এই trick টা nokia ফোনে কেন কাজ করে তার কারণ জানা যায় নি। আমার ফোনেও trick টা কাজ করেছে।
তবে s60v5 বা s60^3 এর ফোনে কাজ করে নাকি জানিনা। কারণ আমি try করিনি।
(তবে এর আগে এটা এই সাইট এ শেয়ার করেছি।সেখানে অনেকে বলেছে যে trick টা তাদের s60v5 এর ফোন কাজ করেছে।)
The Trick=
১. ফোনের time 01.05.2005 করুন।
২. calender এ যান। দুই টা to-do তৈরি করুন।
(Options-new entry-to-do)
৩. প্রথম to-do তে যা করবেন: To-do: Subject: Speed, Due date: 04.08.2005, Priority: High, Done.
৪. দ্বিতীয় to-do তে যা করবেন: To-do: Subject: Qoukie, Due date: 04.08.2005, Priority: Low, Done
৫. খবরদার calendar বন্ধ করবেন না।
৬. এখন option> to-do view এ যান।
৭. আগে "speed" কে "done" করে মার্ক করুন। তারপর "Qoukie" কে মার্ক করে "Done" করুন।
এখন আপনি calender বন্ধ করতে পারেন।
এখন আপনার ফোনের date ঠিক করুন।
আর দেখেন আপনার ফোনের operation গুলা কত দ্রুত apply হচ্ছে।
ফোনে কাজ করছে নাকি বলিয়েন।
N.B: ভাইয়া, আমি ছোট আর ফোন থেকে টিউন করি। হয়তো আমার টিউন গুলা তেমন একটা মান সম্পন্ন হয় না। আপনারা যদি আমার ভুল গুলা না দেখিয়ে দেন তাহলে আমি শিখবো কেমন করে।
তাই Please ভালো বা খারাপ লাগুক Comment করুন।
ধন্যবাদ।
আমি FH শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুন্দর হয়েছে ।