ইন্টারনেট ব্যাবহার করেন? তাহলে মোবাইলে টাকা রিচারজ করতে বাইরে যাবেন কেন? ঘরে বসেই রিচারজ করুন…

সবাই কে আমার সালাম জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো। অনেকদিন পর আবার পোস্ট করতে বসলাম।

মোবাইল ছাড়া নিজেকে যেন কল্পনা করা যায়না আজ। পকেটে মোবাইল না থাকলে মনে হয় আমার কি যেন একটা নেই। আর প্রয়জনের সময় যখন মোবাইলে ব্যালেন্স না থাকে তখন যে কেমন লাগে তা তো আর বলার অপেক্ষা রাখে না। রাতের বেলা কথা বলতে বলতে টাকা শেষ। সব দুকান বন্ধ। কি করবেন তখন? সেটা নিয়েই আমার আজকের টিউন। কথা না বারিয়ে চলুন কাজের কথায় চলে যাই। মোবাইলে টাকা রিচারজ করার জন্য আপনাকে আর বাইরে যেতে হবেনা। যদি থাকে আপনার একটি Visa Card, Master Card, Dutch Bangla Bank এর Nexus Card or Brack Bank Card.

মোবাইলে ব্যালান্স রিচারজ করতে প্রথমে এখানে ক্লিক করে ওয়েব সাইটে প্রবেশ করুন। তাহলে এমন দেখতে পাবেন।

১। sing in এ ক্লিক করুন। তাহলে নিচের পেজ আসবে। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল সব তথ্য দিয়ে sing up এ ক্লিক করন।

২। তাহলে নিচের পেজ আসবে। Continue-তে ক্লিক করুন।

৩।  তাহলে নিচের পেজ আসবে। এই ওয়েব সাইট এর মাধ্যমে আপনি এখন পরজন্ত Banglalink, Robi, Airtel, Citycell এই চারটি নাম্বারে ব্যালান্স রিচারজ করতে পারবেন। আপনি যে নাম্বারে ব্যালান্স রিচারজ করতে চান তার উপর ক্লিক করুন।

৪। তাহলে নিচের পেজ আসবে। আপনাকে Registration এর জন্য একটা কোড পাঠানো হয়েছে আপনার মেইল-এ। এবার মেইল-এ গিয়ে Verification Code ঘরে  কোড টি বসিয়ে verify এ ল্কিক করুন। এই কাজটি কেবল প্রথম বার একবারি করতে হবে।

৫। তাহলে নিচের পেজ আসবে। Continue তে ক্লিক করুন।

৬। তাহলে নিচের পেজ আসবে. আপনি যেটাতে টাকা ভরবেন তার উপর ক্লিক করুন।

৭। তাহলে নিচের পেজ আসবে। এখানে টাকার পরিমান, মোবাইল নাম্বার, প্যাকেজ, টাকা পরিশোধের মাধ্যম সব বসিয়ে Recharge এ ক্লিক করুন।

৮। তাহলে নিচের পেজ আসবে। সব ঠিক থাকলে Confirm এ ক্লিক করুন।

৯। তাহলে নিচের পেজ আসবে। এখন আপনাকে Payment Getway… তে নিয়ে যাওয়া হবে।

১০। নিচের পেজ আসবে। এখন আপনি কিভাবে টাকা পরিশোধ করতে চান তা সিলেক্ট করে দিন। আমি DBBL Nexus সিলেক্ট করেছি। Proceed to pay তে ক্লিক করুন।

১১।এখন পেজটি ডাচ্‌-বাংলা ব্যাংকের ইকমার্স পেজে আসবে। এখানে আপনার নাম, কার্ড টাইপ, কার্ড নম্বর, পাসওয়ার্ড দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।

১২। তাহলে নিচের পেজ আসবে।

এবার sslcommerz এর ওয়েবসাইট থেকে ম্যাসেজ আসলে Continue বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার মোবাইলে নির্দিষ্ট পরিমান রিচার্জ হবে এবং মোবাইলে নিশ্চিতকরন এসএমএস আসবে।

এবার আপনার ডাচ্‌-বাংলা ব্যাংকের একাউন্টের ব্যালেন্স চেক করে দেখুন টাকা (চার্জসহ) কর্তন করা হয়েছে।

যেহেতু আপনি আপনার কার্ড এর সকল তথ্য আপনার প্যায়মেন্ট মেথড এর নিজস্ব গেটওয়ে তে শেয়ার করছেন তাই আপনার কোন কিছু হ্যাক হবার ভয় নেই। সাইট টি ১০০% নিরাপদ। তারপরেও সবাই নিজ দায়িত্তে করবেন।

সবাই ভালো থাকবেন।

Level 2

আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ শেয়ার করার জন্য কিন্তু প্রতি ৫০ টাকায় .৯৫টাকা চার্জ দেওয়ার কি দরকার???

