আপনার নোকিয়া S60V3 ফোনের ডিফল্ট ওয়েব ব্রাউজারে নতুন একটি Window set করুন !


সবাই কেমন আছেন ? আজ আমি বেশি কিছু লিখবো না ! ছোট একটা বিষয় শেয়ার করবো ! যাদের নোকিয়া S60V3 ফোন আছে তারা যখন তাদের ফোনের ডিফল্ট ব্রাউজার ওপেন করেন তখন নিচের চিত্রের মত দেখতে পান !

TTC Tunes

এবার আমার নোকিয়া 6120c এর ডিফল্ট ব্রাউজার ওপেন করলে কি রকমের চিত্র আসে দেখুন !

TTC Tunes

যদি কেউ আমার মত তাদের ফোনের ডিফল্ট ব্রাউজারে নতুন Window set করতে চান তাহলে এখান থেকে Multi Window নামের জিপ ফাইলটি ডাউনলোড করে আনজিপ করুন ! তাহলে ওখানে NewWindow নামের একটা htm ফাইল পাবেন ! এবার এই ফাইলটি কপি করে মেমোরী কার্ডের Other ফোল্ডারে রাখুন ! এবার নিচের বক্স থেকে লিংকটি কপি করুন !

এবার আপনার ফোনের ডিফল্ট ব্রাউজার ওপেন করে Settings থেকে General সিলেক্ট করে Homepage সিলেক্ট করুন !

TTC Tunes

এবার User defind সিলেক্ট করে ওই কপি করা লিংকটি Homepage Address এ রাখুন !

TTC Tunes

মোট কথা হল ফোনের ডিফল্ট ব্রাউজারের Homepage Address এ টেক্স বক্সে যেই লিংক আছে ওটা লিখতে হবে !

TTC Tunes

কাজ শেষ ! এখন আপনার ফোনের ডিফল্ট ব্রাউজার বন্ধ করে আবার ওপেন করুন ! তাহলেই দেখতে পাবেন NEW WINDOW !

বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে


শেয়ার করুন !

Level 2

আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

রুবেল ভাই,এভাবে নিজের ফোনে ওয়েব সাইট তৈরী করা যায়।তবে সে ক্ষেত্রে অবশ্য-ই html language ব্যাবহার করতে হবে।আমি এভাবে একটা সাইট তৈরী করেছি।খুব শ্রীর্ঘি সেটা sis ফরমেটে প্যাক করবো।যাহোক ভাই যদি পারেন আমার জন্য একটা Fm transmitar তৈরী করুন।সম্ভব হলে আমার সাথে ই-মেইলে [email protected] যোগাযোগ করুন।ধন্যবাদ।

@শ্যামল কুমার জয়: bro, shudhu html formate ei web page hoi na. Er onek format ase. Jemon, xml, xhtml, hml, php, htm etc. Tobe jei code use korte hoi agulo holo html code, xml code, java script code and php code. Egulor modhe abar bhag ase. Jai hok phone amio ekta soto khato page banai c. chaile ektu ghure asben r tips diben. Tobe bhalo design korte pari ni. Fm tansmiter nia 350 tk nia amar ttc te chole asun.

@Rubel ttc: vai ami to upnake eita bole nai je kebol marto web page html format a hoy.Web page er component gula somporka moto muti jani.Kintu vai upni jodi phone thakha kono web page create koren and ta jodi upnar phoner default web browser diya caleya dakhen tahola sekhana kebol marto html code gular value show korbe r php javascript e gular value fully vabe show korte gela upnaka web page ti a gula support kora emon kono sarver a upload kora publish korta hobe.Amar site ta dekhun:
http://joypriya.blogspot.com