কিনে ফেললাম এন্ড্রয়েড স্মার্টফোন Sony Ericsson Live

কেমন আছেন সবাই? সময়ের অভাবে নিয়মিত টিউন করা হয়না। তবে আমি টেকটিউনস এর একজন নিয়মিত পাঠক। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের টিউন।

এন্ড্রয়েড স্মার্টফোন নিয়ে এর আগে আমি কিছু টিউন করেছিলাম। মুলত এন্ড্রয়েড স্মার্টফোন এর প্রতি আমার বিশেষ আগ্রহের কারনে বার বার এই বিষয়ে টিউন করে চলেছি। আমার আজকের টিউনটিও একটি এন্ড্রয়েড স্মার্টফোন নিয়ে। তবে পূর্বের টিউন গুলোর সাথে আজকের টিউনটির একটি পার্থক্য রয়েছে। এতদিন আমি যেসব এন্ড্রয়েড ফোন নিয়ে লিখেছি সেগুলো একটিও আমার ছিলনা। নেট ঘেঁটে,ইউজার কমেন্ট এবং technical review পরে টিউন গুলো তৈরি করতাম।

আজকে আমি যে স্মার্টফোনটি নিয়ে লিখব তা আমার নিজের কেনা প্রথম এন্ড্রয়েড স্মার্টফোন। তাই স্বাভাবিকভাবেই আমি কিছুটা উচ্ছ্বাসিত।

নাম ও দাম

আমি কিনেছি সনি এরিকসন এর Live with walkman। এটার প্রকৃত Code name  বা মডেল হল WT19i । এক সপ্তাহ আগে চট্রগ্রাম বিপনিবিতান(New Market) থেকে ১৫০০০ টাকায় কিনলাম।

প্রসেসর

সনি এরিকসন এর Live with walkman  আছে ১ গিগাহার্জ গতির Qualcomm 8255 Snapdragon মডেল এর প্রসেসর যা ARMv7 processor এর উন্নত ভার্সন।

--ARMv7  প্রসেসর এর মুল সুবিধা হল এটি ফুল ফ্ল্যাশ সাপোর্ট করে। যেকোনো ব্রাউজার দিয়ে মোবাইল থেকে ফ্ল্যাশ ভিডিও,অ্যানিমেশন চলে এবং ফ্ল্যাশ ভিত্তিক গেমস খেলা যাই। আপনি ব্রাউজ করার সময় বুঝতেই পারবেন না আপনি মোবাইল নাকি কম্পিউটার এ ব্রাউজ করছেন।

-- ARMv7  প্রসেসর এর আরেকটি সুবিধা হল HD Video  চালানো যায়। আমার মোবাইল দিয়ে 720p HD Video খুব মসৃণ ভাবে প্লে করে।

**স্যামসাং গ্যালাক্সি Y,গ্যালাক্সি POP/mini ইত্যাদি মোবাইল এ ARMv6 প্রসেসর ব্যাবহার করা হয়েছে যা ARMv7 এর পুরানো ভার্সন।

এন্ডড্রয়েড অপারেটিং সিস্টেম

অপারেটিং সিস্টেম হিসেবে আছে গুগল এর জনপ্রিয় এন্ড্রয়েড ২.৩ জিঞ্জারব্রেড।

--সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল এটার জন্য শীঘ্রই Latest 4.0  আইসক্রিম সান্ডউইছ এর অফিসিয়াল আপগ্রেড আসছে।

র‍্যাম ও গ্রাফিক্স

স্মার্টফোনটিতে আছে ৫১২ মেগাবাইট র‍্যাম এবং HD Games  খেলার জন্য Adreno 205 GPU

**উল্লেখ্য স্যামসাং গ্যালাক্সি POP/mini/ACE. HTC Wildfire S/Explorer,LG optimus one ইত্যাদি মোবাইল এ পুরানো Adreno 200 GPU  ব্যাবহার করা হয়েছে যা অনেক সময় লেটেস্ট HD Games চালাতে পারেনা।স্যামসাং গ্যালাক্সি Y/Pocket এ আলাদা কোন গ্রাফিক্স প্রসেসর নেই।

ক্যামেরা

Sony Ericsson Live With Walkman এ আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং LED ফ্ল্যাশ। আপনারা যারা সনি এরিকসন আগে ব্যাবহার করেছেন তারা নিশ্চই জানেন Sony Ericsson এর ক্যামেরার মান নোকিয়া কিংবা স্যামসাং থেকে অনেক উন্নত। এই ফোন এর ক্যামেরা তে আছে সনি সাইবারশট ডিজিটাল ক্যামেরার বেশ কিছু সুবিধা।

যেমন-

--অটোফোকাস, ফেস ডিটেকসন,টাচ ফোকাস

--3D sweep panaroma, image stabilization,Red eye detection

--Geo tagging,16X zoom.

