এনড্রয়েড মাস্টার [পর্ব-০৪] :: মোস্তফা ও অন্যন্য আর্কেড গেম এবং আমার ভিডিওগেমস স্মৃতিচারণ

ফ্লাসব্যাক

আমার ধারণা, মোস্তফা গেম নিয়ে আমার মত গবেষণা খুব কম লোকেই করেছে।

টিউনের শুরতে এই গেম নিয়ে কিছু স্মৃতিচারণ করে নেব। সময়টা 2000 সালের দিকে তখন স্কুলে পড়ি। টিফিন খেতে যে দুটাকা পেতাম বাসা থেকে সেটা বাচিয়ে দুপুরে গেমটা খেলতে যেতাম দোকানে। কয়েনের দাম ছিল দুটাকা। এক কয়েনে বেশীদূর যেতে পারতাম না কারণ আমি নবীন, প্রথম বসের কাছেই ধরাশয়ী। দাড়িয়ে খেলা দেখতাম সবার, আর অপেক্ষা করতাম পরেরদিনের দুটাকার জন্য। এভাবে খেলা দেখেছি প্রচুর, নিজে ভালভাবে খেলিতে পারিনি কখনো।

আমার বাবা প্রতিবছর আমাকে শর্ত দিতেন ক্লাসের প্লেজ ধরে রাখলে যা চাইব দেবেন। সেজন্যই বোধহয় নিয়মিত প্রথম, দ্বিতীয়, তৃতীয় হতাম। যাহোক, প্লেজ করার সুবাদে একখানা টিভি গেম দাবী করে বসলাম। SEGA এর একটি গেম পেয়েও গেলাম। সে কি উৎসাহ আর উত্তেজনা!! সারাদিনরাত খেলি সুপার মারিও, ট্যাংক দিয়ে গোলাগুলি আর কন্ট্রা নামের একটা গেম। তবে মোস্তফার নেশা তো মিটে না এসবে! ছমাস যেতেই টিভি গেম হয়ে গেল পানসে, চাই মোস্তফা!

টিভিগেমগুলোতে ক্যাসেট ঢুকিয়ে খেলতে হোত। শ’খানেক টাকা জমিয়ে সাইকেলে চেপে একদিন বাজারে গেলাম মোস্তফার ক্যাসেট কিনতে। B-)কিন্তু হায়, সারা দিন খুজেও পুরো শহরের কোথাও মোস্তফার ক্যাসেট পেলাম না। বড় এক দোকানে নাম লিখে নিল, ওরা জানাল ঢাকা থেকে মাল আনার সময় মোস্তফার খোঁজ করবে। সময় লাগবে একমাস। অপেক্ষায় কাটালাম ১ মাস! রেগুলার ফোন দেই দোকানে। ১ মাসে নাই, দেড় মাস গেল। একদিন ওরা জানাল নতুন ক্যাসেট এসেছে, আমি যেন গিয়ে দেখি মোস্তফা আছে কি না। গিয়ে দেখি নাই।:( মনটাই খারাপ হয়ে গেল। ওরা জানাল পরের মাসে আবার আসবে। আরো একমাস কাটালাম, পরের মাসেও নাই। শেষে ওরা জানাল এই গেমটার ক্যাসেটের নামই শোনেনি কেউ।/:)

দোকানের গেমগুলোর বেশীরভাগ মেশিন ছিল ডলফিনের। মেশিনের গায়ে ওদের ফোন নম্বর দেয়া ছিল, অফিসটা রাজশাহীতে। একদিন ওই নম্বরে টেলিফোন করলাম। জিজ্ঞেস করলাম ক্যাসেটের দাম কত? ওরা বলে মোস্তফার ক্যাসেটের দাম দশ হাজার টাকা!! আমি বলি টিভি ”গেমের ক্যাসেট??”:-& শুনে ওরা ভ্যাবাচ্যাকা খেয়ে বলল ”টিভি গেমের ক্যাসেট আমাদের কাছে থাকব ক্যান? মেশিনের ক্যাসেট!” টিভি গেমের ক্যাসেট পাওয়া যায় কিনা জিজ্ঞেস করলে ”জানেনা” বলে ফোনে রেখে দেয়।/:)

