সবাই কে আমার সালাম জানিয়ে শুরু করছি। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো। অনেকদিন পর আবার পোস্ট করতে বসলাম।
মোবাইল ছাড়া নিজেকে যেন কল্পনা করা যায়না আজ। পকেটে মোবাইল না থাকলে মনে হয় আমার কি যেন একটা নেই। আর প্রয়জনের সময় যখন মোবাইলে ব্যালেন্স না থাকে তখন যে কেমন লাগে তা তো আর বলার অপেক্ষা রাখে না। রাতের বেলা কথা বলতে বলতে টাকা শেষ। সব দুকান বন্ধ। কি করবেন তখন? সেটা নিয়েই আমার আজকের টিউন। কথা না বারিয়ে চলুন কাজের কথায় চলে যাই। মোবাইলে টাকা রিচারজ করার জন্য আপনাকে আর বাইরে যেতে হবেনা। যদি থাকে আপনার একটি Visa Card, Master Card, Dutch Bangla Bank এর Nexus Card or Brack Bank Card.
মোবাইলে ব্যালান্স রিচারজ করতে প্রথমে এখানে ক্লিক করে ওয়েব সাইটে প্রবেশ করুন। তাহলে এমন দেখতে পাবেন।
১। sing in এ ক্লিক করুন। তাহলে নিচের পেজ আসবে। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল সব তথ্য দিয়ে sing up এ ক্লিক করন।
২। তাহলে নিচের পেজ আসবে। Continue-তে ক্লিক করুন।
৩। তাহলে নিচের পেজ আসবে। এই ওয়েব সাইট এর মাধ্যমে আপনি এখন পরজন্ত Banglalink, Robi, Airtel, Citycell এই চারটি নাম্বারে ব্যালান্স রিচারজ করতে পারবেন। আপনি যে নাম্বারে ব্যালান্স রিচারজ করতে চান তার উপর ক্লিক করুন।
৪। তাহলে নিচের পেজ আসবে। আপনাকে Registration এর জন্য একটা কোড পাঠানো হয়েছে আপনার মেইল-এ। এবার মেইল-এ গিয়ে Verification Code ঘরে কোড টি বসিয়ে verify এ ল্কিক করুন। এই কাজটি কেবল প্রথম বার একবারি করতে হবে।
৫। তাহলে নিচের পেজ আসবে। Continue তে ক্লিক করুন।
৬। তাহলে নিচের পেজ আসবে. আপনি যেটাতে টাকা ভরবেন তার উপর ক্লিক করুন।
৭। তাহলে নিচের পেজ আসবে। এখানে টাকার পরিমান, মোবাইল নাম্বার, প্যাকেজ, টাকা পরিশোধের মাধ্যম সব বসিয়ে Recharge এ ক্লিক করুন।
৮। তাহলে নিচের পেজ আসবে। সব ঠিক থাকলে Confirm এ ক্লিক করুন।
৯। তাহলে নিচের পেজ আসবে। এখন আপনাকে Payment Getway… তে নিয়ে যাওয়া হবে।
১০। নিচের পেজ আসবে। এখন আপনি কিভাবে টাকা পরিশোধ করতে চান তা সিলেক্ট করে দিন। আমি DBBL Nexus সিলেক্ট করেছি। Proceed to pay তে ক্লিক করুন।
১১।এখন পেজটি ডাচ্-বাংলা ব্যাংকের ইকমার্স পেজে আসবে। এখানে আপনার নাম, কার্ড টাইপ, কার্ড নম্বর, পাসওয়ার্ড দিয়ে Submit বাটনে ক্লিক করতে হবে।
১২। তাহলে নিচের পেজ আসবে।
এবার sslcommerz এর ওয়েবসাইট থেকে ম্যাসেজ আসলে Continue বাটনে ক্লিক করতে হবে। তাহলে আপনার মোবাইলে নির্দিষ্ট পরিমান রিচার্জ হবে এবং মোবাইলে নিশ্চিতকরন এসএমএস আসবে।
এবার আপনার ডাচ্-বাংলা ব্যাংকের একাউন্টের ব্যালেন্স চেক করে দেখুন টাকা (চার্জসহ) কর্তন করা হয়েছে।
যেহেতু আপনি আপনার কার্ড এর সকল তথ্য আপনার প্যায়মেন্ট মেথড এর নিজস্ব গেটওয়ে তে শেয়ার করছেন তাই আপনার কোন কিছু হ্যাক হবার ভয় নেই। সাইট টি ১০০% নিরাপদ। তারপরেও সবাই নিজ দায়িত্তে করবেন।
সবাই ভালো থাকবেন।
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
ধন্যবাদ শেয়ার করার জন্য কিন্তু প্রতি ৫০ টাকায় .৯৫টাকা চার্জ দেওয়ার কি দরকার???
আপনি চাইলে এলার্টপে থেকেও মোবাইলে রিচার্জ করতে পারেন
https://www.techtunes.io/freelancing/tune-id/121032