এতে আরও আছে 720p video recording  এবং Secondary VGA Front camera.

ডিসপ্লেমাল্টিটাচ

৩.২ ইঞ্চির ফুল টাচ স্ক্রীন ডিসপ্লে এবং ১৬ মিলিয়ন কালার। এটি ক্যাপাসিটিভ ডিসপ্লে হাওয়াতে বেশ Smooth  কাজ করে।

--সাথে আছে মাল্টিটাচ সুবিধা। ৪ আঙ্গুল পর্যন্ত মাল্টিটাচ সুবিধা আছে।

--Scratch resistance হাওয়াতে ডিসপ্লেতে দাগ পরবে না।

বাংলা সুবিধা

শুনে অবাক হবেন এই মোবাইল এ সম্পূর্ণ বাংলা সাপোর্ট আছে। ইউজার ইন্টারফেস পুরো বাংলায় সেট করা যায়। মায়াবী কীবোর্ড ব্যাবহার করে বাংলা লিখতেও পারবেন। ওয়েবসাইটের বাংলা পরার জন্য আলাদা কিছু প্রয়োজন হয়না। যেকোনো ব্রাউজার দিয়েই পরতে পারবেন।

 

 

মিউজিক

আইপড আসার আগে সনি walkman ছিল সেরা portable music player. ৮০-৯০ দশকের তরুন দের কাছে walkman ছিল জনপ্রিয় গান শোনার ডিভাইস। সনি এরিকসন তাদের মিউজিক ফোন গুলোতে ওয়াকমান লোগো ব্যাবহার করে। এই মোবাইল এর stereo speakers, Sony xLOUD enhancement, Dedicated Walkman button  সঙ্গীত প্রেমীদের অন্য অনুভুতি এনে দেয়। এই দামের ভিতর এর চেয়ে সেরা অডিও কোয়ালিটি আর কোন মোবাইল এ পাইনি।

Sony Ericsson Live With WalkmanBack Side

অন্যান্য

বাদবাকি সব কমন সুবিধা তো আছেই যেমন EDGE,GPS, Wi-Fi 802.11 b/g/n, DLNA, Wi-Fi hotspot, Bluetooth 2.1

কিছু সমস্যা

১। ডিসপ্লে কন্ট্রাস্ট কিছুটা কম।

২। ব্যাটারি ব্যাকআপ কিছুটা কম(সব এন্ড্রয়েড এর মতই)।

এটি সনি এরিকসন এর তৈরি শেষ ওয়াকমান(Walkman) ফোন। ভবিষ্যৎ এ সনি এরিকসন মোবাইল আর আসবেনা কারন গত বছর এরিকসন থেকে সনি সব শেয়ার কিনে নিয়ে পুরো কোম্পানি অধিগ্রহন করেছে। এখন শুধু মাত্র সনি নামের মোবাইল বের হবে।

এই মোবাইল সম্পর্কে আরও বিস্তারিত জানতে দেখুন এখানেএখানে

Level New

আমি Tanay। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

ডিসপ্লে কন্ট্রাস্ট কিছুটা কম ……. এতে কি সমস্যা হয় ? আমি শুনছি , ericsson এর set গুলা নাকি use করলে গরম হয়ে যায়, এটা কি সত্যি ভাইয়া ???

    Level New

    @Emran: সমস্যা তেমন কিছুই না। শুধু দিনের আলোতে ডিসপ্লে কিছুটা আনুজ্জল দেখায়। তবে আপনি Brightness বাড়িয়ে রাখতে পারেন। খেয়াল রাখবেন বেশী Brightness তাড়াতাড়ি ব্যাটারি চার্জ শেষ করে।

বাহ ! দারুন রিভিউ দিয়েছেন 🙂
আপনার এর আগের টিউনটি দেখেই এই সেটটা আমার খুব পছন্দ হয়েছিল।
টাকা জমলে খুব শিঘ্রই এটাই নিব 😉

    Level New

    @সাইফুল ইসলাম: অনেক ধন্যবাদ সাইফুল ভাই। নিতে পারেন Live।খুবি ভাল performance পাবেন। এই দাম এর ভিতর এর চেয়ে ভাল সুবিধা বোধয় আর কোন সেট এ নেই। আমি অনেক খোঁজ খবর নিয়ে তারপর কিনেছি।

    ভাই কিভাবে Icecream sandwith(4.0)তে Upgrade করব?