হুটকরে একদিন কার কাছে যেন শুনি, ঢাকার এক ভাইয়ের কাছে মোস্তফার ক্যাসেট আছে!! অনেক কষ্টে তার ফোন নম্বর যোগার করে ফোনদিই। সে জানায় তার কাছে ছিল তবে সে বিক্রি করে দিয়েছে। কোথা থেকে কিনেছেন জিজ্ঞেস করলে জানায়, স্টেডিয়াম মার্কেট থেকে অনেক আগে কিনেছেন।

( অনেক পরে বুঝেছিলাম মোস্তফা গেম আসলে টিভি গেমে খেলা সম্ভব ছিলনা। কারণ, আমার কাছে যেই গেম মেশিন ছিল ওটা নিনটেনডু আর মোস্তফা চলে আর্কেড ইমুলেটরে। সারাজীবন চেষ্ঠা করলেও চলত না।)

যাই হোক শৈশবে বহুশ্রমদিয়েও মোস্তফা না পাইলেও ইন্টারের পরে পিসি কিনার সুবাধে হাতে ধরা দেয় সেই সোনার হরিণ।:)দু-চারদিন খেলে কেমন যেন পানসে লাগল। আর মজা পাইনা। এর প্রধান কারণ হল শৈববে যেই গেমটা খেলতাম সেটা 20 গান, ওটার চেয়ে পিসিরটা একটু আলাদা। একে ওকে জিজ্ঞেস করি, দোকানে খোজ নেই, সবার এক কথা 20 গানটা কারো কাছে নেই। এটা নেটে পাওয়া যায়না।

মেডিকেলে ভর্তির অনেকদিন পর একবার সখ করে বন্ধুরা সবাই গেমের দোকানে ঢুকে ১ কয়েন গেম খেলেছিলাম। ওখানে 20 গান খেলে চিন্তা করি বাসায় গিয়ে যেমনে পারি খুজেবার করব 20 গানের ভার্সন। নেট চালাতাম জিপির। অলরেডি ১ গিগা ডাটা শেষ হল 15 দিনে। 20-25 টা ইমুলেটর আর প্রচুর রোমে ভরিয়ে ফেললাম পিসি, কিন্তু বাত্তি লাগাইয়াও 20 গান পাইনা। আরো ১ গিগা শেষ হল। রোম ফোরামগুলোর একে ওকে জিজ্ঞেস করি, কেউই জবাব দিতে পারেনা। ওরা কিছু হ্যাক সেটের নাম শুনেছে কিন্তু 20 গান কেউ শোনেনাই। গেমের নির্মাতা CAPCOM কে মেইল দেই, কোন জবাব নাই। আর ওদের জবাব দেওয়ার ঠেকাও বা কি!! পরে বুঝতে পেরেছিলাম 20 গান গেমটি আসলে একটা হ্যাক সেট বা বুটলেগ যেটা তৈরী করে চায়না। আর চীন ও বাংলাদেশ ছাড়া অন্যদেশে এই বুটলেগ তেমন না চলায় কেউই জানত না এটার ব্যাপারে। প্রতিদিন সময় করে ফোরাম পড়ি এটা নামাই ওটা নামাই কাজ হয়না। চাইনিজ ফোরামগুলোকে ট্রান্সলেট করে পড়ি। মাঝে মাঝে রোম কাস্টমাইজ করি। কিছুই হয়না। হুট করে একটা ফোরামে একদিন চোখে পড়ল dinohb রোমের কথা, এটা নাকি ফাইনাল বুটলেগ (Hack Set 3)। এই রোম আগে থেকেই আমার কাছে ছিল। বের করে খেললাম কিন্তু কই 20 গান তো নাই!:(

