সবাই কেমন আছেন ? আজ আমি বেশি কিছু লিখবো না ! ছোট একটা বিষয় শেয়ার করবো ! যাদের নোকিয়া S60V3 ফোন আছে তারা যখন তাদের ফোনের ডিফল্ট ব্রাউজার ওপেন করেন তখন নিচের চিত্রের মত দেখতে পান !
এবার আমার নোকিয়া 6120c এর ডিফল্ট ব্রাউজার ওপেন করলে কি রকমের চিত্র আসে দেখুন !
যদি কেউ আমার মত তাদের ফোনের ডিফল্ট ব্রাউজারে নতুন Window set করতে চান তাহলে এখান থেকে Multi Window নামের জিপ ফাইলটি ডাউনলোড করে আনজিপ করুন ! তাহলে ওখানে NewWindow নামের একটা htm ফাইল পাবেন ! এবার এই ফাইলটি কপি করে মেমোরী কার্ডের Other ফোল্ডারে রাখুন ! এবার নিচের বক্স থেকে লিংকটি কপি করুন !
এবার আপনার ফোনের ডিফল্ট ব্রাউজার ওপেন করে Settings থেকে General সিলেক্ট করে Homepage সিলেক্ট করুন !
এবার User defind সিলেক্ট করে ওই কপি করা লিংকটি Homepage Address এ রাখুন !
মোট কথা হল ফোনের ডিফল্ট ব্রাউজারের Homepage Address এ টেক্স বক্সে যেই লিংক আছে ওটা লিখতে হবে !
কাজ শেষ ! এখন আপনার ফোনের ডিফল্ট ব্রাউজার বন্ধ করে আবার ওপেন করুন ! তাহলেই দেখতে পাবেন NEW WINDOW !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
রুবেল ভাই,এভাবে নিজের ফোনে ওয়েব সাইট তৈরী করা যায়।তবে সে ক্ষেত্রে অবশ্য-ই html language ব্যাবহার করতে হবে।আমি এভাবে একটা সাইট তৈরী করেছি।খুব শ্রীর্ঘি সেটা sis ফরমেটে প্যাক করবো।যাহোক ভাই যদি পারেন আমার জন্য একটা Fm transmitar তৈরী করুন।সম্ভব হলে আমার সাথে ই-মেইলে [email protected] যোগাযোগ করুন।ধন্যবাদ।