আপনার নোকিয়া S60V3 এর মেনুভিউ এ Animation সেট করুন আর ভিউ করুন প্যারাগোন স্টাইলে !

সবাই কেমন আছেন ? আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনি আপনার S60V3 ফোনের মেনুভিউ এ বিভিন্ন রকমের Animation সেট করতে পারবেন ! যেমন আমার ফোনের আগের চিত্র দেখুন !

TTC Tunes

এবার মেনু Animation সেট করার পরের চিত্র দেখুন !

TTC Tunes

TTC Tunes

TTC Tunes

TTC Tunes

TTC Tunes

TTC Tunes

TTC Tunes

তবে ছবিতে Animation তেমন বোঝা যাচ্ছে না ! কিন্তু বাস্তবে দেখতে খুব সুন্দর লাগে ! যাইহোক আপনি যদি আমার মত আপনার S60V3 তে মেনুভিউ এ Animation সেট করতে চান তাহলে এখান থেকে সফটওয়্যারগুলোর জিপ ফাইল ডাউনলোড আনজিপ করুন ! তাহলে নিচের ফাইলগুলো পাবেন !

TTC Tunes

এবার 01 ও 02 নম্বর সফটওয়্যার ইন্সস্টল দিন ! 03 এই নম্বরের দুইটা সফটওয়্যার আছে ! যেটি আপনার ফোনে সার্পোট করে সেটি ইন্সস্টল দিন ! এবার 04 নম্বরের সফটওয়্যার ইন্সস্টল দিন! এবার 05 নম্বরের সফটওয়্যার ইন্সস্টল দিয়ে ওপেন করে থেকে co3AaTb c2z.rmp তে সিলেক্ট করে

TTC Tunes

মেমোরী কার্ডে গিয়ে দেখুন c2z.rmp নামের একটা ফাইল তৈরী হয়েছে ! এবার মেমোরী কার্ডে Patches ফোল্ডার তৈরী করা না থাকলে তৈরী করে ঐ c2z.rmp ফাইল কপি করে Patches ফোল্ডারে Paste করুন ! এবার ডাউনলোড করা ফাইলে দেখুন KastorUI.rmp এই নামের একটা ফাইল আছে ওটা কপি করে Patches নামের ফোল্ডারে Paste করুন !

TTC Tunes

এবার Amin menu plus ইন্সস্টল দিয়ে আপনার ফোন রির্স্টাট দিন ! এবার Rom Patcher ওপেন করে অপশন থেকে All Patches থেকে Apply সিলেক্ট করুন !

TTC Tunes

এবার যেই থিম আপনার ফোনে Active আছে সেখানে যান ! এবার অপশন থেকে Theme effects সিলেক্ট করে On এ সিলেক্ট করুন !

TTC Tunes

অনেকে হয়তো ভাবতে পারেন তাদের S60V3 তে তো Theme effects অপশন নেই তাহলে কিভাবে on off করবেন ? তাদের জন্য বলি Theme effects অপশন থাকতে হবে না ! যখন আপনি 03 নম্বরের সফটওয়্যারটি ইন্সস্টল দিয়েছিলেন তখনই ওই অপশন তৈরী হয়েছিল যা ফোন রির্স্টাট দেওয়ার পর দেখতে পাবেন !
এবার Animation plus সফটওয়্যারটি ওপেন করে অপশন থেকে বিভিন্ন Animation সিলেক্ট করে সফটওয়্যারটি বন্ধ করুন আর ইনজয় করুন মেনু Animation !

TTC Tunes

TTC Tunes

TTC Tunes

TTC Tunes

একটু লক্ষ্য করবেন ;

  • আমার আগের টিউন অনুযায়ী আট ভাবে মেনুভিউ এর পদ্ধতি করা থাকলে এটি কাজে লাগবে না !
  • এর জন্য আপনার ফোন হ্যাক করা থাকতে হবে !
  • সেট বন্ধ করে চালু করার পর যদি Animation না হয় তাহলে Rom Patcher ওপেন করে Patche দুইটিকে Add to auto তে সিলেক্ট করে Apply করুন ! এবার Themes এ গিয়ে Theme effects থেকে off সিলেক্ট করে আবার on করুন !
  • বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
    এই টিউনটি ফেজবুকে


    শেয়ার করুন !

    Level 2

    আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

    অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস

    Level New

    ThemeEffect FP1 / ThemeEffect FP2 কোনটাই কাজ করে না, লেখা আসে Component is built-in

      @Emran: bro apnar phone e hoito age thakai theme effect deowa ase. Ektu chake kore dekhun to. Thakle oita sara baki gula install dan. Kaj hobe. Na thakle apnar phone e hoito hobe na. Thanks

    ভাইয়া আমার নোকিয়া X2-01 মোবাইলে pdf file কিভাবে পড়বো একটু বললে উপকৃত হব। thanks for tunning

    X2-01 এ বাংলা পিডিএফ পড়া যাবে না। এমনকি ছবি দিয়ে তৈরি ইংরেজি ফাইল ও পড়া যাবেনা।

    Level New

    ভাই সবিই করলাম নিয়ম মাফিক সবি ঠিক দ্যাখাল সাকসেসফুল হল কিন্তু তারপরেও কাজ হচ্ছে না । আমি নোকিয়া ই৫ ব্যবহার করি । আমার সমস্যা কোথাই জানাবেন?

    খুব ই ভালো টিউন কিন্তু ব্রু ব্যাটারির ১২ টা বেজে যাবে