এই ব্লগের অনেকে বলেছেন এই নিয়ে একটি পোস্ট লিখতে তাই লিখে দিলাম। তবে বলে রাখি এটা এর আগে আরেকটা ব্লগ এ প্রকাশিত হয়েছে। তবে হা কেউ ক্লেইম করবে না টেকটিউন টিম এর কাছে এই পোস্ট নিয়ে। তাই ওটা ই কপি করে দিলাম।
অনেক দিন থেকে ভাবছি এটা আপনাদের সাথে শেয়ার করবো। যা আপনাদের জন্যে খুব ই দরকারি একটা পোস্ট আমি মনে করি মূলত যারা অ্যাপল ডিভাইস ইউজ করেন। কারন যারা ipod, ipad ইউজ করি তাদের একটা ই ইচ্ছা ইসস যদি সবজায়গায় গিয়েও ইন্টারনেট ইউজ করতে পারতাম!! ধ্যাত ওয়াইফাই(wifi) এর জন্যে apps টা ডাউনলোড করতে পারছি না!! এরকম আর বলতে হবেনা। আমাকে অনুসরণ করুন আমি দেখাচ্ছি কিভাবে ইউজ করবেন মোবাইল নেটওয়ার্ক আপনার ipod,ipad এ। অথবা আপনার ইন্টারনেট শেষ? তাহলে লুকিয়ে নিয়ে নিন আপনার বন্ধুর মোবাইল এর নেট।
চলুন তাহলে শুরু করি। আপনার Jailbroken ipod অথবা ipad টা নিন। নিচের ছবির মতো অনুসরণ করুন।
*** জেলব্রেক করতে এই পোস্ট টি দেখতে পারেন- how to jailbreak?***
Cydia ওপেন করুন
Cydia এর সার্চ অপশন এ গিয়ে টাইপ করুন ibluev
iBlueverDemo তে যান
এবার ইন্সটল করুন। তারপর springBoard Restart করুন।
আমরা iBlueverDemo ইন্সটল করেছি। এবার এটা ওপেন করুন
ওপেন করার পর এমন দেখবেন
এবার এটা অন করেন।
অন করার পর More... এ ক্লিক করুন। তারপর এটি আপনার পার্শ্ববর্তী bluetooth এক্টিভেইট ডিভাইস খুজে বের করবে। মেইক সিউর যে আপনি যে মোবাইল এর নেটওয়ার্ক অথবা ইন্টারনেট ইউজ করবেন সেটির bluetooth অন করা এবং কাছাকাছি রাখা।
এই apps টি সার্চ করে আমার অন্য দুটি মোবাইল এর কানেকশন পেয়েছে। এবার ইন্টারনেট কনফিগার করার পালা। যে মোবাইল থেকে ইন্টারনেট নিবেন সেটিতে ক্লিক করুন। তারপর নিচের মতো দেখবেন। এটা দেখে ভয় পাবেন না। Dismiss প্রেস করুন।
তারপর এরকম আসবে।
এই লিস্ট টা খুব যত্নসহকারে পূরণ করতে হবে। যদি গ্রামীনফোন ইউজ করেন তাহলে এখানে পূরণ করবেন-
Access Point- gpinternet
Dial number- *99***1# (সব সিম এ এটা একরকম হবে)
Account & password দেয়া লাগবে না। কিন্তু কোন কোন সিম এ লাগতে পারে।
Chat script - Default Non GPRS ( এটা দিয়ে আমার সেট এর সাথে কানেক্ট পেয়েছি। তবে এক সেট এ এক এক রকম হতে পারে। ভুল হলে কানেক্ট করার সময় বলে দিবে যে Chat Script Error. তখন পালটে নিবেন। তবে google এ সার্চ করে নিলে ভালো হয়। যেমন আপনি X নামক সিম ইউজ করেন । গুগল এ সার্চ করুন X APN Setting. *এখানে সেট বলতে বুঝিয়েছি যে মোবাইল থেকে আপনি ইন্টারনেট টি নিবেন*)
আর কিছু লাগবেনা। এবার iBluever Demo তে প্রেস করে Back এ যান। তারপর যে মোবাইল এর কনফিগারেশন করলেন সেটিতে প্রেস করুন।
এবার এই সফটওয়্যার টি আপনার ipod,ipad এর সাথে ওই মোবাইলটিকে রিমোট bluetooth সেটিং এ কানেক্ট করবে। তাই মোবাইল এর সাথে ipod/ipad টি পাসকোড দিয়ে pair করতে হবে। যা আপনারা সচরাচর করেই থাকেন। তারপর একটু অপেক্ষা করুন ১০-৩০ সেকেন্ড। দেখুন কানেক্ট হয়ে গেছে। যদি না হয় তাহলে এটায় বলে দিবে কি ভুল হয়েছে। হলে নিচের ছবির মতো পাবেন।
