আসসালামুআলাইকুম । কেমন আছেন সবাই ? আশা করি ভাল।
আপনাদের জন্য অনেক দরকারী কয়েকটা তথ্য নিয়ে আসলাম । মোবাইল ফোনের সবচেয়ে অপরিহার্য যে অংশটি সেটা হচ্ছে সিম কার্ড । অনেক দিন ব্যবহার না করার ফলে অথবা অন্য যে কোন কারনে দেখা যায় প্রায় সময় আমরা সিমের নাম্বার ভূলে যাই ।সিমে টাকা নাই, এই নাম্বারটি করো জানাও নেই ঠিক তখনই মহা বিপদে পড়তে হয় । ফোন-ফ্যাক্স এর দোকানে গিয়ে দেখা যায় এই সিমের কার্ডও নাই । তখন কি করবেন ?
হ্যা, এই সমস্যার সমাধানই দিচ্ছি আপনাদের । আপনার সিমের নাম্বারটি জানার জন্য সিম অনুসারে নিচের কোড গুলো ব্যবহার করুন ।
জিপি = *২#
বাংলালিংক = *৫১১#
রবি = *১৪০*২*৪#
এয়ারটেল = *১২১*৬*৩#
টেলিটক = “AR” লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।
আর আপনি কোন সিমের কোন প্যকেজটি ব্যবহার করছেন তা জানতে নীচের পদক্ষেপগুলো অনুসরণ করুন :
জিপি = xp লিখে পাঠিয়ে দিন 4444 নাম্বারে ।
বাংলালিংক = *১২৫#
রবি = *১৪০*১৪#
এয়ারটেল = *১২১*১*১*১#
টেলিটক = “AR” লিখে পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।
টিউনটি প্রথম প্রকাশিত হয়েছে আমার ব্লগে : http://www.ahsharif.co.cc
ধন্যবাদ সবাইকে ।
আমি এমদাদুল হক শরীফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইন্টারনেট ব্রউসিং করা আমার নিত্যদিনের অভ্যাস। আর এই অভ্যাসের চর্চা করতেই ব্লগিং এর প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ছি । ফেইসবুকে আমি :www.facebook.com/sust.sharif
অনেক কাজের জিনিস