মামি ইমুলেটরের (Mame) একটি ভার্সন Ekmame এর রিভিউ পড়তে গিয়ে দেখি এই ইমুলেটরে মোস্তফার কিছু বাগ ফিক্স করা হয়েছে। দ্রুত ইমুলেটরটা নামিয়ে গেম লোড দিতেই কেল্লা ফতে!:)পেয়ে গেলাম 20 গান!:)পরে বুঝেছি dinohb চালানোর ইমুলেটরের অভাবেই এই ভার্সনটা কখনো খেলতে পারেনি কেউ।

এরপর আমি টেকটিউনসে এটা সর্বপ্রথম উন্মুক্ত করেছিলাম প্রায় বছর দেড়েক আগে। এবং সাড়ে পাচ হাজারবার ডাউনলোড এবং অনেকের শেয়ারের জন্য আজ হয়ত 20 গানের ভার্সনটা চলে গেছে সবার হাতে হাতে।

এনড্রয়েডে মোস্তফা (Cadillacs And Dinosaur)

এনড্রয়েডে মোস্তফা খেলতে যা যা লাগবেঃ

1. MAME4droid (0.37b5) ইমুলেটর। মার্কেট ডাউনলোড লিংক এখানে

2. dino রোম, যেটি পিসিতে খেলেন। রোমের ডাউনলোড লিংক এখানে

যেভাবে এনড্রয়েড মোবাইলে মোস্তফা চালাবেনঃ

1. MAME4droid (0.37b5)  ইমুলেটরটি মোবাইলে ইন্সটল করুন।

2. ফাইল ম্যানেজার থেকে SD Card মানে মেমরী কার্ডে ঢুকুন। দেখুন এখানে Roms নামের নতুন ফোল্ডার তৈরী হয়ে গেছে

3. ফোল্ডারের Mame4All ফোল্ডারে এইলিংক থেকে ডাউনলোডকৃত dino.zip ফাইলটি পেস্ট করুন। (মনে রাখবেন ফাইলের নাম dino.zip ই হবে। রিনেম করলে কাজ করবে না)

3. এবার মোবাইলের মেনুতে যান। Mame4droid এ ক্লিক করুন।

তীর চিহ্ন দেয়া B বাটনটি চাপতে থাকুন। গেম চালু হযে যাবে।

১ নং চিহ্নিত জায়গায় চেপে কয়েন নিন। 2 চেপে খেলা শুরু করুন।

ব্যাস খেলতে থাকুন! 😀 😀

এই ইমুলেটর দিয়ে মোস্তফা ছাড়াও King Of Fighter সহ বহু গেম খেলতে পারবেন। পুরো গেমের লিস্ট এখানে

এনড্রয়েড ছাড়া সাধারণ জাভা মোবাইলে মোস্তফা খেলতে এই টিউন দেখুন

পিসিতে 20 গানসহ খেলতে এই টিউন দেখুন

ভাল থাকুন, সুস্থ থাকুন।

-- নেট মাস্টার।
Developer: Zils Drug Database

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পুরনো কথা মনে করে দিলেন কত মাইর খাইছি মোস্তফা গেম এর জন্য

    @rasel japan: নবীনেরা অনেকেই বোধহয় এই গেম খেলেনি। জটিল একটা উত্তেজনা ছিল এই গেম খেলতে। 😀

আপনার মোস্তফা গেমের কথা পড়ে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি মোস্তফা গেম খেলতাম কয়েন চুরি করে। বিস্তারিত পড়তে পারেন এখানে
দোকানের গেম ক্র্যাক করে খেলা অতঃপর দোকানির হাতে ধরা খাওয়া …..
http://www.somewhereinblog.net/blog/HasanJubairbest/29368024

