আপনার যদি একটি Bluetooth যুক্ত ফোনসেট থাকে, তাহলে আপনি সেটাকে আপনার PC এর Remote Controller হিসাবে ব্যবহার করতে পারেন। আমি এরকম অনেকগুলো সফটয়্যার ইউজ করেছি,তার ভিতর সবচেয়ে যেটা ভাল সেটা হল, "Bluetooth Remote Control"
আপনার পিসিতে আগে থেকে যদি Microsoft NET Framework 2.0 ইন্সটল করা না থাকে তাহলে এটা ইন্সটল করা লাগতে পারে।
ডাউনলোড লিঙ্কঃ
প্রথমে pc তে BluetoothRemoteControl.exe সফটয়্যারটি ইন্সটল করুন। pc তে প্রোগ্রামটি রান করুন। সেখানে গেলে"install phone client" নামে একটা ট্যাব দেখতে পাবেন। এখানে ক্লিক করলে একটা উইন্ডো ওপেন হবে। (এখানে instruction নামে একটা ফাইল আছে,এটা ফলো করতে পারেন) এখান থেকে আপনার ফোনে জাভা সফটয়্যারটি ইন্সটল করুন। ফোনে প্রোগ্রামটি রান করুন, pc তে প্রোগ্রামটি রান করুন। PC তে "select Phone" ট্যাবে ক্লিক করুন। অন্য একটি উইন্ডো্তে সার্চ করে আপনার Bluetooth এর নাম পেয়ে গেলে finish এ ক্লিক করুন। এবার "connect to phone " ট্যাব এ ক্লিক করুন।
Then Enjoy................
http://www.blueshareware.com/files/phoneremotecontrol.zip
এটা Traial Version, এটাকে unlimited এ রুপান্তর করতে, program টিতে গিয়ে purchase>active manually ট্যাবে clickকরুন। Serial No. প্রবেশ করান,OK করুন।
firewall:BRCONTR
আমি Kaushik Biswas। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 220 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Searchhing.......
অনেক ধন্যবাদ আপনাকে
ভাই সিরিয়াল key টা খুব দরকার একটু কষ্ট করে পাঠিয়ে দেন,,
[email protected]