অনেক দিন থেকেই লক্ষ করছি সনি এরিকসন ফোন আপগ্রেড করার জন্য বিভিন্নজন বিভিন্ন ভাবে রিকোয়েস্ট করে যাচ্ছে কিন্তু কেও সারা দিচ্ছে না এবং আমিও এতদিন সেই কাতারেই ছিলাম বিভিন্ন ব্লগার দের কাছে রিকোয়েস্ট করেছি কেও সারা দেয় না কি আর করা নিজেই শুরু করে দিলাম খোঁজা......... দিনরাত কম্পিউটার এর সামনে বসে আছি তো আছি। সকালে ভোরে ঘুম থেকে উঠেই শুরু এবং শেষ হয় রাত ৩টায়...... কিছুই খুজে পাই না পাইলেও কাজ হয় না। হার মানতে আমি রাজি নই...... যাইহোক শেষ পর্যন্ত সফল হইলাম। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি
এখন কাজের কথায় আসি
প্রয়োজনীয় যন্ত্রপাতি
১। Flashtool (ডাউনলোড করতে এখানে ক্লিক করুন)
২। ডাউনলোড করুন Official ICS Roms
আপনার ফোন এর মডেল অনুযায়ী ডাউনলোড করুন
Arc S(Lt18)
Arc (Lt15)
NeoV(Mt11)
Neo(Mt15)
Ray(St18)
Pro(*)( Mk16)
Live walkman( Wt19)
Mini Pro(*)
এবার ফ্লাশ করার পালা
১।প্রথম আপনার ফ্লাশটুল টি ইন্সটল করে নিবেন, ইন্সটল করার পর এখানে যান C:/flashtool > firmwares > এর মধ্যে যা আছে সব ডিলিট করে দিন
এরপর C:/ > flashtool> firmwares > এ ডাউনলোড হওয়া ফাইল টি পেস্ট করুন
এখানে ftf ফাইল ছাড়া কিছু রাখা যাবে না
২।Flashtool টি ওপেন করুন
Select flashmode > ok চাপুন
একদম ডান সাইডে
এখানে মার্ক দিন এবং ok ক্লিক করুন
এখানকার কাজ শেষ
এবার অপেক্ষা করুন প্রিপেয়ার হওার জন্য
এবারে আপনার ফোন টি অফ করুন এবং boot মুডে কানেক্ট করুন, boot মুডে কানেক্ট করতে নিচের ধাপ টি লক্ষ করুন
ভলিউম ডাওন বাটন এ চেপে ধরে usb কেব্ল টি সংযোগ করুন (আমি এটা Live walkman Wt19i তে করেছি তাই মডেল ভেদে ভিন্ন হতে পারে এটা আপানারা নিজেরা বুঝে নেয়ার চেষ্টা করবেন )
এবার আপনার ফোন টি আপগ্রেড হওয়া শুরু হবে
flashing finishes, it would ask you to disconnect your mobile and restart.( It may take several minutes to restart ). and done
এখন উপভোগ করুন আপনার ফোনের নতুন অপারেটিং সিস্টেমটি
সতর্কতাঃ
১। আপনার ফোন এ ৫০% চার্জ রাখার চেষ্টা করুন
২। ফোন মেমোরিতে যা আছে সব কিছু ব্যাকাপ নিয়ে নিন, কারন পুরো ফোন মেমরি ফরম্যাট হবে
৩। ফ্ল্যাশ চলাকালিন অবস্থায় কোনোভাবেই কেবল খলা যাবে না
৩। বিদ্যুত এর জন্য ব্যাকাপ রাখুন ফ্লাশ হওয়া অবস্থায় কারেন্ট চলে গেলে আপনার ফোন টি ব্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আগে থেকেই সতর্ক থাকুন
৪। এই কাজ চলা অবস্থায় পিসির সকল ধরনের কাজ বন্ধ রাখুন
৫। ফ্লাশ চলা অবস্থায় কোন অবস্থাতেই যেন পিসি অফ না হয় সেদিকে লক্ষ রাখবেন
বিঃদ্রঃ এই ফ্লাশিং পর্ব সম্পূর্ণ নিজ দায়িত্বে করবে্ন, এতে করে আপনার ফোনের কোন ক্ষতি হলে লেখক দায়ী থাকবে না
(আমি ফনেটিক লেখাতে খুব কাচা তাই কোন ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)
আমি Tanvir Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://www.facebook.com/tanvirs2
অসাধারণ। আসলে যিনি যে সেট ব্যবহার করেন তার ফ্লাসের টিউটোরিয়াল শেয়ার না করলে অন্যকারো পক্ষে বলা সম্ভব হয়ে ওঠেনা। গ্যালাক্সী আর এক্সপেরিয়া এর ফ্লাস, রুট এর পদ্ধতি ভিন্ন। সনি এরিকসন ব্যবহারকারীতের জন্য আপনার সাপোর্ট দেবার মানসিকতাকে ধন্যবাদ জানাই। 😀