গান গাইতে কার না ভাল লাগে। কিন্তু সমস্যা কোথায় সবাই জানি, আমার গলা তো গানের গলা না। আমি গান গাওয়া শুরু করলে মশা মাছি পর্যন্ত পালিয়ে যায়। আর গানের সাথে যে কোন বাদ্যযন্ত্র বাজাব তারও কোন উপায় নেই। আমি যে বাদ্য যন্ত্রে একেবারেই বকলম। এখন উপায়? কিভাবে একটু সংগীত চর্চা করতে পারি? 😛 হে হে মাত্র ক'দিন আগে আসা এন্ড্রয়েড অ্যাপ Songify অসম্ভবকে সম্ভব করেছে!
-
-
-
-
-
অ্যাপটি ডেভেলপ করেছে Khu.sh, গত একমাসে অ্যাপটি গুগলের এড্রয়েড প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে 500,000 - 1,000,000 বার!
অন্যদিকে অ্যাপল আইটিউনস থেকে Songify ডাউনলোড করা হয়েছে ৯ মিলিয়ন বার!
Songify রিলিজ পাবার মাত্র ৩০ দিন হবার আগেই এটি Google Play store টপ ১০ ফ্রি অ্যাপ তালিকায় তার অবস্থা অর্জন করে নিয়েছে।
Apple appstore এ Songify এখন টপ ১০ ফ্রি অ্যাপ এর তালিকায় অবস্থান করছে।
নিউ ইয়র্ক টাইমস, USA টুডে, ফোর্বস, MSNBC, গার্ডিয়ান, ওয়াসিংটন পোস্ট, ম্যাসেবলের মত সাইট ইতোমধ্যেই Songify কে নিয়ে তাদের আর্টিকেল পাবলিসশ করেছে। এতে বোঝা যাচ্ছে অ্যাপটি কি পরিমান আলোড়ন সৃষ্টি করেছে।
আসুন দেখি Songify নিয়ে বিশ্বসেরা পত্রিকাগুলো কে কি বলল-
“The very definition of fun!” - The New York Times
"Turns your speech into song!" David Pogue, CBS
"Don't you want to be famous too?" Blake Grundman, 148apps
“Clever and fun!” - AppAdvice
"Songify is just the type of app for which smartphones were made." - Appolicious
এন্ড্রয়েডের জন্য ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে অথবা মোবাইল থেকে গুগল প্লে- তে সার্চ দিন Songify লিখে।
আইফোনের/আইপ্যাড/আইপডের জন্য এই লিঙ্ক থেকে অথবা অ্যাপস্টোরে গিয়ে Songify লিখে সার্চ দিন।
[ Nahid Anwar]
আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।
Sobai jodi gaan gay,ta hole kar gaan ke sunbe ?
Thanks for the APPS.