আইসক্রিম স্যান্ডউইচের ১০টি ফিচার যা আপনাকে পাগল করে ফেলবে

কিছুদিন আগে এন্ড্রয়েড কেনার ইচ্ছে জাগে। খুব বেশি দাম দিয়ে কিনতে পারবনা দেখে শুরু হয় গবেষনা কোন মোবাইলটা দিয়ে মোটামুটি ভাল সব ফিচার পাওয়া যাবে, ভবিষ্যতে এন্ড্রয়েড ৪ আইসক্রিম আইসক্রিম স্যান্ডউইচে আপগ্রেড করা যাবে, কিন্তু দাম হবে হাতের নাগালে। অনেক ভেবে চিনতে কিনলাম সনি-এরিকসনের(বর্তমানের শুধু সনি) লাইভ উইথ ওয়াকম্যান (WT19i) মডেলের মোবাইলটা।

কিনেই বুঝলাম সঠিক সিদ্ধান্তই নিয়েছি। আমার ফেসবুক ফ্রেন্ড রনি ভাই আমাকে অনেক হেল্প করেছেন এ ক্ষেত্রে। কেনার পর থেকেই আমার ফোনের বিল্ট-ইন (প্রি-লোডেড) কিছু এপ্লিকেশন ভাল্লাগছিল না। যেমনঃ Games by POPcap, Play now, Deezer সহ আজে বাজে আরো ৫টি অ্যাপ যেগুলো মোবাইল সেবাদাতা কোম্পানি ইন্সটল করে রেখেছিল এবং এমন ভাবে সিস্টেম সফটওয়্যার হিসেবে করেছিল যে স্বাভাবিক উপায়ে আনইন্সটল করা যেত না। ফলাফল - ক'দিন উশখুশ করে শেষমেশ ফোন নষ্ট হবার বিশাল ভয় কাটিয়ে মোবাইলটাকে রুট করলাম। করে ২মাস চালানোর পর এখন এন্ড্রয়েড ৪ আইসক্রিম স্যান্ডউইচে যাবার জন্য মন উশখুশ করছিল। সনি ওদিকে ওদের পিসি কম্প্যানিয়নে দেখাচ্ছে আমার ফোনের আইসক্রিম স্যান্ডউইচ এখনো ডাউনলোডের জন্য আসে নি। কি আর করা, ক'দিন এখানে ওখানে খোঁজা খুঁজি করে xda'র একটি থ্রেডে পেয়ে গেলাম কিভাবে অফলাইনেই ফ্ল্যাশ-টুল দিয়ে আইসক্রিম স্যান্ডউইচে আপগ্রেড ও সেই সাথে রুট করা যায়।

কাল রাতে আইসক্রিম স্যান্ডউইচে আপগ্রেড করলাম এবং রুট করলাম। ভেবেছিলাম ওয়াকম্যানের ৫১২মেগাবাইট র‍্যাম আইসক্রিম স্যান্ডউইচকে স্লো করে দিবে। কিন্তু সনি যে আসলেই ভাল সফটওয়্যারও উপহার দিতে পারে, তা বোঝা গেল আইসক্রিম স্যান্ডউইচ ইন্সটলের পর। আসলে রুট না করলে এন্ড্রয়েড ব্যবহার করার কোন মানে আমার কাছে নেই। আইসক্রিম স্যান্ডউইচে আপগ্রেডের পর আমার ১০টি অসাধারন ফিচার মন কেড়ে নিয়েছে। আশা করি আপনাদেরও ভাল লাগবে।

  • লক স্ক্রিন:


আইসক্রিম স্যান্ডউইচ ইন্সটলের পরে আপনার মন কেড়ে নেবে এর লক স্ক্রিন। জিঞ্জারব্রেডের সাথে এর পার্থক্য হল এতে আগের মত সাউন্ড অফ করে ভাইব্রেশন দেবার অপশনটি সরিয়ে সত্যিকারের কাজের জিনিস এক ক্লিকে ক্যামেরা অন করার অপশন যোগ করা হয়েছে। আগের মত আপনার মোবাইল অপারেটরের নাম উপরে না দেখিয়ে নিচে দেখাবে। সবচাইতে মজার যে জিনিসটি সেটি হল আপনার যদি মিউজিক প্লেয়ার অন করা থাকে, তাহলে আপনার মিউজিক প্লেয়ার বাটনগুলো উপরে দেখাবে!!! এছাড়াও আছে ফেইস আনলক ফিচার। যেখানে স্ক্রিন শুধু আনলক হবে আপনার চেহারা দেখলেই!!!