দোস্ত প্রিঞ্চের দোকানে সেই ৯৭/৯৮ সাল থেকেই তো গেম খেলতাম ২ জন । ১ম দিকে পানিশার খেলতাম। কিছুই পারতাম না ২ জন। আবার মনে করায় দিলা পুরন স্রিতি। অনেক মিস করি দিন গুলা। এনড্রয়েড নিব খুব তারাতারি । আপাতত পিসি তে এনড্রয়েড চালায় দেকতেসি। ভালই লাগতেসে।কেনার আগে জানাব।

    @Nazib Hasnain: রোমিও, তুমি তো ১ কয়েনে গেম ওভার করে দিতা! 😀
    এখনো পার নাকি?? এনড্রয়েড বিনা চিন্তাতে কিনতে পার। পিসিতে আর কি বোঝা যাবে এর টাচ স্ত্রিণের মর্তবা?? পুরাই জসিলা সেট। পারলে HTC নিও, ব্যাটারী ব্যাকআপ ভাল দেখে।

yep … HTC and higher procsr ar nibo vabtsi .Android ar full moja nite chai 🙂 Kinle amnei knock dibo tomak Mr. Andro-master :p

আমার পুরাটা শেষ করতে তিন কয়েন লাগতো. একবার কেমনে জানি দুই কয়েন এ শেষ করসি. ছয় নাম্বার বসের কাসে 20 তে কাজ হয় না হাত দিয়ে মারতে হয়. নাইলে মাথার উপরে লাফ. পরিশেষে অসধারন টিউন

টেকটিউনসে একমাত্র আপনার টিউনগুলাই ইদানিং আমার পড়তে ভাল লাগে।
চরম হইছে। চালায় যান। আমার এন্ড্রয়েডে নামায় নিচ্ছি। থ্যাঙ্ক ইউ !

    @দিহান: ধন্যবাদ দিহান। টেকটিউনসে ইদানীং কামাই-ধান্ধার টিউন বেশী হওয়াতেই এই সমস্যা। আমি নিজেও PTC আর কামাই ধান্দার টিউন প্রতিটিউনে বিরক্ত।

হা হা 😀 , আপনিতো দেখছি মোস্তফার মাস্টারফ্যান :mrgreen:
সিম্বিয়ান মোবাইল থেকে এন্ড্রয়েডে শেষ পর্যন্ত একে চালিয়ে ছাড়লেন! 😀 দিহান ভাইর কমেন্টের রিপ্লাইর সাথে পুরোপুরি একমত 😡 । মানুষতো কয়দিন পর একে TKtunes নামে চিনবে 😡 😈
চরম টিউন!! 😯 8)

Level 2

vai oneeeeeeeeeeek thanks….. ami ai gamta apk ak jaygay paisi but 1 coin ar beshi neua jay nah….. aibar to khelte khelte charge sesh koira falamu chinta kortasi,.,…
assa vai amake aktu help korben ??? android somvoboto psx game khela jay,,,, jodi ai bisoy niya akta tune koren taile khuuuuuuuuuuuub valo hoy…………
tobe mustafa game ar jonno abaaaaaaaar oneeeeeeeeeeek thanks………

    @sakilsakib:
    ওয়েলকাম! .apk টা আমিও খেলছি। ওটা জেনুইন না তো তাই সমস্যা হয়। জেনুইন গেম খেলার মজাই আলাদা।
    প্লে স্টেশনের গেম খেলতে ইমুলেটর লাগবে এটার মতই। নাম ”FPse for android“ পেইড সফট।

15000 এর ভিতরে ভালো android এর মডেল বলেন ত. সব দিক দিয়ে ফাটাফাটি হবে এরকম কিছু সেট দেখান

etar ki kono sis file ase…?

jar ta khelesi.matro blade boss porjonto. Pura version ase ki.

Level 2

vai rom pay nah……….. apni jei jaygay bolsen seikhanei paste korlam,,,,, bujhtasina ki vul korlam.
amr mobile hoitase htc sensation.