অনেক ভাল লেগেছে সেট টা।

Level 2

সনি এরিকসন এর তুলনা শুধুমাত্র সনি এরিকসন ই । আমারটা এক্স ১০ মিনি প্রো । ব্যবহার করলেই বোঝা যায়, জিনিস এগুলো । আপনার টিউনটা খুব সুন্দর হয়েছে । এন্ড্রয়েড ও.এস. নিয়ে আপনার কাছে আরও টিউন আশা করছি । ভালো থাকবেন ।

    Level New

    @Rohan: ধন্যবাদ রোহান ভাই। ঠিক এ বলেছেন সনি এরিকসন এর তুলনা শুধুমাত্র সনি এরিকসন ই।

Level 2

সনি এরিকসন সেটের সাথে অন্য কোন মোবাইল সেটের তুলনা করা যায়না৤ সেই ২০০২ সালে সনি এরিকসন সাদাকালো ডিসপ্লে সেট কিনে এর প্রেমে পড়ি আজও সনি এরিকসন সেটের সাথেই আছি৤ পরবর্তী লক্ষ্য সনি এরিকসনের এআরসি-এস৤ শুধুমাত্র থ্রিজির অপেক্ষায়৤

Level 2

মোবাইল চেনার কৌশল (সংগৃহীত)
মানসম্পন্ন মোবাইল সেট চেনার উপায়
আপনার হাতের মোবাইল সেটটি আসল না নকল কিংবা কোথায় তৈরি হয়েছে, বিষয়টি জেনে নিন শুধু একটি কোড টাইপের মাধ্যমে। আপনার হ্যান্ডসেটে *#06# চাপুন, সঙ্গে সঙ্গে 15 সংখ্যার একটি আন্তর্জাতিক মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি নম্বর চলে আসবে। এখন ৭ম এবং ৮ম নম্বরের দিকে খেয়াল করুন। যদি ৭ম এবং ৮ম নম্বর 02 বা 20 হয়, সেক্ষেত্রে হ্যান্ডসেটটির কোয়ালিটি খুব খারাপ, 08 বা 80 হয়ে থাকলে হ্যান্ডসেটটির কোয়ালিটি মানসম্মত, 01 বা 10 হলে খুব ভালো, 00 হলে হ্যান্ডসেটটি প্রধান কারখানার তৈরি এবং 13 হলে সেটের কোয়ালিটি খুবই খারাপ এবং এটি আপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।

Level 2

ami sobar sathe akmot. sony ericsson set gula obossoi valo. tobe ami akta jinsih share korar jonno bolsi…..
ami akta htc sensation use korsi…………… r kisu bolbo na , ai aituku boli…
1.amr mone hoy na r digital camera kinar dorkar aase , cause ar 8 megapixel camera diya marattok sobi uthe…..( r video ??? 1080p te record kora jay).
2. ar display resulation 520*960 !!!
3.1080p song gula khub sundor chole……………
age ericsson use kortam , ericsson ar moto sundor mone hoy onno kono set nai .
issa silo ericsson na hoy samsung kinbo,,,, pore htc e kina falailam, akhn ami htc ar preme habudubu khassi,,,,,,,,,,,,

    Level New

    @sakilsakib: প্রেমিক সাকিব ভাই এর প্রতি শুভকামনা রইল 😀

    সেট গুলোর একটাও সমস্যা হাই কুয়ালিটি দিয়ে ভিডিও করলে বেশি মানে মাত্রাতিরিক্ত যায়গা খায়।

আমার টা Samsung Galaxy S GT- I9003 . Display Technology – Super LCD (c-type) 4” . Operating System – Android 2.2.1 Froyo . Processor – 1 GHz TI OMAP 3630. GPU PowerVr SGX530 .Battery – 1650 mAh . Bluetooth – 2.1 . Storage – 4 GB . Thickness – 10.6mm . weight – 131g .Height – 123.7 mm . price 1,500 DHS = 33,000 TK .

    Level New

    @Nirjon ahmed Aronno: Samsung Galaxy S ভাল সেট। তবে Samsung Galaxy S2 মোবাইল টি চরম লেগেছে আমর কাছে।

Level 0

thanks for ur nice review………..keoki bolben dhakai price ta koto……..kisodin age akjon tune koresilo………oikahe price silo 16500tk……ato difference keno……

    @Tamal ROY: বসুন্ধরা সিটিতে ১৬০০০ টাকা।

      Level New

      @ইমরান: বাজার ভেদে ও অঞ্চল ভেদে দামের হেরফের হতে পারে কিছুটা। আমার এক বন্ধু ২ মাস আগে ১৬৫০০ টাকা দিয়ে কিনেছে।

sob e thik ase, but somossa holo set a problem hole warranty to porer kotha, kono official
customer service paben na amon ki taka die o na, cz Bangladesh a sony erricson tader customer
service 1 year holo bondho koreche, so akhon tader kono service center nai like Samsung, or
Nokia……..

