সবাই কেমন আছেন ? আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনি আপনার S60V3 ফোনের মেনুভিউ এ বিভিন্ন রকমের Animation সেট করতে পারবেন ! যেমন আমার ফোনের আগের চিত্র দেখুন !
এবার মেনু Animation সেট করার পরের চিত্র দেখুন !
তবে ছবিতে Animation তেমন বোঝা যাচ্ছে না ! কিন্তু বাস্তবে দেখতে খুব সুন্দর লাগে ! যাইহোক আপনি যদি আমার মত আপনার S60V3 তে মেনুভিউ এ Animation সেট করতে চান তাহলে এখান থেকে সফটওয়্যারগুলোর জিপ ফাইল ডাউনলোড আনজিপ করুন ! তাহলে নিচের ফাইলগুলো পাবেন !
এবার 01 ও 02 নম্বর সফটওয়্যার ইন্সস্টল দিন ! 03 এই নম্বরের দুইটা সফটওয়্যার আছে ! যেটি আপনার ফোনে সার্পোট করে সেটি ইন্সস্টল দিন ! এবার 04 নম্বরের সফটওয়্যার ইন্সস্টল দিন! এবার 05 নম্বরের সফটওয়্যার ইন্সস্টল দিয়ে ওপেন করে থেকে co3AaTb c2z.rmp তে সিলেক্ট করে
মেমোরী কার্ডে গিয়ে দেখুন c2z.rmp নামের একটা ফাইল তৈরী হয়েছে ! এবার মেমোরী কার্ডে Patches ফোল্ডার তৈরী করা না থাকলে তৈরী করে ঐ c2z.rmp ফাইল কপি করে Patches ফোল্ডারে Paste করুন ! এবার ডাউনলোড করা ফাইলে দেখুন KastorUI.rmp এই নামের একটা ফাইল আছে ওটা কপি করে Patches নামের ফোল্ডারে Paste করুন !
এবার Amin menu plus ইন্সস্টল দিয়ে আপনার ফোন রির্স্টাট দিন ! এবার Rom Patcher ওপেন করে অপশন থেকে All Patches থেকে Apply সিলেক্ট করুন !
এবার যেই থিম আপনার ফোনে Active আছে সেখানে যান ! এবার অপশন থেকে Theme effects সিলেক্ট করে On এ সিলেক্ট করুন !
অনেকে হয়তো ভাবতে পারেন তাদের S60V3 তে তো Theme effects অপশন নেই তাহলে কিভাবে on off করবেন ? তাদের জন্য বলি Theme effects অপশন থাকতে হবে না ! যখন আপনি 03 নম্বরের সফটওয়্যারটি ইন্সস্টল দিয়েছিলেন তখনই ওই অপশন তৈরী হয়েছিল যা ফোন রির্স্টাট দেওয়ার পর দেখতে পাবেন !
এবার Animation plus সফটওয়্যারটি ওপেন করে অপশন থেকে বিভিন্ন Animation সিলেক্ট করে সফটওয়্যারটি বন্ধ করুন আর ইনজয় করুন মেনু Animation !
একটু লক্ষ্য করবেন ;
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
ThemeEffect FP1 / ThemeEffect FP2 কোনটাই কাজ করে না, লেখা আসে Component is built-in