মোবাইল রিভিউ, ইনসাইড ভিউ [পর্ব-০৩] :: Nokia X2-01

সালাম সবাইকে। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো? হ্যাঁ আমিও ভালো আছি। সবাই তহ দামি দামি স্মার্ট ফোন এর টিউন করে আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম কম দামের মধ্যে ভালো মানের একটি মোবাইল ফোন। এর মোবাইল টি হল Nokia X2-01, যারা সাধারনত মেসেজিং কিংবা চ্যাটিং বেশি করেন তাদের জন্য এ মোবাইলটি খুবই উপযোগী। তাছাড়া এর দামও আপনার হাতের নাগালে। তহ চলুন জেনে নেই এই মোবাইল এর সুবিধা অসুবিধাঃ

Nokia X2-01 এর সুবিধাঃ

  • Qwerty Keyboard যার ফলে আপনি খুব দ্রুত মেসেজ টাইপ করতে পারবেন।
  • 2.4" TFT Colour Display
  • Symbian40 Serise Mobile
  • Bluetooth, FM Radio With Records, Home Screen  And Many Other  Features
  • Facebook, Twitter and Other Social Networking Site Browse করার সুবিধা।
  • microSD 8GB Supported, মোবাইল কিনার সাথে আপনাকে 2GB মেমরি ফ্রী দিবে।
  • Great Sound Quality With 3.5mm Audio Jack যার ফলে যেকোনো স্পিকার এ লাগিয়ে আপনি গান শুনতে পারবেন।

Nokia X2-01 এর অসুবিধাঃ

  • নরমাল ক্যামেরা যার ফলে ছবি খুব ভালো আসে না।
  • No USB Charging যার ফলে এই মোবাইল কে মডেম হিসেবে ব্যাবহার করলে আলাদা ভাবে চার্জ এ লাগিয়ে নিতে হবে না হলে খুব দ্রুত চার্জ শেষ হয়ে যাবে। [ যদিও মোবাইল কে মডেম হিসেবে ব্যাবহার না করাই ভালো ]
  • Youtube এ ভিডিও দেখার সুবিধা থাকলেও অনেক মোবাইল এ ভিডিও দেখা যায় না।

দামঃ

৬৫০০ টাকা মাত্র!

মোবাইল এর ছবিঃ

আমি নিজে এই মোবাইল ব্যাবহার করি। আমার খুব পছন্দের একটি মোবাইল আশা করি আপনাদেরও ভালো লাগবে।
ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না কিন্ত ।
আমার সাথে যোগাযোগ করতে চাইলে, আমার ফেসবুকঃ Tuner Rafi-Tithon
ধন্যবাদ সবাইকে ...... 😀 😀

Level 0

আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বাংলা লেখা যায়না।

@showkatbd.07: না ভাইয়া

Ami ei mobile ta kinte chacchi. Bt amito jani eta java2.1

ভাইয়া দয়া করে আমাকে সাহায্য করুন । আমার Samsung Champ Deluxe C3312 এর জন্য কোন Theme পাচ্ছি না । দয়া করে আমাকে বলুন আমি কিভাবে themes Download করবো ।

    Level 0

    @asrgroup786: ভাইয়া, samsung champ সিরিজের কোনও ফোনেই থিম সাপোর্ট করে না

Symbian40 mane bujhlam na.