    Level New

    @Shopno Pothik: Samsung, or
    Nokia ছাড়া আর কোন ব্র্যান্ড এর ফোন এ warranty পাবেন না বাংলাদেশে। iPhone,Blacberry,LG,HTC,Motorola,Sony Ericsson ইত্যাদি মোবাইল গুলো বিক্রি হয় warranty ছাড়া। তবে ব্র্যান্ড এর সেট গুলতে সাধারণত খুব একটা সমস্যা হয়না। সমস্যা থাকলে তা শুরুতেই ধরা পরবে।

      Level 2

      তবে আমি মনে করি ওয়ারেন্টি ছাড়া সেট কিনলে বিদেশী কোন মোবাইল অপারেটরের লোগো সহ জেনুইন সেট কেনা ভালো৤ কারন আমাদের দেশে লাগেজে বেশির ভাগই রিপেয়ার করা সেট অথবা অকশন দেয়া সেট কম দামে কিনে আনে৤ কিন্তু বিদেশী মোবাইল অপারেটরের সেট গুলো প্রবাসিরা এবং যারা ভ্রমনে বিদেশে যায় তারা মুলত নিয়ে এসে বিভিন্ন দোকানে বিক্রয় করে৤

        Level 0

        @Sk Milon:
        @Sk Milon vai,বিদেশী কোন মোবাইল অপারেটরের লোগো সহ জেনুইন সেট কোথায় পাব?
        বলতে পারবেন দয়া করে?আর পারলে দোকানের address-টা দিতে পারবেন?

          Level 2

          @NOVO: নির্দিষ্ট কোন দোকানের কথা বলতে পারব না তবে, আপনি ইষ্টান প্লাজা, মোতালেব প্লাজা বা বসুন্ধরা সিটিতে খোঁজ করতে পারেন৤

অনেক দিন ধইরা এইটার রিভিও খুজতেসি। ধন্যবাদ ভাই রিভিও এর জন্য। গ্যালাক্সি Y সেল করে দিব। এইটা মনে ধরসে…।
আরেকটা কথাঃ এটাতে নাকি রিস্টার্ট প্রবলেম আছে??

    Level New

    @ইমরান: আমি এখন পর্যন্ত কোন রকম সমস্যাতে পরিনি। খুব স্মুতলি চলে। যদি কেউ কোন সমস্যা তে পরে তাহলে সফটওয়্যার আপডেট করলে ঠিক হয়ে যাবে।

সানি এরিকসনের সব শেয়ার সনি কিনে নিয়েছে বুঝলাম না। আমি তো জানতাম সনি আর সনি এরিকসন একই কোম্পানী। ওয়াকম্যান, সাইবারশট সবই তো সনির লোগো। দুটো কোম্পানী আলাদা হলে লোগো ব্যবহার করত কিভাবে??

    Level New

    @নেট মাস্টার: জাপান এর বিখ্যাত ইলেক্ট্রনিক পণ্য নির্মাতা সনি কর্পোরেশন এবং সুইডেন এর বিখ্যাত টেলিযোগাজোক প্রতিষ্ঠান এরিকসন যৌথ ভাবে সনি এরিকসন মোবাইল ফোন তৈরি করত। গত বছর এরিকসন এর কাছ থেকে সব শেয়ার কিনে নিয়ে সনি আলাদা মোবাইল কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এরি মধ্যে তারা নিজেদের ব্র্যান্ড এর কিছু সেট বাজার এ ছেড়েছে। যেমন Xperia S, Xperia sola.
    ঠিক বলেছেন ওয়াকম্যান, সাইবারশট সবই সনির লোগো।

Level 0

sundor vabe upsthapito hoiche thankue

Level New

আপনাকেও থাঙ্কু

    @Tanay: ভাইয়ের টা কি Made in China নাকি Made in USA ?

Level New

shob Sony Ericsson Made in China. USA ache kina jana nai

@Tanay: বসুন্ধরা সিটিতে shop number 35 & 36, Block A, Level 6, Bahsundhara City original dealer in bagladesh with 1 year warranty

    Level New

    @সৌ্রভ: ভাইয়া , আপনি কি দোকানের contact number টা দিতে পারেন ?