আপনি চাইলে এলার্টপে থেকেও মোবাইলে রিচার্জ করতে পারেন
https://www.techtunes.io/freelancing/tune-id/121032

    ধন্যবাদ হীরক ভাই, কমেন্ট করার জন্য। প্রয়জনের সময় ৫০ টাকায় ৯৫ পয়সা চার্জ কি খুব বেশি হয়ে গেল? আর আর এলারটপে থেকে টাকা লুড করতে হলে আপনাকে অনলাইন-এ কাজ করতে হবে, সেই টাকা এলারটপেতে জমা হবে তারপর সেই ডলার আপনি মোবাইলে রিচারজ করবেন। একটু বেশি ঝামেলা হয়ে গেলনা বস? সবাই কি অনলাইন-এ কাজ করে? ধন্যবাদ আপনাকে।

দারুন হইছে জাহিদ ভাই। তয় রাতের বেলা যাদের ফুসুর ফুসুর করোন লাগে তাদের বেশি কামে দিব !!! 😀 😀

বাহ ! দারুন সুবিধা। যদিও আমার রাত বিরাতে টাকা শেষ হয়না 😛

এত জটিল কাজ থাক আমি নিচে গিয়ে ভরাব

    আশফাক আদিব ভাই, কাজটা জটিল কেবল প্রথমবারের জন্য। সেকেন্ট টাইম থেকে কেবল ২ টা ধাপ।

Level 2

ভালা টিউন । মাইনষের কাজে লাগবোই লাগবো 😀

http://emobileload.com/
এ সাইটা দেখে আসতে পারেন । এখানে আপনি AlertPay, Skrill (Moneybookers) and Liberty Reserve একাউন্ট দিয়ে রিচার্জ করতে পারবেন।

কি লিখসেন ভাই?লেখা পড়ে তো আমি হাঁসতে হাঁসতে শেষ। কুড,লুড????নাকি কোড এবং লোড?মোবাইল এ টাকা ভরা কে লোড বলেনা।ব্যালেন্স রিচার্জ বলে।

আমি অনেক আগে চেষ্টা করেছিলাম।কিন্তু ব্যাংক এর সাইট থেকে বলা হলো ওই সাইট untrusted.তাই আর এটা দিয়ে রিচার্জ করিনি।

    মুকুট ভাই, আমিতো English এর student তাই হয়ত বাংলা বানান ভুল হয়েছে। হা হা হা…

    মুকুট ভাই, এটা আসলে এমনি বললাম। English এর Student বলেই বাংলা বানান ভুল হবে এটা যেমন ঠিক না তেমনি আপনার মত মানুষের কাছ থেকে নেতিবাচক মন্তব্য ও পাওয়া ঠিক না। ২/১ টা বানান ভুল হতেই পারে, তাই বলে আপনি হাঁসতে হাঁসতে শেষ?

    আমার মত একজন টিউনারের টিউন এ আপনার মন্তব্য দেখে প্রথমে যতটাই খুশি হয়েছিলাম, আপনার মন্তব্য পরে ঠিক তততাই খারাপ লাগলো।

    মুকুট ভাই, আর একটা কথা। আমরা প্রায়-ই দুকানে যেয়ে টাকা দিয়ে বলি যে আমার বাংলালিঙ্ক নাম্বারে ২০ টাকা ফ্লেক্সি করেন। সবাই কে কি বুঝানো সম্ভব যে গ্রামীণ হলে বলতে হবে ফ্লেক্সি, বাংলালিঙ্ক হলে আই-টপ-আপ, সিটিসেল হলে ইজিলোড, টেলিটক হলে ইজি চার্জ ইত্যাদি।

    ভালো থাকবেন। ধন্যবাদ।

      মুকুট ভাই আর একটা কথা আপনার মন্তব্বের শুরুতেই আপনি বললেন যে ” কি লিখসেন ভাই?” শব্দটা কি “লিখসেন” হবে নাকি “লিখছেন” হবে একটু নিশ্চিত হলে খুশি হব।
      ধন্যবাদ।

        @জাহিদ হাসান: আমি যদি আপনাকে ভুল গুলো ধরিয়ে না দেই তাহলে আপনি হয়তো আবার ভুল করতে পারেন।সব সময় নেতীবাচক মন্তব্য কে খারাপ ভাবে দেখবেন না।মানুষ ভুল থেকেই শিখে।

        “”””মুকুট ভাই আর একটা কথা আপনার মন্তব্বের শুরুতেই আপনি বললেন যে ” কি লিখসেন ভাই?” শব্দটা কি “লিখসেন” হবে নাকি “লিখছেন” হবে একটু নিশ্চিত হলে খুশি হব।””””