    @sakilsakib: আমার মনে হয় ROM ডাউনলোডের যেই লিংক দিছি ওটাতে রোমগুলা ফোল্ডারে ঢুকানো আছে। লিংক দেবার সময় খেয়াল করিনাই। কষ্ট করে একটু ঠিক করে নেন। রোমগুলা ফোল্ডারে থাকবে না। সরাসরি Zip এর ভেতরে থাকবে। Zip খুললেই যেন রোম ফাইল দেখা যায় ফোল্ডার না। আমি কাল নিজে আপলোড করে দেব।

    @sakilsakib: লিংক আপডেট বরে দিয়েছে। dino.zip ফাইলে সমস্যা ছিল।

vai, apnake ekta dhonnobad na diye parlam na. thank you very much.

আমার মনে পড়ছে সেই ৯৫/৯৬ সালের কথা। কতো দুরন্ত ছিল দিনগুলো। নজরুলের ভাষায় “শত কাঁদিলেও ফিরিবেনা সেই শুভ লগনের বেলা” । কিটসের ভাষায় “How sad, how bad and how mad it was but it was sweet”

ভাই forex এর ব্যাপারে কোন ধারনা আছে? আমাকে একটু help করবেন? please. তানভীর জেড আহমেদ আমার প্রশ্নের জবাব দেয়না। উনার টিউন…
ফরেক্স নিয়েই সবকিছু [পর্ব-০৪] এর টিউনের যে ওপেন এন একাউন্টে আই, ডি তৈরি সিস্টেম দেখিয়েছেন তাতে শেষ next এর পর finish হচ্ছেনা কেন? open an account পেজ এ wait a little, please লিখা আছে উপরে। আর নিচে login & password কিছুই right হচ্ছেনা। এখন আমি কি করতে পারি? please give me some advise….. @ please.. give me answer anyone

    @RAHMAN-ANSARY: না ধারণা নাই। দয়াকরে শর্টকাটে বড়লোক হবার চিন্তা পরিহার করুন। সোনা রূপা বেচার জুয়া খেলার চাইতে মেহনত করে পয়সা কামাই করুন।

ভাই play store থেকে তো কিছুই ডাউনলোড করতে পারি না

চরম এবং গরম পোস্ট!!! সোজা প্রিয়তে!!!!

ভাই আপনার সকল টিউন ই দারুন । আশা করি এনড্রয়েড নিয়ে আপনার কাছ থেকে এমন সুন্দর ও প্রয়োজনীয় টিউন সব সময় পাব।

thank you vai. forex ki joa naki?

বরাবরের মতোই আপনার প্রতিটা টিউনই অসাধারন । কিপিটাপ 😀

মোস্তফা খেললাম, খুবই মজা লাগলো। কিছুদিন আগে একটা মোস্তফার একটা এপিকে ফাইল ডাউনলোড করে খেলছিলাম, চাইনিজ ভাষা, খেলতেও খুব বেশি মজা লাগে নাই। ধন্যবাদ নেট মাস্টার ভাই আপনারকে জটিল গেমটা শেয়ার করার জন্য। আর ছোট বেলার স্মৃতি মনে হলেই………..
🙁 🙁 🙁

অনেকদিন পর মোস্তফা গেমের কথাটা মনে পরে ভালো লাগছে। এই গেমটা খেলতে খেলতে এমন পাঁকা হয়ে গিয়েছিলাম যে শেষতক একটা কয়েন দিয়ে গেমটা শেষ করে ফেলতাম আর তাই সবাই আমাকে মোস্তফা বলে ডাকতো।

সাপোর্ট ডিভাইস এর জায়গায় এরকম দেখায়
You don’t have any devices..

