জাভা মোবাইলে চলবে সব রকমের ইবুক

সবাইকে আমার আদাব , সালাম ও নমস্কার । আশা করি  সকলেই ভাল আছেন । বেশ কিছু সমস্যার কারনে গত কয়েক মাস টউন করতে পারিনি । কিন্তু আপনাদের সাথে ছিলাম সব সময়েই । যাইহোক আজকে আমার টিউনের বিষয় হলো জাভা মোবাইলে ইবুক । সাধারনত আমরা যারা জাভা সাপোরটেড  মোবাইল ব্যাবহার করি তারা সাধারনত বড় মাপের পিডিএফ ফাইল পড়তে পারি না বা ছবি সহ ইবুক পড়তে পারি না । আবার বাংলা ইবুক পড়তে পাড়ি না ।

কিন্তু এখন আমাদের সাথে থাকবে সম্পূণ এক লাইব্রেরী । চিন্তা করেন তো একবার রাস্তার জ্যামে বসে বসে এখন আমরা শিখব পি এইচ পি বা পড়ব আইটি ম্যাগাজিন । ভাবতেই অন্য রকম লাগে ।

আমি বেশ কিছু পিডিএফ বইকে জার ফরম্যাটে কনভাট করেছি । বই গুলো ডাউনলোড করুন মোবাইলে ইন্সটল করুন্‌ আর পড়ুন ।বই গুলো কনভাট করতে একটু সময় লাগে তাই ধীরে ধীরে আপলোড করা হবে ।

ডাউনলোড

টেকটি্উনস এর কাছে একটি অনুরোধ

টেকটিউনস এর পূর্বে মোবাইলের জন্য ওয়াপ সাইট চালু করেছিল কিন্তু বতমানে ওয়াপ সাইটটি বন্ধ । ফলে মোবাইলে সাইটটি লোড হতে প্রায় ৫০০ কে বি লাগে । তাই অল্প এমবিতে চালনো যায় না । তাই ওয়াপ সাইটটি সবগুলো বিভাগের নাম সহ আবার চালু করলে খুব ভালো হতো ।

যদি কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করে দেবেন ।

কোন দরকারে ………………

ফেসবুকে আমি
01762631628
ই-মেইল[email protected]

Level 0

আমি অপূর্ব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I love to work with Flash , Photoshop ,Illustrator, 3d max.I love to read It magazine .I always want to keep relation with It.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও অধিকাংশ সময় মোবাইল থেকে টিটি ভিজিট করি…..তাই এর ওয়াপ ভার্সন আবার ফেরত চাইছি…..

অপূর্ব টিউন !!!

Level 0

কাজ হয় না।

ভাই কি সমস্যা । আমি আমার nkoia c2-01 এবং china java supported সেটে ‍চালাচ্ছি । আপনার কি সেট?

Level 2

Bhai, amar Nokia-6670 to Symbian>V2 ata diya ki hobe?

vai apnar mobile sarasari pdf file e chalbe tai apnar egolo dorkar hobe na. eta shudu s40 nokia seter jonno. apnar to s60

অনেকে আমাকে ফোন দিয়ে বলেছে যে ডাউনলোড করতে পারছে না । তাই দুটি বইয়ের মিডিয়া ফায়ার লিংক দিলাম ……
আস্তে আস্তে সব বই মিডিয়া ফায়ারে দিয়ে দেব । তাই নিয়মিত নতুর বই পেতে http://www.easylearningway.blogspot.com/p/e-book.html যান । এখন দুটি বই লিংক দিলাম এগুলো ইন্সটল করেন। সবাইকে ধন্যবাদ ।
php 5 media fire link
http://www.mediafire.com/?axe5a3mg2e2gfh7
microsoft office tutorial
http://www.mediafire.com/download.php?nw0o0605njbo3rj

Level 0

আমরা কীভাবে বানাতে পারব ? আমরাও বানাতে চাই ! আমাদেরও দরকার আছে, ফাইল আছে …

Level 0

Vaia ,,amar Symohony FT40 te ki bangla ebook pora jabe.Ami dowanload koreci bangla lekha dekha jascea na.Hijebije lekha dekha jascea………plz help me.