        আপনার এই কথার উত্তর এ বলছি যে আপনি হয়তো আঞ্চলিক ভাষার সাথে পরিচিত না।আপনি যেটা বলেছেন সেটাও ভুল। হবে “” লিখেছেন “” ।

        আপনি আবার ভুল করেছেন।দুকানে নয়।দোকানে।

        আশা করি এর পর থেকে আমার ধরিয়ে দেয়া ভুল থেকে ভবিষ্যতে ভালো করবেন।ভালো থাকবেন।ধন্যবাদ।

          আপনাকে একটা গল্প বলি ভাই, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে থাকি। আমার এখানে একটা লোক কাজ করে। নাম জয়। সবাই জয় মামা বলে ডাকে। সে একটা কাগজে লিখে রেখেছে “জয় মামা আশভেন রবিবার, ভূতবার” সেটা দেখে আমাদের একজন ছাত্র নিচে লিখে রেখেছে যে “জয় মামা আপনি দুটু “বাণাণ ভূল” করেছেন। ”

          এখন জয় মামা ভুল করতেই পারে। তাই বলে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি বলে যে “বাণাণ” “ভূল” তাহলে কেমন হল না?

          আঞ্চলিকতা বাদ দিলাম। আপনি ভুল ধরতে গিয়ে তো আর “লিখসেন” বলতে পারেন না।

          নিচের লিঙ্ক গুলো থেকে আপনার করা টিউন গুলো একটু দেখে নিন।
          https://www.techtunes.io/download/tune-id/119802

          এই টিউন এ শুরুতেই আপনি লিখেছেন “আবার একটা টিউন নিয়ে আস্লাম।“ আমি “আস্লাম” শব্দটার সাথে পরিচিত নই।

          নিচে লিখেছেন “ঢাকার আইডিবি তে অথবা রাইফেল স্কয়ার অথবা বসুন্দরা সিটি তে”। ভাই “বসুন্দরাতে” আমি কখনো যাইনি। এটা কোথায় একটু বলবেন? তবে আমি বসুন্ধরাতে অনেক গিয়েছি।

          নিচের টিউন টি দেখুন
          https://www.techtunes.io/news/tune-id/117640

          এখানে আপনি লিখেছেন “নতুন এই এপিকেশন টির নাম দেয়া হয়েছে DREAM ON Apps.”। এপিকেশন শব্দটার সাথেও আমি পরিচিত নই। তবে আমি এপ্লিকেশন শব্দটা শুনেছি।

          নিচের টিউন টি দেখুন
          https://www.techtunes.io/how-to/tune-id/116213

          মাঝের দিকে লিখেছেন “রাত ১০টার পর এক্তু সাবধান এ ব্যবহার কইরেন।” এক্তু সাবধান কিভাবে হয় আমি আসলে জানিনা। তবে আমি আমার অনেক বন্ধুকে বলি যে একটু সাবধানে থাকিস।

          গল্পে লিখেছেন “হঠাত জানালার সামনে একটা পাখি বসলো।” আমি যতটুকু জানি শব্দটা হঠাত নয়।

          আপনার এই গল্পে বাবা একজন “চাকুরিজিবি”। এরা কি কাজ করে আমি জানিনা। তবে আমি চাকরিজীবী সম্পর্কে জানি। চাকুরিজিবি বানানটি আপনি কোথায় পেয়েছেন আপনি ভালো বলতে পারবেন।

          আপনার নিজের বানানে সতর্ক হওয়া দরকার ছিল।
          তবুও আমি আপনার বানান পরে হাসিনি। আমি ভেবেছি যে ভুল হতেই পারে আর আপনি ভুল পরে হাঁসতে হাঁসতে শেষ পার্থক্য শুধু এতটুকুই ভাই।

          ছোট একটা গল্প বলি…

          এক স্যার তার ছাত্র কে খুব মারছে। তো ছাত্রের বাবা জিজ্ঞেস করছে ওকে এভাবে মারছেন কেন? স্যার বলছে “মারবনা কি করব? ওকে ১ ঘণ্টা ধরে বলছি যে পড় Girl মানে গারল, কিন্তু ও খালি বলে গার্ল। ” কিছুতেই বলতে পারছেনা।“

          আপনি বাংলা বানানে এত সচেতন তাই আপনার লাস্ট ২/৩ টা টিউন একটু চেক করলাম যাতে আমি শিখতে পারি।

          যাই হোক মুকুট ভাই, আমি আপনাকে Personally খুব Respect করি। আমি আপনার মন্তব্য কখনই Negatively নিতাম না। তবে আপনি এভাবেও বলতে পারতেন “জাহিদ ভাই বানানের ব্যাপারে একটু সতর্ক হওয়া প্রয়োজন। আশা করি এর পর থেকে আমার ধরিয়ে দেয়া ভুল থেকে ভবিষ্যতে ভালো করবেন। ভালো থাকবেন।ধন্যবাদ।”