  • ইউজার ইন্টারফেস:

স্ক্রিন আনলক করার পর যেটি দেখবেন আপনি তা হল এর অসাধারন থিম। অসাধারন কোয়ালিটির কিছু থিম যোগ করা হয়েছে আইসক্রিম স্যান্ডউইচে। ইচ্ছে করলে থিমস এ গিয়ে সেটি আপনি চেঞ্জ করে নিতে পারেন। অল নিউ ইন্টারফেস আপনাকে দিবে অসাধারন কিছু নতুন ইফেক্ট। সবকিছুই যেন অনেক বেশি ফাস্ট অনেক বেশি স্মার্ট। যেকোন অ্যাপ এখন অনেক জলদি লোড হয়, সব এনিমেশন খুবই স্মুথ। কালচে ইন্টারফেস আপনার মন কেড়ে নিবে এক মুহূর্তেই।

  • নতুন গুগল সার্চ ইঞ্জিন উইজেট:


এতদিন সাদা রঙের গুগল সার্চ দেখে দেখা যারা বিরক্ত তাদের জন্য সুখবর। গুগল সার্চ আইকন এখন এসেছে কাল রঙে। অনেক সুন্দর দেখতে এই গুগল সার্চ উইজেট আগের মতই আপনার মোবাইল ফোনের যেকোন অ্যাপ, মেসেজ, ভিডিও, অডিও এমনকি ফোন নাম্বারও সার্চ করতে পারে। বলে রাখা ভাল - I just love it

  • নতুন কনটাক্ট মেনু, কল মেনু, কনটাক্ট গ্রুপ:



কনটাক্ট মেনুতে এক নামের পর অন্য নামের মাঝের স্পেস কমানো হয়েছে। ফলে একই পাতায় এখন আগের থেকে বেশি ফোন নাম্বার দেখা যাবে। ডায়াল প্যাড আর রিসেন্ট কল মেনু একত্র করা হয়েছে। নতুন সংযোজন হিসেবে এসেছে গ্রুপ। এখানে আপনি ফ্যামিলি, বন্ধু, আত্মীয়দের জন্য আলাদা গ্রুপ তৈরি করে রাখতে পারবেন।

  • নতুন কি প্যাড:


যারা নিও/রে ব্যবহার করেছেন তাদের কাছে এই কি-প্যাড নতুন না হলেও যারা আগে ব্যবহার করেনি তাদের জন্য ভয়েস দিয়ে লেখার সুবিধাযুক্ত এই কি প্যাড এক আশীর্বাদ। আমার যখন লিখতে ইচ্ছে করে না আমি তখন মাইক্রোফোন আইকনে চেপে কথা বলতে থাকি।

  • ভয়েস ইনপুটে যুগান্তকারী পরিবর্তন:

জিঞ্জাব্রেডের উপর গুগল আইসক্রিম স্যান্ডউইচে যে আপগ্রেডটা আনায় হাঁপ ছেড়ে বেঁচেছি তা হল ভয়েস ইনপুটে Write as you say অপশন। এই নাম গুগলের না, আমার দেয়া! 😛 Write as you say সেটি কি? যেকোন টেক্সট ইনপুট বক্সে গিয়ে মাইক্রোফোন অন করুন। এবার দেখুন নতুন একটি ইন্টারফেস এসেছে। এখন আপনি ইংলিশে কিছু বলতে থাকুন, দেখুন আপনি বলার সাথে সাথেই লেখা হয়ে যাচ্ছে! Done না চাপা পর্যন্ত এই উইন্ডো বন্ধ হবে না। জিঞ্জাব্রেডে যে অসুবিধেটা ছিল সেটি হচ্ছে সেখানে পুরো কথাটা বলার পর সে নেটে গিয়ে আউটপুট বের করার চেষ্টা করত ও ৯০% ক্ষেত্রে ভুল আউটপুট দিত। আর যদি আপনার কথাটা হয় দীর্ঘ, তাহলে তো আর কথাই নেই। মিনিট লাগিয়ে দিবে লোড করে আনতে আর এক মিনিট পর দেখাবে কোন রেজাল্ট পাওয়া যায় নি।

  • নতুন ক্যামেরা ইন্টারফেইস:

