আনড্রয়েড ফোন দ্বারা ইন্টারনেট সংযুক্ত করার জন্য অনেকের সমস্যায় পড়তে হয় । Nokia, LG, Motorolla, Sonyricsson এর নিজস্ব PC Suite রয়েছে ।এছাড়া এগুলো নিজস্ব ব্র্যান্ডের সব প্রায় মডেল সাপোর্ট করে । কিন্তু যারা Samsung ব্যবহার করেন তারা জানেন এর কিছু মডেল এর জন্য একটি PC suite এবং অন্য মডেলের জন্য PC suite যেমন : Samsung fixed operating system(Java) গুলো পিসিতে সংযুক্ত করতে PC studio 3.2 নামে সফটওয়্যারটি ব্যবহার করতে হত , আর যারা Windows কিংবা symbian ব্যবহার করত তাদের লাগতো New PC studio নামক সফটওয়্যার । আর যারা Android ব্যবহার করছেন তারা ব্যবহার করেন Kies নামে একটি সফটওয়্যার যেটি দ্বারা শুধুমাত্র contact number ও SD card ব্যাকআপ নেওয়া যায় । এছাড়া অন্য কিছু করা যায় না ।এ সমস্যার আমি নিজেও একজন ভুক্তভোগী । তবে আপনাদের আর ভুগতে হবে না । কেননা আমি একটি পধতি বের করে ফেলেছি যেটি অনেক কাজের ! ।
এখানে tutorial হিসাবে Samsung GT-S5360 [Galaxy Y] ব্যবহার করা হয়েছে ।
নির্দেশনা
১ প্রথমত Google play হতে PDANet free নামক সফটওয়্যারটি নামিয়ে নিন এবং সেটআপ দিন । এরপর ওপেন করুন মেসেজ দিবে >> যে আপনি PC version PDANet সফটওয়্যারটি ডাউনলোডকরে নিন ।
২ আপনার ডাউনলোড হয়ে গেলে সেটআপ(বা ইন্সটল ) দিন ।
৩ এখন আপনি মোবাইল এর ইন্টারনেট চালু করুন । এবং USB cable পিসিতে সংযুক্ত করুন ।
৪ মোবাইল এর সেটিং অপশন এ হতে Wireless and Network এ যান এবং দেখুন Tethering and Portable hotspot নামে একটি অপশন আছে এটি সিলেক্ট করুন , এরপর USB tetheringঅপশনটিতে টিক দিন ।
৫ এবার মোবাইল এর PDANet free সফটওয়্যার টি ওপেন করুন এবং USB tether Mode এ ক্লিক করুন ( পিসিতে ব্যবহার এর উপযোগী হল )
৬ এখন Desktop এর নোটিফিকেশান বার হতে দেখুন PDANet software টি চালু অবস্থায় আছে । ডান ক্লিক করে Connect internetকরুন ।
এখন ব্রাউজার দিয়ে টেস্ট করুন ।
সারসংক্ষেপ
সবশেষে একটি কথা না বললেই নয় , সেতি হচ্ছে আমি এটির জন্য Customer care এ গিয়েছিলাম কিন্তু তারা কোন সমাধান দিতে পারেনি । এরপর Samsung Canada wesite এ chat করলাম তারা বলল Canada এর বাইরে কাউকে সমাধান দিতে পারবেনা । Samsung সাইট এর এবার ইন্ডিয়ায় গেলাম (যেহেতু বাংলাদেশ এর সাইট নেই ! ) । সবশেষ google এর কাছে সমাধান পেলাম , ৮ থেকে ১০ টি ব্লগ সাইট ঘেঁটে অবশেষে সমাধান টি পেলাম । সেটি আপনাদের কাছে খুব সহজ করে তুলে ধরলাম ।
আশা করি সবার আপনাদের(ভুক্তভোগী) কাজে লাগবে ।
সফটওয়্যার দুটি একসাথে Downloadকরুন ।
পূর্বে প্রকাশিত : bditnews24.blogspot.com
আমি গোলাম মুক্তাদির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Assalamualikum o Rohmatullah :) This is Golam Muktadir .Interested In UI,Algorithm,Coreprogramming,TechBlogging, Freelancing and also teaching about that. leading simple life...
এইটা করতে তো কোনো সফটওয়্যার ব্যবহার করতে হয় না, একটা ডাটা ক্যাবল হলেই তো হয়….এন্ডয়েড সব ফোনেই প্রায় ট্রিটার থাকে …