ম্যানুয়ালি অফলাইনে আপগ্রেড (ICS) করুন আপনার সনি এরিকসন ফোন টি(এন্ড্রয়েড এর জন্য)

অনেক দিন থেকেই লক্ষ করছি সনি এরিকসন ফোন আপগ্রেড করার জন্য বিভিন্নজন বিভিন্ন ভাবে রিকোয়েস্ট করে যাচ্ছে কিন্তু কেও সারা দিচ্ছে না এবং আমিও এতদিন সেই কাতারেই ছিলাম বিভিন্ন ব্লগার দের কাছে রিকোয়েস্ট করেছি কেও সারা দেয় না কি আর করা নিজেই শুরু করে দিলাম খোঁজা......... দিনরাত কম্পিউটার এর সামনে বসে আছি তো আছি। সকালে ভোরে ঘুম থেকে উঠেই শুরু এবং শেষ হয় রাত ৩টায়...... কিছুই খুজে পাই না পাইলেও কাজ হয় না। হার মানতে আমি রাজি নই...... যাইহোক শেষ পর্যন্ত সফল হইলাম। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি

এখন কাজের কথায় আসি

প্রয়োজনীয় যন্ত্রপাতি

১। Flashtool (ডাউনলোড করতে এখানে ক্লিক করুন)

২। ডাউনলোড করুন Official ICS Roms
আপনার ফোন এর মডেল অনুযায়ী ডাউনলোড করুন
Arc S(Lt18)
Arc (Lt15)
NeoV(Mt11)
Neo(Mt15)
Ray(St18)
Pro(*)( Mk16)
Live walkman( Wt19)
Mini Pro(*)

এবার ফ্লাশ করার পালা
১।প্রথম আপনার ফ্লাশটুল টি ইন্সটল করে নিবেন, ইন্সটল করার পর এখানে যান C:/flashtool > firmwares > এর মধ্যে যা আছে সব ডিলিট করে দিন

এরপর C:/ > flashtool> firmwares > এ ডাউনলোড হওয়া ফাইল টি পেস্ট করুন

এখানে ftf ফাইল ছাড়া কিছু রাখা যাবে না

২।Flashtool টি ওপেন করুন

Select flashmode > ok চাপুন

একদম ডান সাইডে

এখানে মার্ক দিন এবং ok ক্লিক করুন

এখানকার কাজ শেষ

এবার অপেক্ষা করুন প্রিপেয়ার হওার জন্য

এবারে আপনার ফোন টি অফ করুন এবং boot মুডে কানেক্ট করুন, boot মুডে কানেক্ট করতে নিচের ধাপ টি লক্ষ করুন

ভলিউম ডাওন বাটন এ চেপে ধরে usb কেব্‌ল টি সংযোগ করুন (আমি এটা Live walkman Wt19i তে করেছি তাই মডেল ভেদে ভিন্ন হতে পারে এটা আপানারা নিজেরা বুঝে নেয়ার চেষ্টা করবেন )

এবার আপনার ফোন টি আপগ্রেড হওয়া শুরু হবে

flashing finishes, it would ask you to disconnect your mobile and restart.( It may take several minutes to restart ). and done

এখন উপভোগ করুন আপনার ফোনের নতুন অপারেটিং  সিস্টেমটি

সতর্কতাঃ

১। আপনার ফোন এ ৫০% চার্জ রাখার চেষ্টা করুন

২। ফোন মেমোরিতে যা আছে সব কিছু ব্যাকাপ নিয়ে নিন, কারন পুরো ফোন মেমরি ফরম্যাট হবে

৩। ফ্ল্যাশ চলাকালিন অবস্থায় কোনোভাবেই কেবল খলা যাবে না

৩। বিদ্যুত এর জন্য ব্যাকাপ  রাখুন ফ্লাশ হওয়া অবস্থায় কারেন্ট চলে গেলে আপনার ফোন টি ব্রিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আগে থেকেই সতর্ক থাকুন

৪। এই কাজ চলা অবস্থায় পিসির সকল ধরনের কাজ বন্ধ রাখুন

৫। ফ্লাশ চলা অবস্থায় কোন অবস্থাতেই যেন পিসি অফ না হয় সেদিকে লক্ষ রাখবেন

বিঃদ্রঃ এই ফ্লাশিং পর্ব সম্পূর্ণ নিজ দায়িত্বে করবে্ন, এতে করে আপনার ফোনের কোন ক্ষতি হলে লেখক দায়ী থাকবে না

(আমি ফনেটিক লেখাতে খুব কাচা তাই কোন ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন)

Level 0

আমি Tanvir Sarkar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 163 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

https://www.facebook.com/tanvirs2


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারণ। আসলে যিনি যে সেট ব্যবহার করেন তার ফ্লাসের টিউটোরিয়াল শেয়ার না করলে অন্যকারো পক্ষে বলা সম্ভব হয়ে ওঠেনা। গ্যালাক্সী আর এক্সপেরিয়া এর ফ্লাস, রুট এর পদ্ধতি ভিন্ন। সনি এরিকসন ব্যবহারকারীতের জন্য আপনার সাপোর্ট দেবার মানসিকতাকে ধন্যবাদ জানাই। 😀

Level 0

তানভির ভাই আপনার এই পোস্টটি আসলেই অনেক কাজে দিবে জারা আমার মত এক্সপেরিয়া ব্যাবহার করে… আপনাকে কি বলে যে ধন্যবাদ দিবো?! ভাল থাকবেন। কোন কথা নাই,সরাসরি প্রিয়তে..