    @সৌ্রভ: আমি জানি।ওদের একটা কার্ড আমি নিয়ে এসেছিলাম।দোকান টার নাম Best Way Communication -shop number 35 & 36, Block A, Level 6, Bahsundhara City

      @মুকুট: মুকুট ভাই তারা তো বলল যে, তারা original dealer in bagladesh। আবার সাথে নাকি ১ বছর Replacement warranty দিবে। আমি নিজে খুব কনফিউশন এর মধ্যে আছি ঘটনা সত্যি নাকি? আপনার মতামত কি ?

        @সৌ্রভ: আমার এক বন্ধু ওই দোকান থেকে একটা সেট কিনেছে।আপনি যেটা বললেন সেটাই বলেছে।রিপ্লেস্মেন্ট ওয়ারেন্টি।কিন্তু এখন সেট এর কিছু হয়নি তাই ওয়ারেন্টি এর ব্যাপারে কিছু বলতে পারবোনা ।তবে তারাই আসল ডিলার।আমি তাদের কাছ থেকে একটা এয়ারফোন কিনেছি ১২০০টাকায়।অরিজিনাল।সেই রকমের সাউন্ড>আমার সিম্ফনি এফটি ৪০ তে ব্যবহার করি।

        @মুকুট: @সৌ্রভ: sony w580i ৪ বছর ধরে ব্যাবহার করছি,Best Way Communication -shop number 35 & 36, Block A, Level 6, Bahsundhara City থেকে কিনেছি, ১০ মাস পর কামেরা নষ্ট হয়ে জায়, পরে তাদের service center এ নিয়ে যাই (BC level 3/2 may be), কোন টাকা ছারাই নতুন ক্যামেরা লাগিয়ে দেয়। সার্ভিস খুব ভাল। (ক্যামেরাটা আমার নিজের কারনেই নষ্ট হয়েছিল, হাতে থেকে পরে, কোন দাগ না পরাতে তারা ধরতে পারে নাই 😉 )

    Level 2

    @সৌ্রভ: ভাই কিছু মনে করবেন না ঐটা ভূয়া৤ বাইরের দোকানে যে সেট পাবেন ওখানেও ঠিক একই ওয়ারেন্টির নামে শুধু শুধু ওদের দাম বেশী নেয়ার ফন্দি৤ আমি অনেকবার ওদের কাছে গেছি এবং ওরা শেষ পর্যন্ত আমার কাছে সত্যটা স্বীকার করেছে৤ তবে ২০০৬/৭ এর দিকে ওরা ডিলার ছিল এটা সঠিক৤ সেই সুবাদে এখনো ওই নাম ভাঙিয়ে চলছে৤

      @Sk Milon: ভাই একটা সেট কিনব কিন্তু কোথা হতে অরিজিনাল টা পাব জানালে খুবই উপকৃত হবো, এটা খুব টেনশানই আছি ।
      অনেক কষ্ট করে টাকা জমাইছি তাই টাকা টা যেন পানিতে না যাই সেই জন্য।

Level New

যদি কেও জানতে পারেন , তাইলে কিভাবে android এর version upgrade করা যায়,এইটা নিয়া টিউন করবেন … …
আমি নিজেও এই set টা কিনতে জাচ্ছি , অনেক পছন্দ হইছে এটা !!!! 🙂

আমি ও কিনেছি সেটটা…১ মাস মত হচ্ছে…স্ক্রীনে হাল্কা দাগ দেখা যাচ্ছে!!! 🙁 হেডফোন চরম ফালতু…Walkman Player টা ও ফালতু…Bass , Mega Bass…বা customizable equalizer ও নেই 🙁 । সেট মোটেও গরম হয় না যেটা মিনি ও মিনি প্রো এর ক্ষেত্রে হয়। Overall …. average মানের ফোন…আর ICS আপডেট নিয়ে সন্দিহান। এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল declaration নেই 🙁
যাই হোক আমার প্রথম Droid তাই অনেক পছন্দ করি 😉
কারো কাছে Asphalt 6 এর ভেরিফাইড লিঙ্ক থাকলে দিবেন প্লিজ।

এবং এই সেট এ কোন সফটওয়্যার ও হার্ডওয়্যার Malfunction নেই। so no restart problem। (যারা কিনতে যাচ্ছেন তাদের উদ্দেশে)।

কয়েক দিন আগে আমি Sony Ericssion Xperia Ray কিনেছি । অসাধারন একটি মোবাইল এটা । Brightness অনেক ভাল । দাম পড়েছে ১৯৫০০/= টাকা ।
http://www.gsmarena.com/sony_ericsson_xperia_ray-3972.php

    @শিমুল: কোথা থেকে কিনেছেন?আপনি যে লিঙ্ক দিলেন এটাই কি সেই ফোন?কিন্তু এর ফোন এর দাম তো আরো বেশি হওয়ার কথা।