উপরে দেখুন bluetooth এর সাথে ডায়াল এর মতো লোগো আসছে। ওটার মানে ইন্টারনেট একটিভ। এবার আপনি আপনার ipod অথবা ipad এ ওই মোবাইল এর ইন্টারনেট টি ইউজ করতে পারবেন। এভাবে আপনি iphone এ ও ইউজ করতে পারবেন। কিন্তু প্রবলেম হল এটা ডেমো ভার্সন। তাই ভালো স্পিড পাবেন না। মাঝে মাঝে লাইন কেটে যাবে। সফটওয়্যার টি মিনিমাইজ করলে অথবা নতুন করে ওপেন করলে আবার সব কনফিগার করতে হবে। তাই আমি এর ফুল ভার্সন টা কিনেছি। ৪.৯৯ ডলার দিয়ে কিনেছিলাম অনেক আগে। এখন এরকম ই হবে। অহ না এখন ৫ ডলার। ওটাতে এতো ঝামেলা নেই। অনেক সহজ কনফিগার করা। একবার কনফিগার করলে ওটায় মনে রাখে জাস্ট ওপেন করে ডিভাইস লিস্ট এ প্রেস করলেই কানেক্ট হয়ে যাবে। স্পিড ও অনেক ভালো। ফুল ভার্সন দিয়ে আমার ব্লেকবেরি এর সাথে কানেক্ট করার পর নিচের ছবিটা। দেখুন ওখানে 3G দেখা যাচ্ছে। মানে আপনি এখন 3G স্পিড এ নেট ইউজ করতে পারবেন। তবে বাংলাদেশ এ 3G নেই সো চিন্তা করবেন না। যদিও কিছু বাটপার আছে (banglalion,qubee) যারা বলে থাকে 4G দিচ্ছে তারা। আসলে ওরা আমাদের বিডি এর পাবলিক কে বেক্কল মনে করে। আরে ভাই আমি ইউ কে থেকে 4G ইউজ করতে পারিনা নরমালি আর তারা 3G নাই যেখানে ওখানে নাকি 4G দিচ্ছে!!!
পোস্ট টা আমি শুরু করি ১১.০১PM এ এবং শেষ করি ২.১১ AM এ। কারন অনেক ভেবে চিন্তে লিখছি। যদিও এর মাঝে অনেক কাজ করছি। তবে বলতে পারি কম হলেও দের ঘণ্টা গেছে এর পিছনে। সুতরাং আপনারা আমার মতো আস্তে আস্তে টাইম নিয়ে ট্রাই করুন। একবার না পেরেই কমেন্ট মারলেন ভাই কি ফাউল জিনিস লিখছেন কিছুই হয় না! প্লীজ এমনটা কেউ বলবেন না। খুব কষ্ট লাগে যখন নিজের খেয়ে কষ্ট করে কিছু লিখে আপনাদের দেই আর সেটা ঠিক মতো আপনারা ট্রাই না করেই একটা আন্দাজি কমেন্টস করেন। আমি Screenshot দিছি প্রতিটা স্টেপ এর যাতে কেউ এটা না বলতে পারেন যে হয় না। A B C D এর মতো সোজা করে দিছি। বাকিটা আপনার উপর। তবে কনফিগারেশন টা ঠিক মতো পূরণ করবেন। না পারলে এই লিংকস থেকে দেখে নিন http://apt.if0rce.com/carriers/
জানিনা পোস্ট টি কপি পেস্ট করে দেয়ায় টেক টিউন আইন ভঙ্গ হচ্ছে কিনা। তবে পোস্ট টি দেয়া দরকার তাই দিলাম। তবে এই পোস্ট আমাকে ছাড়া কেউ ক্লেইম করতে আসবেনা অথবা কেউ ঝামেলা ও করবেনা। সুতরাং টেকটিউনস টিম এর এটা নিয়ে ভাবতে হবেনা। আর বলে রাখি আমার অনুমতি ছাড়া এই পোস্ট কপি পেস্ট হলে আপনি( যে করবেন) বিপদে পরবেন।
সাহায্য লাগলে জানাবেন। ধন্যবাদ সবাইকে পোস্ট টা পরার জন্যে।
কিছু জানার থাকলে আমাকে fb তে টেক্সট করতে পারেন> fb.com/infraredprince
আমি infraredprince। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার Wi-Fi কাজ করেনা আমি iPohne Ues করি Wi-Fi কাজ কিবাবে করব বলবেন ??