আমার মোবাইল মডেল হচ্ছে SonyEricsson Live with walkman WT19i

    @Tanvir Sarkar:বুঝেছি। আপনার গুগল প্লে ভার্সনটা চেক করুন। এটা হতে হবে v3.5.19. Settings > Apps > All > Google Play Store থেকে ভার্সন দেখতে পারবেন।
    এরপর Uninstall updates, Clear data, Clear cache করুন।
    এরপর নিচের লিংক থেকে নতুন প্লে ভার্সন পিসিতে ডাউনলোড করে ব্লুটুথ বা কেবল দিয়ে মোবাইলে নিন।
    http://uploaded.to/file/wgw5ax6b

কোনো জাইগায় ১ টাকা পাইলেই সোজা দৌড় To games এর দোকান 😛

Level 0

ভাই আপনি সেই পুরানো কোথা মনে করিয়ে দিলেন। মস্তফা অ্যান্ডরএড ভার্সন দেয়ার জন্য অনেক অনেক ধন্নবাদ।ভাল থাকবেন।

স্বাগতম সৈকত ভাই 😀

vai,list dilen-download link koi?

    @কাইফ আমিন: লিস্টের গেমগুলার নামের শেষে .zip বসিয়ে গুগলে সার্চ দেন। বিনা ঝামেলাতেই পেয়ে যাবেন। 😀

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ

Level 0

ভাই আমার live with walkman(WT19i)-এ মুস্তফা চরম চলতাছে।।আমি তো নাছতাচি! আমার সাথে নাছবেন নাকি? ধন্যবাদ নেট মাস্টার ভাই।ভাল থাকেন…আপ্নার কাছ থেকে এরকম আন্দ্রএদের সুন্দর সুন্দর পোস্ট আসা করি। just keep it up.

Level 0

Bhai, apnar poramorsho moto sob kichu korlam….mame4droid e jaowar pore cadillacs and dinosaurs (world) name ekta games detect o korse. Kintu tarpore astese

“usage of any emulators in conjunction with ROMs you don’t own is forbidden by copyright law.
If your are not legally entitled to to play “cadillacs and dinosaurs (world)” on this emulators, press esc.

otherwise, type ok to continue.”

Ekhon ei OK tai type korte partesina…Please ektu suggestion den.

    @sumon.deb: ok দেয়ার জন্য কন্ট্রোল বাটন এ চেপে ধরে একবার লেফট আরেকবার রাইট এ নিন দেখবেন ওকে হয়ে গেছে 😀 .. adviced by Tanvir Sarker

@sumon.deb: ভাই আমারও আপনার মত অবস্থা কি করব বুজতে পারছি না

নেট মাস্টার ভাই পারলে হেল্প করেন

@sumon.deb ভাই পাইছি পাইছি পাইছি পাইছি পাইছি………………
ok দেয়ার জন্য কন্ট্রোল বাটন এ চেপে ধরে একবার লেফট আরেকবার রাইট এ নিন দেখবেন ওকে হয়ে গেছে
এবার তাহলে শুরু করে দিন যুদ্ধ………………
ভালই মজা পাচ্ছি গেম টা খেলে। তাই আবারও
ধন্যবাদ @নেট মাস্টার ভাই………………

আর কেও রম ডাউনলোড এর জন্য এই লিঙ্ক টা দেখতে পারেন

http://mamedev.org/roms/

😀 😀 😀 😀

Level 2

oboseshe gamta aise vai.(net master)……….. amr problem silo rom copy kortam but mame te dekhaito no rom. vai kono folder a copy korte baaad rakhi nai…………
ajke sokale hotat mone hoilo j reaname koira dekhi….
pore apni jei folder a rom copy korte bolsen oi folder ai copy kore…. dino_2.zip ta k rename kore likhlam dino.zip r tatei kella foteh. amr kaase 4gb mame game ar roms aase. ak games ar dokan thika jor koira copy koira ansi. akhn ami jaitasi memory card kinte….. 8gb te to hobe nah.
onek khusi lagtase, r asob kisui apner jonno(net master) thanks borother……….. arokom android somporke r o tune chaiiiiiiiiiiiiii,……………………., ,,,,,,,,,,,,,,,, chai kintu…………