      Level New

      @মুকুট: না এটার দাম ঠিকই আছে !! ২০০/৫০০ difference হইতে পারে

Level 0

পর পর ৩ -তিনটা Handset (Nokia 3220, Nokia 6600, Siemens sk-65) নষ্ট কইরবার পর বাপরে কইছিলাম একটা Sony Ericsson কিন্যা দিতে । বাপ কহিল- “ওইসব ছাইপাশ (SonyEricsson) কিন্যা কি লাভ ! শেষমেশ কিনা একটা CHINA “Sprint” জুইটলো ভাগ্যে ; যাগ্যে…আমার জন্যি ওই ভালো । গেলো তো গেলো …কমের উপর দিয়া । SonyEcricsson কেনার আশা আছে চাকরী পাইয়া নিয়া অথবা নিজের টাকা দিয়া ।

আমার আমার কি প্যাড না থাকলে লিখতে সমস্যা হয় তাই ভাবছি Xperia mini pro টা কিনবো |এটার দাম কত বলতে পারবেন ?

Level 0

Ai set r price koto?

আমি মনে করি যারা ব্যবহার করতে ‘জানে’ তাদের এর চেয়ে বেটার ফোন প্রয়োজন নেই। HD+ [400×800] gameloft গেইম আর 1080p[1080×1920] ভিডিও ছাড়া এমন কিছু নাই যা এই মোবাইলে চলে না।
তাও আবার HD+ [400×800] gameloft গেইমগুলা অনেক ওয়েবসাইট মালিক ক্র্যাক করে, রেজুলেশন কমায়ে এই ফোনের উপযোগি করে ডাউনলোড করার জন্য দিতে বসেই আছে।

জানেন নাকি xperia Play [gaming android] আর Live with walkman এর হার্ডওয়্যার একই? মানে একই প্রসেসর, একই গ্রাফিক্স ইঞ্জিন?

আমার খুবই ভাল লাগে।

    Level 0

    @দিহান: motion sensor game chole?

      @saeedemon: হ্যা চলে। এই ফোনে গাইরো সেন্সর নাই। কিন্তু মোশন সেন্সর বলতে যদি ঐযে মোবাইল কাত করলে এন এফ এস গেইমে গাড়ি ডানে-বামে মোড় নেবে সেই সেন্সরের কথা বলেন, তাহলে সবই আছে।

@sourav, sony erricson ar kono official dealer now bangladesh a nai, bosundhara te maximum normal
shop e dabi korbe tara e dealer, r boshundhara level 3 te sony erricson Sheba(ex service
center) ta akhono ase thik e , but they said erricson ar kono repair service e tara dicche na as
company ar sathe contract 1 year aage e ses hoeche. So set reapir korate hole normal shop
chara way nai……….

Level 0

Nice tune… its really helpful someone tuning wid care…i want to know some info about this stylish phone??
1. Does this support opera mini?
2. Browsing speed kemon?
3. Touch kemon?
4. Set ki net use korle gorom hoe jae?

Now m using n97 mini…symbian platform…i like to switch to this android phone….after getting my answers…please support

    @saeedemon: আমার নিজের n97 32gb টা ছিল। চুরি হয়ে গিয়েছিল। একটা কথা বলি n97, walkman live এর কাছে শিশু।

    Level New

    @saeedemon: 1.yes u can usd opera mini
    2.net speed mainly depend on your operatmor. browsing and downloading is faster then any java or symbian mobile
    3.very good capacitive touch
    4.not experience such type of issue

    @saeedemon: ভাই আমি নকিয়া ই৭৫ থেকে এক্সপেরিয়া তে আপগ্রেড করলাম । সিম্বিয়ানের কোন খাওয়া নাই এর কাছে । আপনি নিশ্চিন্তে কিনতে পারেন !

এটা কি Sliding Phone ? নাকি BAR?

আমিও একটা কিনলাম গত শুক্রবার 15800 টাকা দিয়ে গেজেট and গিয়ার থেকে
ভাল সেট কিন্তু বাটারি খুবই খারাপ ……
এই কমেন্ট মোবাইল থেকে করা…
🙂

    @রাসকিন: গেজেট and গিয়ার এটা কোন জায়গায় ভাই আর warranty কয় বছর দিছে দামাদামি করছেন নাকি এক দাম ?