ক্যামেরা ইন্টারফেসে পরিবর্তন এসেছে অনের। আগের মত এখন বাঁ পাশে অপশন আর ডান পাশে একগাদা গ্যালারি ছবি দেয়া নেই। বরং অপশনে গেলে এখন সারা স্ক্রিন জুড়ে থাম্বনেল আকারে দেখায় সব অপশন। ক্যামেরা থেকে ভিডিও ক্যামেরায় খুব তাড়াতাড়ি সুইচ করার সুবিধার জন্য সুইচ বাটন বড় করা হয়েছে। স্লাইড করেই আপনি চলে যেতে পারেন ভিডিও ক্যাম অপশনে। সাথে ক্যামেরা অন-স্ক্রিন ক্যাপচার কি যোগ করা হয়েছে।

  • নটিফিকেশন:

নটিফিকেশন প্যানেল এখন অনেক ফাস্ট। প্রতিটি নটিফিকেশন আলাদা করে মোছা যায়। নটিফিকেশন মুছতে হলে ডান বা বাম পাশে নটিফিকেশনটিকে স্লাইড করে দিলেই তা মুছে যায়। সবগুলো একসাথে মুছতে হলে উপরের ডান কোনায় 'X' চিহ্নে টাচ করলেই হয়।

  • টাস্ক ম্যানেজার:


স্যামসাং ব্যবহারকারিরা আগে হোম বাটন চেপে ধরে টাস্ক ম্যানেজারে গিয়ে Running background app বন্ধ করে দিতে পারলেও সনিতে পারা যেতনা, শুধু সুইচ করা যেত। আইসক্রিম স্যান্ডউইচে তাই সব ইউনিভার্সাল করা হয়েছে। 'Home' বাটন চেপে ধরে রাখলে থাম্বনেইল প্রিভিউ সহ রিসেন্টলি ওপেন করা কিংবা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সব অ্যাপ দেখাবে। এখন কি করে বন্ধ করবেন? জাস্ট নির্দিষ্ট অ্যাপের প্রিভিউটিতে স্লাইড করে ডানে বা বামে সরিয়ে দিন, কাজ শেষ!!

  • কম ফোন মেমরি ব্যবহার করে:

অবিশ্বাস্য হলেও সত্য যে আইসক্রিম স্যান্ডউইচ আমার ফোনে জিঞ্জারব্রেডের মতই কম ফোন মেমরি ব্যবহার করছে। লাইভ উইথ ওয়াকম্যানে (ফোন মেমরি ৫১২মেগাবাইট) যেখানে জিঞ্জারব্রেডে ৭/৮ টা বড় (গড়ে ৫ সাইজ) অ্যাপ ইন্সটল করলেই ফোন মেমরি ২০০ মেগাবাইটের নিচে চলে আসে। সেখানে আইসক্রিম স্যান্ডউইচ ইন্সটলের পরে আমার ফোনে ফ্রি স্পেস ছিল ৩০০ মেগাবাইটের কাছাকাছি! সনি আইসক্রিম স্যান্ডউইচ থেকে হয়ত অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশানগুলো বাদ দিয়েছে, কিছু যা বাদ দিয়েছে সবই অদরকারি অ্যাপ, কেননা আমি এখনো কোন প্রয়োজনীয় অ্যাপ মিসিং পাই নি। দেখুন ৫টি অ্যাপ ইন্সটলের পরেও আমার ফোনে ২৭৭ মেগাবাইট স্পেস খালি রয়েছে! আমার মনে হয় লো-ফোন মেমরি মোবাইলগুলোর জন্য আইসক্রিম স্যান্ডউইচ একটি আশীর্বাদস্বরুপ এসেছে।

সবাইকে ধন্যবাদ আমার লেখা পড়ার জন্য

ভাল থাকুন।

আগে করা পোস্ট পড়তে পারেন আমার ব্লগে এই লিঙ্কে

Level 3

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

লাইভ উইথ ওয়াকম্যান (WT19i) এর দাম কত পরছে ?

