যে কোন symbian ফোনে খেলুন Playstation3 এর গেম….!

Techtunes এর ভাইয়ারা, কেমন আছেন সবাই.... নিশ্চয় অনেক ভালো। TT তে আমার সপ্তম টিউন শুরু করছি।

আপনারা কি Ps3 সম্পর্কে জানেন। আমি কিন্তু জানি না....:P

Ps3 হল খুব জনপ্রিয় গেমিং সিস্টেম। আর গেম গুলা সব HD এবং মজার।

আপনি এখন আপনার symbian ফোনে Ps3 এর গেম গুলা খেলতে পারবেন।( ছোট গুলা পারবেন। কারণ আসল ps3 HD গেমের size হল ১-৪gb)

এই গেম খেলতে হলে আপনার লাগবে Scummvm নামের একটা ভুয়া Emulator.....:P

এখান থেকে ডাউনলোড করুন....

১. ডাউনলোড for s60v1

২. ডাউনলোড for s60v2

৩. ডাউনলোড for s60v3+s60v5

emulator টা ডাউনলোড করে ইনস্টল করুন। তারপর ফোন টা রে restart মারুন।

এরপর নিচ থেকে আণ্ডা size এর তথা ছোট ছোট গেম গুলা ডাউনলোড করুন। এই ছোট গেম গুলা আসলে ps3 এর নাম ডুবাইসে.....:D।

গেম ডাউনলোড করতে হলে নিচের site তে যেতে হবে। পেজ এর নিচে দেখবেন কিছু গেম দেয়া আছে। সেখান থেকে গেম ডাউনলোড করুন।

গেম ডাউনলোড

এখন গেম টাকে memory কার্ড এ extract করুন। দেখবেন যে ওই গেমের নামে একটা Folder তৈরি হয়েছে।

এখন ইনস্টল করা emulator অপেন করুন। Add Game সিলেক্ট করলে এরকম চিত্র আসবে।

সেখান থেকে আপনার memory কার্ড এর উপর cursor রেখে দুই বার ok করুন।

তারপর আপনার ওই গেমের Folder এর উপর cursor রেখে একবার ok করুন। এটা করলে Folder টি এভাবে selected হয়ে যাবে।

তারপর নিচের choose সিলেক্ট করুন।

এখন গেমের Details আসবে। এখান থেকে language কে change করে English নিতে পারবেন। এখন ok করুন।

ok করা হলে গেমের উপর দুইবার click করুন।

এবার শুরু করুন Ps3 গেম খেলা।

N.B= এমন হতে পারে যে emulator টা অপেন করে হয়তো আপনি cursor টি নড়াতে পারবেন না। আপনি তখন আপনার call key চেপে ধরবেন। দেখবেন যে CTRL লিখে উঠবে। তখন সাথে সাথে '0' আর '9' চেপে ধরবেন। এখন আবার call key একবার টিপুন। কাজ শেষ। এখন আপনি নাছোড়বান্দা cursor এর নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারবেন.... 😛

এটা এর আগে এই site এ শেয়ার করেছি।

Level 0

আমি FH শিশির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Nice tune.Share korar jonno donnobad.Emulator er download link change koren.Mobile diya ad.Fly thakha download korte parcina.

browser e eta likhun javascript:showskip()

ভাইজান। ভুলগুলো ধরিয়ে দেই।
এইটা এখন পর্যন্ত সম্ভব হয়নি PlayStation 3 (PS3) গেমসের জন্য এমুলেটর বানানোর জন্য।কিন্তু সনি তাদের কোনসোলের জন্য সোর্স কোড এমনভাবে বানিয়েছে যে PS3 ছাড়া PS3এর গেমস অন্য কোথাও চলবে না।আর সেইখানে সাম্বিয়ান মোবাইল তো দুরের কথা।

আর PS3 এর গেমস ১২ জিবি থেকে ৪০ জিবি পর্যন্ত হয়। সাম্বিয়ান কেন,কোন সুপার কম্পিউটার ও তা পড়তে পারবে না।শুধুমাত্র ডেডিকেটেড হার্ডওয়্যার ছাড়া।

এই ইমুলেটর দিয়ে ছোটখাট রেসুলেশনের গেম চলবে।জানি না এর দম কতটুকু।যদি God Of War বা GTA : Vice City চালাতে পারে তাহলে বুঝতে হবে এর দম আছে। কিন্তু তা অসম্ভব। 🙂 পিসিতেই আটকায়।

ভাল থাকবেন।

ami tune e ullekh korei disi j vua emulator lage and soto soto game gula cholbe.

ভাই forex এর ব্যাপারে কোন ধারনা আছে? আমাকে একটু help করবেন? please. তানভীর জেড আহমেদ আমার প্রশ্নের জবাব দেয়না। উনার টিউন…
ফরেক্স নিয়েই সবকিছু [পর্ব-০৪] এর টিউনের যে ওপেন এন একাউন্টে আই, ডি তৈরি সিস্টেম দেখিয়েছেন তাতে শেষ next এর পর finish হচ্ছেনা কেন? open an account পেজ এ wait a little, please লিখা আছে উপরে। আর নিচে login & password কিছুই right হচ্ছেনা। এখন আমি কি করতে পারি? please give me some advise….. @শরীফ আহমেদ জনম এবং FH শিশির

@rahman vai
sorry vai. Eta somporke amar kono dharona nai.

nokia e63/71 a n-gage install and game play korar full possess ta jana thak le pleaseeeeeee sayer kor ben; [email protected]

@faisal
ngage niye amar ekta post ase. Ota dekhun. Tobe landscape phone gulate ngage khelta ektu problem hoy. Apni ki ki problem face korsen amake bolun. I will help u.

@FH শিশির: vai GTA “Vice city”er symbian s60v2 handset er jonno jodi kono editon thakha,tahola please share korun.

vai etar 2ta java version ase amar kase.

Gta:
Mediafire Link (rename jar from zip)

gta4:
Rapidshare Link (zip password is ‘ruhul’)

শিশি ভাই, আপনের পুস্ট গুলা ত চ্রম হৈতাছে 😉

Level 0

🙂 🙂 🙂

এগুলা PS3 গেম? PSP’র সমমানেরও তো না। আপনার পোস্ট যদি ঠিক হয়ে থাকে তাহলে আমারই মনে হয় মাথা খারাপ

@Dihan vai
apni eta dekhte paren.