          এটা Positive মন্তব্য। কিন্তু আপনি ২ টা বানান ভুল দেখে হাঁসতে হাঁসতে একদম শেষ এটা কেমন Positive মন্তব্য সেটা আমার জানা নেই।

          ভালো থাকবেন। ধন্যবাদ। আর ভাই আমি অভ্র ব্যবহার করে লিখি। এই মন্তব্য এর মাঝেও ২/১ টা বানান ভুল থাকতে পারে। তার জন্য আগেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ। ভালো থাকবেন।

          @মুকুট ভাইঃ নিচের লিঙ্ক গুলুর সবগুলো টিউন আপনার করা।

          https://www.techtunes.io/help-ask/tune-id/106603
          আপনার এই টিউন এ বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/download/tune-id/106153
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/internet/tune-id/105069
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/review/tune-id/104007
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/internet/tune-id/99936
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/internet/tune-id/99494
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/news/tune-id/97891
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/help-ask/tune-id/88384
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/how-to/tune-id/88145
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/tech-talk/tune-id/102358
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/download/tune-id/85631
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।
          https://www.techtunes.io/help-ask/tune-id/83981
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/news/tune-id/81371
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/download/tune-id/80842
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          https://www.techtunes.io/tech-humour/tune-id/80796
          আপনার এই টিউনেও বানান ভুল আছে। চেক করে নিন।

          আমি আপনার এই ১৪ টা টিউন পরতে যেয়ে সব গুলতেই ভুল বানান পেয়েছি।আপনি খুজে না পেজে জিজ্ঞেস করতে দ্বিধা করবেন না। ভুলের হার ১০০%। তাই বাকি গুলো আর পরার দরকার হয়নি। যদিও আমি আপনার সব টিউন আগেও পরেছি কারন আমি আপনার টিউন এর আকজন ফ্যান।

          বিঃদ্রঃ- এখানে একজন শব্দটি আকজন লেখা হয়েছে।

আরে ৫০টাকা রিচার্জ করলাম, প্রসেস সব ঠিকই ছিল…কিন্তু টাকা তো আসলোনা !!! ধুর X(

    @নীলসুর: আমি ইসলামি ব্যাংক এর iRecharge থেকে করি।ইনস্ট্যান্ট রিচার্জ।কোনো ঝামেলা হয়না।

Level 0

AB Bank er Debit card diye ki kora jabe?

    না রক ভাই, যাবেনা। কেবল VISA CARD, MASTAR CARD, DBBL Nexus & Brack bank Card দিয়ে করা সম্ভব।

acca dasar baira taka ke kora jaba?

    Mohammad saidur ভাই, এই বেপারটা আমি নিশ্চিত না। তাই বলতে পারছি না।

valo jinish kin2 ami to gp babohar kori vai kono ki upai ache. thakle ak2 janaben plz.

    MD. SAIDUL ISLAM এই ওয়েব সাইট থেকে জিপি করা যাবেনা। তবে মুকুট ভাই যে ইসলামি ব্যাংক এর iRecharge এর কথা বললেন ওটা দিয়ে বোধ হয় যে কোন নাম্বারে করা যায়।

Level 2

cvc2 information card ki ata

Level 0

READ IT!!!!…………………READ IT!!!!!!!!!!!
eto kisur dorkarase??????????? amra Tk nosto korbo kno?…100 taka dibo 100 tk e nibo..( EXMPLE)..ei khan theke je kono mob e flexi kora jay…10 tk theke joto icha…vlo thakben…visit korun…

http://www.n2phone.net

ustad, tk. pete 1 din time lageee kenoo??

    আলভি ভাই, সার্ভার প্রবলেম এর কারনে হতে পারে। এমনিতে টাকা সাথে সাথেই আসে।

Level 0

জাহিদ ভাইয়া,আপনার কথার যথাযত যৌক্তিকতা আছে।আসলে এ ধরনের কমেন্টস পাওয়ায় আমার মত নবীন টিউনাররা মনোবল হারায়ে ফেলেন। জবাব গুলান পু….রা আইন বিভাগের ছাত্রের মত হইছে।আমি আপনারে গুরু বলে না মাইনা পারলামনা জাহিদ ভাইয়া

ধন্যবাদ মারুফ ভাই আপনাকে।

আরে ভাই যেভাবে উকিলদের মত মুকুট ভাইরে জেরা করেছেন ।দারুণ হয়েছে ভাই। একেই বলে ইট মারলে পাটকেল খেতে হয়।