@ দিহান ভাই জিঞ্জারব্রেডের আর আইসক্রিম স্যান্ডউইচের Screen shoot গুলো পাশাপাশি দিলে খুব ভালো হতো

আপনার ব্লগ থেকে পড়ে আসলাম। খুব ভাল লিখেছেন। তবে এখানে ছবিগুলো দিলে আরো ভাল হতো। আপনার ব্লগ থেকে শুধু কপি পেস্ট করে দিন দেখবেন সব চিত্র সহ হুবুহু এক রকম কপি হবে। visual এ ক্লিক করে তারপর পেস্ট করবেন। পোস্ট এডিট প্যানেলে যদি HTML এ থাকে তাহলে কপি পেস্ট করলে ছবি আসবে না। তাই visual এ সিলেক্ট করে কপি পেস্ট করুন। কোন ঝামেলা নেই। 🙂

অনেক ধন্যবাদ।

Level 0

ami galaxy s3 use kori khubi fluid

    @dands: কি কইলেন কিছু বুঝলাম না।

    @dands: Tashki Khailam!! Galaxy S3 Akhono Bd Market A launch Hoy Nai Pre-Book Nitese Ar akhonie Apni Use Kortesen!!! Shotti Voy Paici!!

      Level 0

      @Rafi Tithon:
      vaia khobor na rakhle to tashki khaibeni. Porshu din launch hoise amare ekta doc o flip case free o dise. Khobor raikha kotha koiyen.

দিহান ভাই, আপনি কিভাবে করেছেন তা নিয়ে বাংলায় একটা টিঊন করেন plz………….PLZ.

আপগ্রেড আর রুট করার পদ্ধতি টা শেয়ার করলে ভাল হতো, কারন আমি এখনও মোবাইল রুট করতে পারি নাই 🙁

    @রাসকিন: মোবাইল কি আপনার? কোন ভার্সন এন্ড্রয়েড?

      @দিহান: সনি এরিকসন লাইভ উইথ ওয়্যাকম্যান,
      এনড্রয়েড ভার্সন- 2.3.4
      ফার্মওয়্যার ভার্সন-4.0.2.A.0.62
      ধন্যবাদ।

vai amar bugget katay katay 14000tk kono vabei 16000tk korte parlam na.r se live with walkman to 1 1112
to 16000tk.akhon 14000tk ar vitor kon mobile ta kinbo?Sony Ericsson Xperia mini kinbo vab cilam.
but sobai bolce ai set a prob ace.akhon konta kinbo

    @Tanvir104310: এক্সপেরিয়া মিনি প্রো কিনেন। খারাপ না

Level 0

দিহান ভাই আপনি ঠিক বলেছেন।।আমি ICS-e আপডেট কয়েকদিন আগে করেছি। আসলেই অনেক ভালো ও সুন্দর করেছে। কাজের ক্ষেত্রে অনেক ফাস্ট হয়েছে। কিন্তু আমার কাছে একটা সমস্যা মনে হয়েছে সেটা হোল কোন অ্যাপ্লিকেশান চালানো হলে সেট খুব গরম হয়ে যায়…

Level 0

galaxy S কে কি আপগ্রেড করা যাবে…? জানলে একটু বলেন..।

vai kun kun mobile e android 4 install deya jabe? ektu help korte paren ki.. ami ekta new mobile kinbo…

ভাই আমি কয়েকদিনের মধ্যে XPERIA MINI PRO সেট টা কিনতে যাচ্ছি |দেখুন তো এটা ICS এ আপগ্রেড করা যাবে কিনা ?আমার তো মনে হয় যাবে কারণ, Live আর XMP ২ টার স্পেসিফিকেসন তো কাছাকাছি |
তাই না ?
http://www.gsmarena.com/compare.php3?idPhone1=3713&idPhone2=4111

Level 0

ami sony ericson xperia pro ta kinbo vabsi ota te আইসক্রিম স্যান্ডউইচে upgrade korte amai help korte parben dihan bro? llw and xperia pro vetor konta better hobe? bettery charge kemon thakbe?

    @Raihan: শুধুমাত্র আলাদা কি প্যাডের কথা বাদ দিলে প্রো থেকে লাইভ সব দিক দিয়ে ভাল।

Level 0

আচ্ছা ভাই, আইসক্রিম স্যান্ডউইচ আর জিঞ্জারব্রেড install করার পর মেমরিতে(storage not ram) কত সাইজ নেয়?
আমি Galaxy S 2 কিনব। তাই রুট কারার একটা টিউন করেন প্লিস…………।

    @Anupom: আপনি কি আমার লেখাটা না পড়েই কমেন্ট দিয়েছেন?? শেষ প্যারাটা দেখেন।

Level New

ভাল। তবে আমার মনে হয়, কাস্টম রোম এ XDA রা অরিজিনাল থেকে পরিবর্তন করেছে,। যেমন Lockscreen টা। original টা আনি Google করলেই ছবি পাবেন। Homescreen ও ICS এর টা না । Camera আপগ্রেড টা দারুন।