@সৌ্রভ: ai shop ta bashundhara city er levels 1 e..kono warranty nai…16000 silo…15800 rakhse

Level 0

vai ami aj ei set ta kinlam, but airel er internet config korte parsina, keu help koren plz

Level 0

@সৌ্রভ Boshundhara city theke and price 16000tk

Amar mone hoi dami set toto din porjonto kena hobe na joto din 5ta jinis extra ordenary hobe na………. (ai 5ta jinis hole e super smart phone hobe)

1….3.5” + display
2….2000 + battery
3…. wireless radio
4… Tv support
5…. and most important is 2 or 2+ sim support..

Apnader kase ki mone hoi ?

    Level New

    @mr.simpleman: চায়না মোবাইল এ এসব কিছুই পাবেন :p

ami o goto kal kinlam….15900tk frm ctg

    Level New

    @nabil.ctgbd: price aro kom neyar kotha.apnar theke bshi nilo keno? jai hok new mbl er jonno ovinondon

biponi bitane dam kom hobar karon ki????? ctg sanmar , dhk bonusdhora 2 jaygai 15800-16500tk…..bt y?

    Level New

    @nabil.ctgbd: dhaka te dekhlam sony ericsson phone gulor price kichuta besi. ctg sanmar a ami last week khooj niyeci.dam 15500 tobe damadami korle 15 tei paben. biponi bitan ao eki dam

Level 0

Guys ami set ta desh er bire theke anar plan kortasi. Anle kamun hoy? R cntry lock khulbo kivabe?

Level 0

vai ei set er battery kemon?janale khub e upokrito hoitam.amio kinbo plan kortesi.plz keu janan.

Level 0

VAI AMIO AJKE LIVE WITH WALKMAN KINLAM>>>>>>>>VAI AMAR LIVE WITH WALKMAN ER IME NUMBER 7th & 8th no holo 05……

Live with walkman is a great handset. I wanted to buy one but than I brought Xperia Neo ^_^
BTW, if anyone love playing games on Android join this Facebook Group
Android gamers join this group
https://www.facebook.com/groups/177826119010453/

Level 0

Bahsundhara City এর Best Way Communication থেকে নভেম্বর ২০১১ তে কিনেছিলাম ১৯,৯৯০ টাকা দিয়ে, এখন পর্যন্ত কোন সমস্যা করে নাই। এই ফোন এর sound quality অনেক ভাল

@sony ericsson live with walkman wt19i use kora vayera plz plz apnar phn num ta den……ami set tar onk kisu e buztasi na…
such, picture nd video gula kivabe sd card a save korbo….camera te kono store typ option khuze pacci na…aro kicu tuk tak ace…..plz help me

x10 mini pro বেচে দিয়েছি। এখন Galaxy Mini টাও বেচে দিব। কিছুদিন পর নেবার চিন্তাভাবনা আছে আইটা 🙂

আমিও চালাচ্ছি খারাপ না কিন্তু মনমত গেম পাইতেসিনা

    Level New

    @মুফাদ: net a search korun, onek valo HD games paben.tobe google play theke free te HD GAMES temon paben na, third party theke download korte hobe. ami gta3. asphalt 5. dead space, temple run etc shob e khelte partesi

sd data soho ek ektar ja size gp dia namaile hoise

Level 0

please help me
ami kisudin age akta HTC Sensation kinsi.kintu hothat kore bar bar restart nisse.shudhu alo ase r jai kisu show kore na. je dokan theke kinsilam sekhane jaoar por bolo je IC te software load thake sei IC ta nosto hoye gese abong ei IC ta paoya jai na.
akhon ami ki korbo please help me.

upgrade korbo kivabe??

Level 0

vai apnar review gula khub sundor. xperia ray r xperia neo v ar modde konta valo hobe doya kore janaben.plz….

file:///C:/Users/Tanvir/Pictures/Capture.JPG

Level 0

Nice review Tanay vai. Keep it up.

    Level New

    @Saimun: ধন্যবাদ সাইমুন

Vai plz help koren.i ai phone ta kinbo.intake paket soho warnty ala ky pbo?

Level 0

Sony Ericsson Live na ki xperia ray nivo bujte partesina help please

live kinen, ray te problem ace, 1.ray er camera 8MP but picture valo hoe na.
2.ray te type kore moja paben na.
3.display boro chaile xperia neo v nite paren…asha korci valo hobe.