    @sakilsakib:
    নেট মাস্টার ভাই তো আগেই বলেছিল যে ফাইল টাকে রিনেম করা যাবে না( ফাইল টা অবশ্যই dino.zip হতে হবে) আপনি হইত লক্ষ করেন নাই
    আর আপনার প্রব্লেম হওয়ার কারন হচ্ছে আপনি idm দিয়ে ফাইল টাকে দুইবার ডাউনলোড দিছেন তাই ২য় বারে ফাইল টা dino_2.zip হয়ে গিয়েছিলো

    @sakilsakib: আমার টিউনে লেখাই ছিল “মনে রাখবেন ফাইলের নাম dino.zip ই হবে। রিনেম করলে কাজ করবে না)” আপনি সম্ভবত লক্ষ্য করেন নাই। যাহোক গেম চলায় অভিনন্দন! 😀

Level 2

thank u vai , ami bujhtasilam nah j file ta to ami 1st rename kori e nai. tanvir sarkar vai ar jonn bujhlam , ami idm a 2bar download korsi ai jonnoi to problem ta hoise. thanks tanvir vai abong net master vai.
……….. jai hok………..
apneder kosto deuar jonno sorry………..

Level 2

vai onno game gula khele dekhsilen ??? ami “dino.zip”” sara onno game gula khelte parsina……
plz…. help…..
ak ak tay ak ak rokom not found aase……….

    @sakilsakib: সব গেম খেলতে পারবেন না। যেগুলো পারবেন তার লিস্ট দেয়া আছে এখানে http://www.mediafire.com/?x13uaedix3u9jd7

    রোম ঢোকানোর সময় নামের দিকে খয়াল রাখুন। সঠিক নামে না ঢোকালে গেম পাবেনা।

      @নেট মাস্টার:

      আসলেই ভাই খেলা যায় না। আমি প্রথম থেকেই চেষ্টা করেছি কিন্তু কোন কাজ হয় নাই, ফোল্ডারে রোম ঢুকানোর পর এমুলেটর চালু দিয়ে স্টার্ট দিলে ফাইল মিসিং দেখায়

        @Tanvir Sarkar: আসলে রোম গেম সম্পর্কে আপনার কনসেপশন ক্লিয়ার নয়। রোম গেমগুলো হল গেম মেশিন এ খেলার জন্য। মেশিনের আবার বিভিন্ন ধরণ ছিল যেমনঃ Neo Geo, আর্কেড, মামী ইত্যাদি। প্রত্যেক গেম মেশিন এর জন্য গেম প্রস্তুত কোম্পানীগুলো আলাদা করে গেম বানাতো। অনেকটা বর্তমানে যেমন লিনাক্সে ও ইউন্ডোজের জন্য আলাদা আলাদা সফট তৈরী করা হয় সেরকম।
        আপনি যেই ROM ফাইলের গেম নামিয়েছেন তা অন্য ইমুলেটরের। সেজন্যই জন্য ইরর দেখাচ্ছে। যেমন ধরুনঃ King Of Fighter ৯৫ খেলতে আপনার নিচের রোমগুলো লাগবে-
        http://caesar.logiqx.com/php/emulator_game.php?id=neoragex&game=kof95
        এগুলো বাদে অন্যরোম ডাউনলোড করে মোবাইলে নিলে চলবে না্।

          @নেট মাস্টার:
          ভাই আমি rom-world থেকে ডাউনলোড করছি এবং mame এর জন্যই করছি এখন যদি কাজ না করে তাহলে কিবা করার আছে