    @ЯOBAYETH: আমারটার কথা বলছেন? আমার ওয়াকম্যানের জন্য আলাদা কাস্টোমাইজ করে সনিই ছাড়ে। আমার স্টক রম

অফটপিকঃ নকিয়ার জাভা বা অন্য কোন সাধারন সেটের ক্ষেত্রে আমরা এতদিন দেখেছিলাম যে, কোন গেইম বা প্রোগ্রাম যদি সেই সেটের স্ক্রীনের আকারের/রেজুলেশন সাথে ( যেমন 320 x 480 pixels,) সম্পৃক্ত থাকে। যার দরুন স্ক্রীন রেজুলেশনের সাথে না মিললে সেই গেইমটি/ প্রোগ্রামটি উক্ত সেটে রান করে না। এইরকম বিষয় কি যে কোন এন্ড্রোয়েট সেটের ক্ষেত্রেই কি প্রযোজ্য? (জাভা সেট গুলোর প্রোগ্রামের নিচে কোন কোন সেটে এটা চলবে তার একটা তালিকা দেয়া থাকে, সেই তালিকার বাহিরে অন্য কোন সেটে সাধারনত সেই প্রোগ্রাম চলে না।)
যার দরুন আমকে কোন গেইম বা প্রোগ্রাম মোবাইলে ইন্সল করার সময় কি সেই গেইম বা প্রোগ্রাম সেই সেটের সাথে কম্পিটিবল কি না সেটা আগে যাচাই করে নিতে হয় কি?

যেহেতু আপনি এন্ড্রয়েট সম্পর্কে ভাল জানেন তাই প্রশ্নটা আপনাকেই করলাম, তবে অন্য কারো উত্তর জানা থাকলে দয়া করে জানাবেন।

    @রবিন: আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি।
    উত্তর হচ্ছেঃ একমাত্র গেইমলফটের HD গেইমগুলা(যেগুলোতে apk install করার পরেও আলাদাভাবে SD data লাগে )একটু সমস্যা করতে পারে।

    আর কোন গেইম বা অ্যাপ করে না।

Level 0

হ্যালো ভাইয়া

আমার Samsung galaxy nexus এ ics 4.0.2 install করা আছে। কিছু ওয়েবসাইট এ দেখলাম latest ics 4.0.4 install করলে operating system অনেক stable & overall performance অনেক বাড়ে। xda site এ গিয়ে অনেক গুলো custom ics 4.0.4 পেলাম। কিন্তু কোনটা best হবে বুজতে পারছিনা। আপনি পরামর্শ দিলে খুশি হব। অগ্রিম ধন্যবাদ

    @oliul: Samsung galaxy nexus এ ics 4.0.2 install করা আছে তাইলে আবার খামাখা বুটলোডারের বারোটা বাজাবেন কেন? দরকার নেই কাস্টম রমের। স্টকেই থাকেন। স্টকেই লাভ

Level 0

@dihan via ami htc chacah use kori ..android 2.3 gingerbird . eta phone memory nie ami confuse . leka ase 512mb but mobile deki matro 150 mb ….plz clear me the system of phone memory .

    @Diptta: ৫১২ মেগার মধ্যে ndroid 2.3 ginger খাবে ২০০ মেবা, বাকি ১৫০ যা আছে তা যাবে যেসব এপ ইন্সটল করেছেন তা দিয়ে। বাকি ১৫০ খালি।
    ২০০+১৫০+১৫০=৫০০=৫১২মেবা

Level 0

Vay LG Optimus One P500 android phone UPDating daBo Ke baBa Plezz Help

    @raazsohel: নেটে সার্চ দিলে ভাল আর্টিকেল পাবেন।

ভাই এমপি ৩ অথবা ৪ এ কি কোন os upgrade করা যায়? গেলে কোন os টা সবছাইতে ভাল হবে?

