এনড্রয়েডের সফটগুলোর সাইজ বেশ বড়। আর এগুলো ডাউনলোড করতে হয় সরাসরি মোবাইল দিয়ে, বিশাল ঝামেলার বিষয়। আজ আমরা হ্যাকিং করে এনড্রয়েড মার্কেট থেকে এপস সরাসরি পিসিতে ডাউনলোড করতে শিখব। এর পর ব্লটুথ, Wifi বা কেবল, মেমরীকার্ড যেভাবে খুশি মোবাইলে নিয়ে ইন্সটল করতে পারবেন .apk ফাইলের এনড্রয়েড এপস।
1. এনড্রয়েড মোবাইল ফোন
2. জিমেইল অ্যাকাউন্ট
3. গুগল ক্রোম ব্রাউজার 17 ভার্সনের উপরের কোন ভার্সন।
4. APK ডাউনলোডার নামের একটি ক্রোম এক্সটেনশন। ক্রোম দিয়ে ডাউনলোড করুন এখান থেকে
5. মোবাইলের ডিভাইস ID জানার জন্য Device ID নামের একটি সফটওয়্যার।
যাদের মিডিয়ফায়ার প্রীতি রয়েছে তাদের জন্য ফাইলদুটো zip করে মিডিয়া ফায়ারে আপলোড করে দিলাম। ডাউনলোড করে নিন (সাইজ 37 কিলোবাইট মাত্র)
1. প্রথমে গুগল ক্রোম দিয়ে এই লিংক থেকে APK ডাউনলোডার ডাউনলোড করুন এখান থেকে
2. ডেস্কটপে গুগলক্রোমের শর্টকাট ক্রিয়েট করুন। এবার শটকার্টে রাইট ক্লিক করে Properties এ ক্লিক করুন।
3. Shortcut ট্যাব থেকে Target এর লেখা গুলো মুছে দিয়ে সেখানে পেস্ট করুন
"C:\Program Files\Google\Chrome\Application\chrome.exe" --ignore-certificate-errors --allow-running-insecure-content
(Windows 7 হলে Run As Administrator অন করে নেবেন)
(এই ধাপ SSL এনক্রিপশন এর ইরর কে বন্ধ করে দেয়। এই ধাপে সফল না হলে হ্যাক করে ডাউনলোড করতে পারবেন না)
4. এবার ডেস্কটপের শর্টকাট থেকে গুগল ক্রোম চালু করুন। বাটন থেকে Tools> Extension এ ক্লিক করুন।
APK Downloader এর Options এ ক্লিক করুন।
5. Email ( being used on Android Market ) এর ঘরে আপনার এনড্রয়েড মোবাইল যেই ইমেইল দিয়ে রেজিস্টার করা সেটি বসান।
Password এর ঘরে ইমেইলের পাসওয়ার্ড বসান
Android Device ID ( 16 characters ) এটি জানার জন্য Device ID নামের সফটওয়্যারটি মোবাইলে ওপেন করুন। 16 সংখ্যার আইডিটি পেয়ে যাবেন।
( নিরাপত্তার সুবিধার জন্য আমি রিকোমেন্ড করব নতুন কোন জিমেইল আইডি বানিয়ে ব্যবহার করুন। যদিও ডেভলপার বলেন তারা কোন পাসওয়ার্ড সংরক্ষণ করেনা কিন্তু কাউকে বিশ্বাস করার দরকার নাই। নতুন জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করুন। তবে সেটি মোবাইলে যোগ করে নেবেন।)
ফর্ম ফিলাপ করে Login এ ক্লিক করুন।
দ্রষ্টব্যঃ আপনি যদি নিচের মত ইরর পান তবে আপনি এই টিউটোরিয়ালের 3 নং ধাপ অর্থাৎ SSL ইরর বন্ধের ধাপটি সঠিকভাবে সম্পন্ন করতে পারেননি।পুনরায় সঠিকভাবে কপি পেস্ট করুন।
6. এবার গুগল ক্রমের ডেস্কটপে শর্টকাটে ক্লিক করে মার্কেটে ঢুকুন। পছন্দের এপসের ডাউনলোড লিংকে যান- দেখুন ব্রাউজারের এড্রেসবারে সবুজ একটি আইকন এসেছে APK ডাউনলোডারের। (সাধারণ অবস্থায় এই আইসন দেখা যায়না। শুধু ডাউনলোড পেজেই এটা আসে) এটার উপরে ক্লিক করুন।
৭. নিচের স্ক্রিণশটের মত পেজ আসবে। অটোমেটিক ডাউনলোড শুরু হয়ে যাবে।
ভাল থাকুন, সুস্থ থাকুন।
-- নেট মাস্টার।
Developer: Zils Drug Database
আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 9 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
চরম পুস্ট।