একটু নড়েচড়ে বসুন এখন আপনিই পারবেন মোবাইল দিয়ে জাভা সফট এডিট করতে ও Multimidlet বানাতে অমার প্রথম টিউন । আপডেটেড

আসস্লামুয়ালাইকুম সবাই কে ।

একটা কথা অনেকে সালাম পড়লেন ভাই সালামের উত্তর দিয়েছেন টাইটেল দেখে একটু স্বপ্নের মতো মনে হলনা? হ্যাঁ এখন আপনি ই পারবেন জাভা সফট এডিট করতে ও মাল্টিমিদলেত বানাতে । কিভাবে? অনেক খুজে খুজে এক এক টা তথ্য সংগ্রহ করেছি

তাহলে স্যর‍্য করি আমার প্রথম টিউন |

প্রথমে এখান থেকে ডাউনলোড করুন

আপনি যদি মোবাইল থেকে হন তাহলে প্রথমে এখান থেকে ডাউনলোড করুন এবং সফট টা ওপেন করে উপরের ফাইল টা এক্সাত করুন

আপনার যদি নোকিয়া মোবাইল হয় তাহলে  যে কোন অ্যাপ্লিকেশান এর

Option>application access> data access> read user data > ask first time এবং

Option>application access> data access>add and edit data > ask first time K‡i w`b সমস্যা হলে পিকচারটি দেখুন

ওটা করলে বারবার yes চায়না

কোন কোন নোকিয়া সেটে  ask first time নাও হতে পারে আমার নোকিয়া X2-00 হয়েছে

এখন আপনার কাজের পালা নিচের ধাপ অনুসরন করুন

ধাপ  1 :

প্রথমে আমি যেসব সফট দেয়েছি তার মধ্যে minihalo নামক যে সফট তা আছে তা open করুন।আপনি যে জাভা সফট তা ভাঙ্গতে চান সেটার extention আগে থেকে যেন .zip থাকে মানে .jar থেকে .zip। আপনি blueftp সফট এর মাধ্যমে .zip করে দেবেন ব্যাস এবার minihalo এর মাধ্যমে জাভা সফট টা ভাঙ্গুন। দেখুন ঐ সফট টার নামে একটা ফোল্ডার তৈরি হবে

আপনি চাইলে আমার দেয়া ucweb টা দিয়ে সফট নামিয়ে কাজ করতে পারেন

আমার দেয়া ucweb টা একটু বেতিক্রম ওটা দিয়া আপনি snapshoot করতে পারবেন

আপনি আরেকটি পদ্ধতিতে জাভা সফট ভাঙ্গতে পারেন .zip extention দেয়ার blueftp ওপেন করে জিপ ফোল্ডার টিতে ঢুকে সব ফাইল সিলেক্ট করে আনজিপ করতে পারবেন ।

ধাপ ২:

আপনি যদি ঐ সফট আর নাম পরিবত্তন করতে চান তাহলে moby explorer নামক যে সফট তা আছে তা ওপেন করুন। তারপর ঐ সফট এর ফোল্ডারটির ভেতর META-INF নামক ফোল্ডার এর ভেতর

MANIFEST.MF নামক যে ফাইল টি আছে ওটা option থেকে text editor এর মাধ্যমে এডিট করুন ব্যাস কাজ শেষ।

ধাপ ৩:

আপনি ইচ্ছা করলে সফটটার বিভিন্ন picture বা ইমেজ পরিবত্তন করতে পারবেন কিভাবে পারবেন ?

পারবেন blueftp এর মাধ্যমে। আপনি ঐ সব পরিবত্তন করার সময় যেটাকে পরিবত্তন করবেন সেটার নাম আপনারটির নাম same করে দিন তারপর আপনার পিকচার টি replece করে দিন আর দেখুন মজা।

ধাপ ৪:

আপনি যদি ঐ সফটটার বিভিন্ন রকমের class পরিবত্তন করতে চাইলে class_translator তো আছে নাকি । ওটা দিয়ে class পরিবত্তন করুন। class পরিবত্তন করার পর save করলে leave a backup file অপশন টা আসলে no করে দিন কাজ শেষ ।

ধাপ ৫:

সবকিছু করা শেষ হলে blueftp এর মাধ্যমে ঐ ফোল্ডার ভেতর থাকা সব কিছু সিলেক্ট করে compress to jar করুন তারপর _jar কেটে দিয়ে .jar করে অ্যাপ্লিকেশান টা চালান। আর মজা নিন আপনার এডিট করা অ্যাপ্লিকেশান গুলোর

উফফ অনেক কিছু করলেন না এবার একটু বিস্রাম নিন তবে চলে যাবেন না মজার জিনিস টা তো বাকি আছে আপনি কি multimidlet বানাবেন না ? চলুন এবার multimidlet বানাই