    @Shayon Khaled: চাইনিজ কোন ডেভেলপারের সাথে যোগাযোগ করুন।

ভাইরে! এই সেট লাঞ্চ হবার আগ থেকেই নেবার জন্যে পাগল হয়ে আছি। কিন্তু এখনো পেলাম না 🙁
আর এইটা সম্পর্কে একটা মন্তব্যই যথেষ্ট
“পৃথিবীতে এই প্রাইজ রেঞ্জের মধ্যে এটা হল বেস্ট স্মার্ট ফোন” আর এক্সপেরিয়া প্লের সব মসল্লাই এইটাতে আছে শুধু ব্রাভিয়া ইঞ্জিনটা ছাড়া।

    @tanweer troy: আমি ব্রাভিয়া ইঞ্জিনও ইন্সটল করে নিয়েছি ।

Level New

আপনি কোথা থেকে কিনেছেন সেই দোকানের ঠিকানা টা দিলে ভাল হয় ভাইয়া, আমিও কিনব এই সেটটা ……

    @Emran: বসুন্দরা সিটি ৭তলা
    নাম ভুলে গেছি

Level 0

দিহান ভাইয়ের পোস্ট তা দেখে আইসক্রিম স্যান্ডউইচে প্রেমে পরে গেলাম !!! যদিও আমি এখন সিম্বিয়ান নিয়ে পরে আছি 🙁

Level 0

@dihan via bujte pereci ..ekn tahole ki korte pari ???? mane apnar mto config kivave pete pari ????

mone hoi miss korlam vi,ami iphone a ios 5.1.1

vai, amr xperia mini kemne root and upgrade korbo??

version: android 2.3.4
built in: 4.0.2.A.0.62

@দিহান (ওয়ারেন্টি ছাড়া ১৫৫০০-১৬০০০, ওয়ারেন্টি সহ ১৭০০০) বাংলাদেশে sony ericsson কোনও নিজস্ব শোরুম বা সার্ভিস সেন্টার যেখান থেকে আপনি ওয়ারেনটি সহ sony ericsson ফোন কিনতে পারবেন বা কিনলে রিয়েল ওয়ারেনটি (যেমন নোকিয়া/স্যামসাঙ দিয়ে থাকে )পাবেন ।

    @Shourov Khan: রিয়েল ওয়ারেন্টির কথা আমি কখন বললাম? সার্ভিস ওয়ারেন্টি কি সেটা না বুঝে কমেন্ট করার প্রয়োজন ছিল না।

ভাই samsung galaxy y duos টা কেনার ইচ্ছা আছে। এটায় Android OS, v2.3 (Gingerbread) দেয়া আছে এটাকে কি আপগ্রেড করা যাবে? কনফিগার http://www.gsmarena.com/samsung_galaxy_y_duos_s6102-4385.php

দিহান ভাই, আপনার সেটটা কত টাকা দিয়া কিনছেন?

কিন্তু আপনারটায় আর এটায় তো কনফিগার প্রায় একই। আপনারটায় কি বেশি আছে যার কারনে এটাকে আপডেট করা যাবে? দামও প্রায় কাছাকাছি। হয়ত wt19i টাই কিনতে পারি। যেহেতু দাম আর কনফিগার কাছাকাছি আপনার পরামর্শ কি হবে?

কারন ডুয়োসের cpu স্লো, র‍্যাম মাত্র ২৯০মেগাবাইট, বাজে রেজুলেশন স্ক্রিন,

    @দিহান: আমার কথা হল ডুয়োস একটা বাজে ফোন। এর চে et19i অনেক বেটার। কিনলেই বুজবেন।

Level 0

কিছু দিন হলো SE Xperia ARC S কিনেছি। Software V 2.3.4। আপনার টিউনটি আমার অনেক প্রয়োজন ছিল। ICS 4 যাবার ইচ্ছে আছে। অনেক ধন্যবাদ।

ভাইয়া এই সেটটা আমারও কিনার ইচ্ছা আছে।আপ্নি যেহেতু ব্যবহার করছেন তাই শুধু এটুকু জানান সাউন্ড এক্সপিরিএন্স কতটা ভালো।

    @Ochena Balok: খুবই ভাল

      দিহান ভাই চরম টিউন করছেন। অনেক সুন্দর আর গোছানো টিউন। আমারও অনেক ইচ্ছা ছিল ICS নিয়ে টিউন করার, কিন্তু আপনি আমার আগেই টিউন করে ফেলছেন…………………… 😀

Level 0

@dihan htc chacha android 2.3.5 gingerbred …….

@Dehan bhai ami 28 nov 2012 SE xperia mini pro kineche Basundhara city’r Level 6 er ekti dokan theke. Amar set er configure Good. Android v 2.3.3 gingerbred.But i can not use net in my set. ame Robi sim use kori. GPRS settings install korechi. but kono kichu hocchena. Browers porjonnoto use hocche na only bcoz net connection. would u please help me how can i use net in my set? Access point name a Robi select korchi but nothing to work. Android phone gular Net settings ki Alada? Bhai plz help me.amake e-mail korte paren_ [email protected].