    @Saikat: আপনাদের কাজে লাগলেই আমি সার্থক

    ধন্যবাদ

প্রথম কথা হচ্ছে এই রিলিজগুলোর মধ্যে বেশিরভাগই অফিসিয়াল রিলিজ নয়। ফলে বাগ থাকার সম্ভাবনা ১০০%। আমি xda’র একজন active member আর তাই এগুলো আমার কাছে নতুন না হলেও যারা নতুন তারা ভাববে এগুলো ফাইনাল রিলিজ। তারা ফোনের বারটা বাজাবে। তাই লেখক সাবধান আপনাকে জবাবদিহির সম্মুখীন হতে হলে তখন সাথে থাকতে হবে।

এখন পর্যন্ত শুধু neo v, ray, ইত্যাদি কয়েকটি ফোনের ics রিলিজ হয়েছে। বাকিগুলো হচ্ছে ics port এগুলা আমজনতার ইউজের জন্য নয়। এগুলা যারা বোঝে তাদের জন্য। কেননা ক’দিন পর আপডেট আসবে তখন আপডেট কই পাবে তা আপনি দেবেন না। সার্চ করে খুঁজেও পাবে না। সেজন্য আবারো লেখক দায়দায়িত্ব কার ভেবে দেখবেন।

    Level 0

    @দিহান: bhai, check this link http://forum.xda-developers.com/showthread.php?t=1682185 it says Official Android 4.0.4 FW 4.1.B.0.431. so i think it’s safe to use.

      @fbmahmud: আরে ভাইয়া অফিসিয়াল তো সব রমই, এর মধ্যে যেগুলোকে কুক করা হয় সেগুলো কাস্টমাইজড!! ওগুলোতে বুটলোডার আনলক করা লাগে।

    @দিহান: দিহান ভাই আমি আপনার সাথে একমত হতে পারলাম না
    কারন আমি ফাইল গুলা সনির অফিশিয়াল ব্লগ থেকেই সংগ্রহ করছি, ওদের যদি সাপোর্ট না থাকতো তাহলে অনেক আগেই সেখান হতে মুছে ফেলত
    আর আমি যে রম গুলা দিয়েছি তার সব গুলাই অফিশিয়াল রিলিজ রম, আপনার বিশ্বাস না হলে আপনি ভাল করে খোঁজ নিয়ে দেখুন
    আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার ফোন দুবার আপগ্রেড করছি একবার অফিশিয়াল ভাবে মানে একদম বৈধভাবে সনির sony companion দিয়ে আরেকবার ফ্ল্যাশটুল দিয়ে ম্যানুয়ালি ভাবে
    আর এখন যদি কেও এভাবে উপগ্রেড করেও তাতেও কোন সমসস্যা নাই কারন এখানে আমি কোন বুটলোডার আনলক এর কথা বলি নাই যে পরে আর আপগ্রেড করা যাবে না, ইচ্ছা হলেই পরে যেকোন সময়ে অফিশিয়াল আপগ্রেড করা যাবে।
    এখানে ভয়ের কোন কিছুই নাই

      @Tanvir Sarkar: দেখেন আমি নিয়মিত খোঁজ রাখি। আমার মনে হয় না সনির সাইটে অফিসিয়ালি লাইভ ওয়াকম্যান/প্রো মিনি/মিনির জন্য এনড্রয়েড ৪.০ বের হইছে। আপনার দেয়া লিঙ্কগুলা একটাও সনির নিজস্ব সাইটের না। আর সনির ‘ব্লগ’ নাকি ‘ফোরাম’এর কথা বলছেন? সনির ব্লগে দেখেন আছে 2011 সিরিজের জন্য আসছে। সব এখনো আসে নাই।

      আর এইখানে দেখেন একটা আছে বেটা ভার্সন, এইটাই আপনার নজরে এসেছে কি না কে জানবে?