Multimidlet ধাপ –

আপনি প্রথমে যে সব সফট Multimidlet বানাবেন তাদের শেষে .zip extention দিয়ে দিন । এবং আপনার মেমোরি কার্ড এর root এ অর্থাৎ e:\ তে icon.png নামক একটা পিকচার রাখতে হবে । এরপর Multimidlet.jar নামক যে সফট তা আছে ওইটা ওপেন করুন । আপনার .zip এর অ্যাপ্লিকেশান গুলো সিলেক্ট করে view list থেকে start Merge করুন । নাম ধাম পরিবত্তন করবেন না । তারপর আবার start Merge এ ক্লিক করুন শেষ হলে মেমোরি কার্ড এর ভেতর Multimidlet নামক ফোল্ডার এর ভেতর আপনার করা Multimidlet টি আছে । ওটার নাম থাকতে পারে test.jar_jar blueftp এর মাধ্যমে test.jar করে দিন আর উপভোগ করুন মজা । তবে আপনাকে সাবধান থাকতে হবে আর আপনার সফট গুলার মধ্যে যদি সমস্যা থাকে তাহলে তাহলে Multimidlet টিতে সমস্যা দেখা দিবে। একবারে ৩ টির বেশি দেবেন না দিলেও সমস্যা নেই ।

আমার প্রথম টিউন কেমন লাগল আমাকে জানাবেন ।

সমস্যা হলে আমি আছি  facebook.এ ধন্যবাদ. java mobile এ screen shot নেয়া যায়না তাই বেশি ছবি দিতে পারলাম না । ভুল হলে ক্ষমা করে দেবেন ।

পূর্বে আমার ব্লগ এ প্রকাশিত

আপনি  চাইলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ 

ভাল লাগলে কমেন্ট করিয়েন

Level 2

আমি নি লয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর টিউন হইছে ভাইয়া !!
আশা করছি নিয়মিত টিউন করবেন !!

চমৎকার ।আরও চাই ।

অনেক আগে থেকেই জানি ।
তারপরও ভালো লাগলো ।

দারুন তো । অনেক ভাল লাগল ।

জাভা এডিট নিয়ে আমার প্রচুর গবেষণা রয়েছে। বিশেষত প্রোগামিং ল্যাংগুয়েজ ছাড়া সোর্স এডিটের উপর প্রচুর কাজ করেছি বিভিন্ন টুল ব্যবহার করে।

Beshoyta onik age thakha jantam,tarpora o thanks.Tobe vai eita temon ekta kajar na.Eitar mul kaj holo jar format a pack kora or jar thakha unpack kora.Eitar diya kebol marto image and soft name ta edit kora jai.Jahok sorbo protom programming lanuage ta sikta hobe,tahola prokito moja paoya jabe.Don’t mind.

নেট মাষ্টার ও শ্যামল ভাই আমি কিন্তু ঐ গুলো মোবাইল এর মাধ্যমে ইডিট করার কথা বলেছি পিসি এর মাঘ্যমে নয় ।আর অবশ্যই জাভা ল্যাঙ্গুয়েজ এর কথা জান তে হবে কিন্তু অনেকের শখ যে কিভাবে জাভা ইডিট করবে আবার মোবাইল দিয়ে ।

Level 0

valo laglo tune ta. Java’r upor khub kom tune hoy. j koi ta amr kache valo lagce tar moddhe ata akta.
Thanks

দারুণ তো…

vhai;onek try kore ei 3ta software ek sathe korte parte c na.pls help koren…
1.opera mini 4
2.fb chat
3.walkman mp3 player kd based(download link : http://peperonity.com/go/sites/mview/mobi.loadz1/27417269/27417783)
pls vhai;apnara parle amk janan.amak file ta toire kore kothao upload kore den pls……..

আসিক আপনি একটি কাজ করেন প্লেয়ার টি বাদ দিন । তবে হবে আপনার মিডলেট টি আর একটা কথা আপনি এক সুন্দর উপায়ে গান শুনতে ও পাল্টা তে পারবেন আপনি youtube এর একটি পেজ সেভ করে নিন তারপর watch vedieo তে ক্লিক করার পর দেখবেন আপনার প্লেয়ার ওপেন হবে তারপর তো আর বলতে হবেনা প্লেয়ারের গান তো আপনি চেন্জ করতে জানেনই ।আর একটি কথা আপনার জাভা ফাইলে সমস্যা থাকলে application error আর বোঝাতে হবেনা ।ওকে গুড লাক ।

Level 0

soft gula simbian a calana 🙁 any help

    যতদুর মনে হয় সিমবিয়ান ফোন হ্যাক করা না থাকলে সিমবিয়ান প্লাটফমে সফট গুলো চলবেনা । বুঝেছেন chay0n ভাই

vai , soft gula install dilam , but aktao open hossa na ! Model : nokia x5-01 symbian s60 fp2

    Ashikur Rahman ভাই সিমবিয়ানের কনফিগারেশনে সফট গুলো চলবে না আপনি জাভা ক্লাসিকে ট্রাই করেন ।অবশ্যই হবে ।

Level 0

আমার SOFTWARE গুলো INSTALL হচ্ছেনা। _JAR এই রকম ফরম্যাট এ থাকছে। রিনেম হচ্ছেনা।

    SOUMESH ভাই আপনি blueftp ওপেন করে দেখুন সফট গুলোর শেষে .EXT থাকছে থাকলে তা মুছেদিন আর ফাইল রিনেমে কোনো ডট (.) রাখবেন না শুধু extention এ রাখবেন । ভাল থাকুন ।

Level 0

ভাই BLUFTP বাদে বাকী SOFTWARE গুলো কোথায় পাব।ভাই দয়া করে APPS গুলো দিবেন।PLEASE BHAI…