মোবাইল চালান আপনার PC তে !!! না জানলে জেনে নিন !
আপনার PC তে ইচ্ছা করলেই আপনি আপনার মোবাইল চালাতে পারেন । এই জন্য আপনার লাগবে Symbian s60 মোবাইল। মোবাইল প্রথমে hack করা লাগবে। Hack করার জন্য Techtunes এ কয়েকটি টিউন আছে , দেখে নিতে পারেন ।
♦ প্রথমে এই লিঙ্ক থেকে rar ফাইলটা download করে নিন।
♦ rar ফাইলটা ওপেন করুন। এখানে দুইটি ফাইল পাবেন ।
♦ exe ফাইলটা ওপেন করুন এবং নিচের পদ্ধতিতে install করুন।
♦ Install হয়ে গেলে desktop এ Remote Professional icon এ ক্লিক করুন,Open করুন সফটওয়্যারটি।
এইরকম Screen দেখতে পাবেন
♦ আপনার মোবাইল টি Bluetooth/USB দিয়ে কানেক্ট করুন , মনে রাখবেন USB mode এ Pc Suite দিবেন।
♦ এবার মোবাইল এ Application>Installations> RS60pro ওপেন করুন , option > connect via Bluetooth/ connect via USB সিলেক্ট করুন ।
♦ Remote Professional open করুন , File>Setup দেখুন এখানে key mapping আছে , এর মাধ্যমে আপনি কোন command দিয়ে কি করতে পারবেন তা ঠিক করতে পারবেন ।
♦ কিছু Screenshot :
কোন problem হলে comment এ জানাতে পারেন /Facebook ID
আমি এমরান ইমাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো !!!!!
তবে পিসি থেকে কি ফোন দেওয়া যাবে ?