    @দিহান: হ্যাঁ এগুলা ১০০% অফিশিয়াল রিলিজ
    আমি কিন্তু একটা রম দিয়ে সব গুলা আপগ্রেড এর কথা বলি নাই যে এখানে বোঝার কিছু আছে। ভিন্ন ভিন্ন মডেলের জন্য নির্দিষ্ট অফিশিয়াল রিলিজ রম দিয়ে আপগ্রেড এর কথা বলছি
    আর আপডেট না পাওয়ার কিছুই নাই, বর্তমান সময়ে এসকল ব্যাপার একদম পানির মতই সহজ। একটু চেষ্টা করলেই হয়

      @Tanvir Sarkar: আপনি এই লিঙ্কের একদম নিচে গিয়ে দেখেন, আজ ১১ জুন ২০১১ তারিখে মাত্র ৩টা হ্যান্ডসেট আইসক্রিম আপডেট পেয়েছে!
      http://www.sonymobile.com/global-en/software/upgrade-to-android-4/

      স্ক্রল করে নিচে যান দেখবেন এই ছবিটা দেখাচ্ছে:

        @দিহান: দিহান ভাই আপনি একটা কাজ করুন আপনার sony ফোন টি পিসির সাথে sony companion দিয়ে কানেক্ট করুন তারপর আপডেট চেক করুন। তাহলেই সব কিছু বুজতে পারবেন।
        আমি সমস্ত কিছু ঘাটাঘাটি করেই বলতেছি, আর আমি এটার পিছনে প্রায় দুসপ্তাহ ধরে লেগে আছি। ব্লগ, ফোরাম, সনি ওয়েবসাইট, সনির ফোরাম কোন কিছুই বাদ দেই নাই

          @Tanvir Sarkar: পিসি কম্প্যানিয়ন দিয়ে আপডেট চেক করার পরেই তো বলছি। পিসি কম্প্যানিয়নে আপডেট আসে নাই

          @Tanvir Sarkar: আর ভাই আপনি যেখানে থেকে পাইছেন সেখানকার ‘সাপোর্ট’ এর লিঙ্ক দেন।
          মানে ধরেন XDA কেউ রম ছাড়লে সে ঐ Thread এ ঐ রমের নানান সমস্যা নিয়ে কেউ কিছু রিপোর্ট করলে তার সমাধান দেয়। সেটার কথা বলছি।
          আপনার android 4 এর live walkman এর সাপোর্ট লিঙ্কুটা দেন

Tanvir Sarkar vai, Onek sundon hoise but vai HTC er jonno kisu den. Thank you.

    @faisaaal007: ভাই আমিতো এইচটিসি এখন ব্যবহার করি নাই তাই এটার বেপারে বলতে পারছি না
    তারপরও আমি দেখি কিছু করা যায় কিনা

Level 0

ধন্যবাদ

Level 0

khub kajer tune. Thanx

Level 0

Vai xperia neo v / xperia ray ar modde konta valo hobe akto janan plz…..

Flashtool ডাউনলোড হয় না , mediafire দেন।

    @আই, এইচ, কমল: ভাই আমিতো এখান থেকেই ডাউনলোড করছি। যাইহোক আমার নেট প্যাকেজ এর মেগাবাইট শেষ হয়ে গেছে এ জন্য দিতে পারছি না। আমি দিলে আবার ২৮ তারিখে দিতে পারবো সে পর্যন্ত অপেক্ষা করেন প্লিজ, আর না হলে আপনি গুগল এ একটু খজাখুজি করেন দেখবেন খুব সহজেই পেয়ে যাবেন

Level 0

তানভির ভাই ICS v 4.0 টা তো চরম করছে! এটা অরিজিনাল রিলিস,তার প্রমান হল সনির নিজের লোগো… সেট যখন বুট হয়ই তখন SONY লোগো উঠে Sony ericsson এর বদলে…।ধন্নবাদ তানভির ভাই।।ভাল থাকবেন।

Level 0

poramorso deber jonno donnobad sobike. Kinto amar kace xperia neo v ta valo lage. konta kinbo bujte partecina

Level 0

vi,abar kivabe gingerbread 2.3.4 a back korbo amr live with walkmn k??plz aktu bole den

Level 0

Recently i bought xperia arc s with android version 2.3.4. Pc companion shows update to ICS 4.0 is available. Should i upgrade to ICS 4.0 using pc companion? or follow ur method? I m new in this matter and ur suggestion would be a great help.

Level 0

Apnar method e koto somoy lage update hote?

Level 0

tanvir bhai, it was a great post and worked perfect for me.
i use xperia pro (mk16i) arabic keypad and the ics upgration was smooth.
i backedup my apps by titanium backup (root) but after upgrading to ics how can i root it?

can you post about rooting ics please?

thanks again for your post.

vai
flash tool ar mddiafire ar download link den

ভাই আমি sony ericsson live with walkman ব্যাবহারকারী,আমার নেট কানেকশান ঠিক থাকা সত্তেও ব্রাউজার ছারা আর কোন আ্যপস ব্যাবহার করতে পারতেছিনা অথচ ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে সব গুলো আ্যপস ব্যাবহার করা যায়, এ সমস্যা কিভাবে সমাধান করব।