এখন স্মার্টফোন এর যুগ। চারিদিকে স্মার্টফোন এর জয়জয়কার। তবুও এই সব বিলাসবহুল স্মার্টফোন এর মাঝেও কিছু বাসিক ফোন(basic phone) টিকে আছে এবং মানুষের নিত্য ও প্রয়োজনীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে প্রতিনিয়ত নীরবে নিভৃতে। তাদের মধ্যে একটি হল Nokia 1280 এই সেটটি নিয়ে আজকে আমার এই ব্লগ।
ভাবছেন কি আছে এই সেটে?তার চেয়ে বলুন কি নাই এই সেটে?এর সবচেয়ে শক্তিশালী দিক হল এর দীর্ঘস্থায়ী ব্যাটারি। ১২০০MAh ক্ষমতার ব্যাটারি চালিত এই সেট দিয়ে টানা ১২.৭৮ ঘণ্টা কথা বলা যায় এবং স্টেন্ডবাই ৭২০ ঘণ্টা সার্ভিস দেয়। এই সেট এর অন্যতম সুবিধা হল এই সেট বাংলা সাপোর্ট করে এবং বাংলা SMS পড়া ও লিখা যায়। এছাড়া এতে রয়ছে FM রেডিও যা আপনাকে চলার পথে বিনোদন দিবে ৩.৫ মিমি অডিও জ্যাক এর সাহায্যে। তাছাড়া এই সেটে রয়েছে উজ্জ্বল ফ্ল্যাশ লাইট যা অন্ধকারে আলোকিত করবে আপনার চারপাশ। আর নকিয়ার এই সেট অপারেট করা খুবই সহজ যার কারনে যে কেউ এটি ব্যবহার করতে পারবেন কোন সম্যাসা ছাড়াই। এতে রয়েছে অ্যান্টি-ক্র্যাচ(anti-scratch) কভার যা এটিকে সকল প্রকার আঘাত থেকে বাঁচাবে। এই সেটে আরও রয়ছে ৩টি মজার ও চমৎকার গেম যা খেলে আপনি আনন্দ পাবেন এবং চমৎকৃত হবেন। এই সেটের রয়েছে জোরালো কিন্তু সুমধুর পলিফনিক রিংটোন যা আপনাকে ইনকামিং কল সম্পর্কে অবহিত করবে। এই সেটের SAR Value মাত্র ১.১৫গ্রাম যা শরীরের জন্য ক্ষতিকর নয়।
আরো সুবিধা আছে যেমন, ক্যামেরা নাই- এর ফলে অসামাজিক কিছু করা যাবে না। ব্লুটুথ নাই – মানে কারো কাছে লেনাও নাই দেনাও নাই। ব্ল্যাক এন্ড ওয়াইট মনিটর – মানে কোন কালার কিছু দেখা যাবেনা চোখের জন্যও ভাল । সফটয়ার চালানোর জন্য হ্যাক করার যামেলাটাতো নাইই। এমনকি পুরা মোবাইল টা হারায়া গেলেও সমস্যা নাই।
হালকা পাতলা দাখতে সুদর্শন এই সেটির দাম warranty সহ মাত্র ১৬০০ টাকা যা আপনার নাগালের মধ্যেই।
আমি রাশেদুল আলম অয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আজকাল মানুষের রসবোধ এমন কমে গেছে, নাইলে এই রকম পোস্টে কেউ কমেন্ট না দিয়া পারে?