        @Tanvir Sarkar: সেটাও একটা কথা! আপনাকে রোম নিয়ে নারাচাড়া করতে হবে।

Level 0

নেট মাস্টার ভাই একটু হেল্প করেন, আমি আমার live with walkman(wt19i) রুট করতে চাই,এখন বলেন রুট করলে আমি কি কি সুবিধা গুলো পেতে পারি? আর আমি যে গেম গুলো ও অ্যাপ গুলো এখন ব্যাবহার করছি এগুলো কি রুটের পর ব্যাবহার করতে পারব?রুট করার পর আমি কি আবার পূর্বের অবস্তাই ফিরে জেতে পারব?…। একটু হেল্প করেন ভাই প্লিস…। ভাল থাকবেন।

    @Saikat: রুট করা অর্থ হল আপনি মোবাইলের পুরো অ্যাডমিন পারমিশন পেয়ে যাবেন। ফলে মোবাইলে যা খুশি করার ক্ষমতা আপনার থাকবে। যেমন সারারণভাবে ডিফল্ট এপস গুলো আনইন্সটল করা যায় না, ফন্ট চেন্জ করা যায়না। রুট করলে এগুলো সবকিছু করতে পারবেন। ভাল কাস্টমাইজিং এপসগুলো ব্যবহারের জন্য অ্যামডিনিস্ট্রেটর সাপোর্ট লাগে তাই এগুলো চালাতে রুট করতে হয়। সহজ কথায় রুট করা মানে হলঃ মোবাইলের পুরো ক্ষমতা নিজে নিয়ে নেয়া। রুট করলে মোবাইল বর্তমান অবস্থাতেই থাকবে কিছুই ডিলেট হবেনা। রুট করে পুনরায় আনরুট করা যায়, তবে আপনার সেটে যাবে কি না জানিনা। তবে রুট করলে ওয়ারেন্টি নষ্ট হয়। অবশ্য ওয়ারেন্টি ধুয়ে পানি খাই। সেট কেনার প্রথম সপ্তাহেই আমি যে কাজটি করেছিলাম তা হল রুট। একমাসের মাথায় নিজেই ফ্লাস দিয়ে জিন্জারব্রেডে আপেডেট করে নিয়েছি। 😀
    জানা আছে মোবাইল নষ্ট হলে এটা ঠিক করার ক্ষমতা বাংলাদেশের কারো নাই, তাই ওয়ারেন্টি ধুয়ে পানি খাই, নষ্ট হলে নতুন সেট নিব! যতদিন এনড্রয়েড ইউজ করব রাজার হালেই করি! 😀 😀

Level 0

থ্যাংকস মাস্টার ভাই…তবে খুব কষ্টের মধ্যে আছি কারন রুট করার জন্য অনেক সফটওয়্যার ডাউনলোড করেছি কিন্তু রুট হচ্ছে না… জা করতে বলা হয় ঠিক তাই করি,রুট আরম্ভ হয় কিন্তু মাঝে বার বার একাই কানেকশন কেটে যায়।। একটা মেসেস দেয় ফোন মেমোরি রিড অনলি।।তবে অনন্য প্রবলেম থাকতে পারে…।পারলে একটু হেল্পান…।প্লিস… take care net master VAI.

http://rom.anshouji.com/root/unlockroot23.exe
এখান থেকে ফাইল টি ডাউনলোড করেন। সফটওয়্যার টি ওপেন করে root বাটন এ ক্লিক করুন, ব্যস আপনার কাজ শেষ

Level 0

ভাই অনেক চেস্টা করলাম কিন্তু গেমসটি চালু করতে পারলাম না।
আমি Samsung galaxy y duos ইউস করি।
পারলে আমাকে একটু হেল্প কইরেন।

ভাই ওই সময় আরো একটা গেমস খেলতাম “মিশন” নামের এখন এই গেমস টা মোবাইল এর জন্য পাওয়া যাচ্ছে Metal Gun নামে এই লিঙ্ক টা দেখেন http://store.ovi.com/content/297709
যদি এই গেমস টি পান (পিসি) তাইলে এক্তু দিয়েন বা এই গেমস এর আসল নাম টা জানলে জানায়েন অনেক খুজছি ।

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।