন । আর যে বই গুলা দিছেন মাশাল্লা কি যে বলল । তবে পড়তে পারলে অনেক ভাল লাগত ।