Tanay Bhai….
কেমন আছেন?
আমি লাইভ ওয়াকম্যান গতকাল কিন্‌তে গিয়েছিলাম কিন্তু বিপনি বিতানের কোন দোকানে নাই…এর পর ইউনেস্কো, সান্‌মারেও গিয়েছিলাম কিন্তু কোথাও পাইনি…… চট্টগ্রামে কোথায় পেতে পারি? একটু সাহায্য করবেন প্লিজ?????
আপনার টিউন দেখেই কিনতে ইচ্ছে হয়েছে…

Level New

আছি ভালই। লাইভ ওয়াকম্যান চট্টগ্রামের কোথাও পাওয়া যাচ্ছে না, গেলেও দাম অনেক বেশি চাচ্ছে। এর কারণ যতটুকু জানি তা হল সনি সম্প্রতি “সনি এরিকসন” নামের মোবাইল এর উৎপাদন বন্ধ করে দিয়েছে। সনি কোম্পানি এরিকসন এর কাছ থেকে তাদের সব শেয়ার কিনে নিয়ে “সনি মোবাইল” নামে আত্মপ্রকাশ করেছে। তাদের নতুন মোবাইল গুলোর নাম শুধু SONY থাকবে। Sony Ericsson নামের আর কোন নতুন মোবাইল তৈরি হবে না।
লাইভ ওয়াকম্যান ঢাকার Gadget&Gear এ পেতে পারেন। দাম মনে হয় ১৮ হাজার এর মত। এই দাম দিয়ে লাইভ না কিনে Xperia Neo V অথবা Xperia U কেনা বুদ্ধিমানের কাজ হবে।

Level 0

ami ei set ta kinte chai but daam chay 18000!! kintu ekhane apni likhechen 15000! Daam ki tahole bere gelo? please Xperia live with walkman er current market price koto ektu janan… thanks.

তনয় ভাই,দিহান ভাই,
আশা করি আপনারা ভালই আছেন……
লাইভ ওয়াক ম্যান কিনতে খুব ইচ্ছে ছিল কিন্তু কোথাও খুজে না পেলে কি আর করার??????
এখন সিব্ধান্ত নিয়েছি এক্সপেরিয়া RAY অথবা NEO V কিনব।কিন্তু কোন্‌টার দাম কত জানি না। বর্তমান মার্কেট মুল্যটা জানাবেন প্লিজ। আর কোনটা কিনলে ভাল হবে সেটাও জানাবেন প্লিজ।

Level New

neo v paoya jayna ekhon. ray er dam 18k porbe. amr suggestion holo xperia sola or htc one v

vai dam jigaisilam 19500tk chay.. 🙁 khub kosto pailam

vai kuno problem paisen eto dine?

    Level New

    @অমিত: না ভাই কোন problem পাইনাই।বেশ ভাল চলতেসে।আমি রুট করে ব্যবহার করতেসি

ভাই Sony Ericsson Xperia pro মোবাইলটা কেমন হবে। এটার ব্যাপারে কিছু বলেন। যারা এই মোবাইলটা ব্যবহার করেন তারা এটার ভালমন্দ সম্বন্ধে কিছু বলেন প্লিজ।

Level 0

@Tanay vai xperia sola ar price ta koto????

Bhai Sony Ericsson er set kinte chacchi. konta valo hobe? xperia mini pro or xperia mini? price ta kemon hobe keu jodi bolten khub upokreto hotam. R Basundhara city er Best way communication shop no 35,36 eta ki Original Sony ericsson dealar ship dokan? Ami ekbar Eastern Plaza theke Sony ericsson W910 set kine dhora khaichi. so now i decided if i want to buy set this brand i will buy original dealarship shop. Plz help me.

আমি মুলত একটা ফোন চাই যেটাতে বাংলা এবং আরবী টাইপিং এর সুবিধা আছে। ঐগুলিতে কি আছে?

লাইভ উইথ ওয়াকম্যান এখন কত? কেউ কি আপডেট দামটা বলতে পারবেন?

লাইভ উইথ ওয়াকম্যান এখন কত? ঢাকার ইষ্টার্ণ প্লাজায় পাওয়া যাবে কিনা?

@Meghla Akash and Xakeer Ahmed
In Basundhara City te Best way communication shop no 35 36 Live with walkman price _ 19000 tk something. Xperia mini _ 13490tk. Other’s Sony U,Tipo, and etc these set’s price about 16000_22000tk.Estran Plaza is not suitable for buying any mobile set.If u guys buy any kinds of set then u can go Basundhara city or Nokia and Sumsung show room.

sony xperia mt25i কিনলাম। ক্যামেরায় জুম এর কোন অপশন নাই। এমন কোনা এপ্লিকেশন আছে কি যেটার ব্যবহার করে জুম করা যাবে।

@Xakeer Ahmed please model number na bole set tar nam ta bolun then lets try what can i do for u. Apner set tar camera rezulation koto? Is it 5 mega pixel? If it is then definitely zoom option in you set. if it not then nothing to do.

Level 0

@admin…
live with walkman এ maya soft use করে বাংলা লেখে কেমনে? একটু দেখাবেন? plz