সবাইকে সালাম । এটা আমার পঞ্চম টিউন । আপনারা অনেকে রবি সিম ব্যবহার করেন । কিন্তু আমি একটি কথা সকলকে জানিয়ে দিতে চাই যে রবির সকল প্রীপেইড এর ট্যারিফ পরিবর্তন হয়েছে এবং নতুন দুইটি প্রিপেইড PACKAGE যোগ হয়েছে । নিচে সকল প্রিপেইড এর ট্যাঁরিফ উল্লেখ করা হল:
নতুন প্রীপেইড সংযোগ (Base Pack )
এখন নতুন প্রীপেইড সংযোগ কিনলে পাবেন ৭৪০০+ মিনিট ৭৪০০+ এসএমএস ৭৪০০+ মেগাবাইট ডাটা একদম ফ্রি । বোনাস পেতে হলে ২১ টাকা RECHARGE করতে হবে । যতবার ২১ টাকা RECHARGE করবেন ততবার বোনাস পাবেন । এভাবে সর্বমোট ৭৪০০+ মিনিট ৭৪০০+ এসএমএস ৭৪০০+ মেগাবাইট ডাটা বোনাস পাবেন ।
কলরেটঃ
যেকোনো নাম্বারে ১৫ পয়সা/১০ সেকেন্ড
রবি নাম্বারে ১৫ পয়সা/১০ সেকেন্ড
পালসঃ ১০ সেকেন্ড ।
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে ।
নতুন প্রীপেইড সংযোগঃ ১৩৮ টাকা
তরুণ্ণ ২৬: (নতুন)
যেকোনো নাম্বারে রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ ৬৮ পয়সা
যেকোনো নাম্বারে সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ ৮৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ ২৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ ৮৮ পয়সা
১ টি প্রিয় নাম্বারেঃ ২৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
৩ টি এফএনএফ নাম্বারেঃ ৪৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
পালসঃ ৬০ সেকেন্ড ।
তরুণ্ণ ২৬ PACKAGE এ ১০ টাকায় ২৫ এমবি ডাটা পাওয়া যায় ।
এর জন্য *৮৪৪৪*২১# চাপতে হবে (মেয়াদ ১ দিন)
তরুণ্ণ ২৬ PACKAGE এ যাওয়ার জন্য ২৬ টাকা রিচার্জ করতে হবে ।
অনন্যা ২৭: (নতুন)
যেকোনো নাম্বারে ৮৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে ৮৮ পয়সা
যেকোনো এফএনএফ নাম্বারে ৩৮ পয়সা (এফএনএফ ৩ টি)
পালসঃ ৬০ সেকেন্ড ।
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে ।
অনন্যা ২৭ PACKAGE এ ১০ টাকা ধার করা যায় যা পরবর্তী রিচার্জে সমন্বয় করা হবে ।
এর জন্য *৮৪৪৪*২# চাপতে হবে ।
অনন্যা ২৭ PACKAGE এ যাওয়ার জন্য ২৭ টাকা রিচার্জ করতে হবে ।
মুহূর্ত ৩১:
যেকোনো নাম্বারে ২ পয়সা/সেকেন্ড
যেকোনো রবি নাম্বারে ২ পয়সা/সেকেন্ড
১ টি প্রিয় নাম্বারেঃ ১ পয়সা/সেকেন্ড (শুধোমাত্র রবি নাম্বারে )
পালসঃ ১ সেকেন্ড ।
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে ।
মুহূর্ত ৩১ PACKAGE এ যাওয়ার জন্য ৩১ টাকা রিচার্জ করতে হবে ।
রবি ক্লাব 34:
যেকোনো নাম্বারে রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ টাঃ 1.00 টাকা
যেকোনো নাম্বারে সন্ধ্যা ৬ থেকে রাত ১২ টাঃ 1.00 টাকা
যেকোনো রবি নাম্বারে রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ টাঃ ২৮ পয়সা (প্রথম মিনিট ১ টাকা)
যেকোনো রবি নাম্বারে সন্ধ্যা ৬ থেকে রাত ১২ টাঃ ৮৮ পয়সা (প্রথম মিনিট ১ টাকা)
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
পালসঃ ৬০ সেকেন্ড ।
রবি ক্লাব 34 এ যাওয়ার জন্য ৩৪ টাকা রিচার্জ করতে হবে ।
গতি ৩৬:
যেকোনো নাম্বারে ১৬ পয়সা/১০ সেকেন্ড
রবি নাম্বারে ১৬ পয়সা/১০ সেকেন্ড
১ টি প্রিয় নাম্বারেঃ ২৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
পালসঃ ১০ সেকেন্ড ।
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে ।
গতি ৩৬ এ ২০ টাকা RECHARGE এ ৫ এমবি ডাটা ফ্রী ।
গতি ৩৬ এ যাওয়ার জন্য ৩৬ টাকা রিচার্জ করতে হবে ।
সরল ৩৯:
সরল ৩৯ এ ২১ টাকা RECHARGE এ ২১ মিনিট ২১ এসএমএস ২১ মেগাবাইট ডাটা একদম ফ্রি ।
যেকোনো নাম্বারে ৮৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে ৮৮ পয়সা
১ টি প্রিয় নাম্বারেঃ ২৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
পালসঃ ৬০ সেকেন্ড ।
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে ।
নবান্ন ৩৭:
যেকোনো নাম্বারে রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ ৬৮ পয়সা
যেকোনো নাম্বারে সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ ৭৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে রাত ১২ টা থেকে সকাল ৮ টাঃ ২৮ পয়সা
যেকোনো রবি নাম্বারে সকাল ৮ টা থেকে রাত ১২ টাঃ ৬৮ পয়সা
এসএমএসঃ ৫০ পয়সা যেকোনো নাম্বারে
পালসঃ ৬০ সেকেন্ড ।
নবান্ন ৩৭ এ যাওয়ার জন্য ৩৭ টাকা রিচার্জ করতে হবে ।
হুটহাট চমক ৩২:
যেকোনো নাম্বারে ১.৪৮ পয়সা মিনিট ।
রবি নাম্বার এ সর্বোচ্চ ৮৭% discount এবং অন্য অপারেটর এ সর্বোচ্চ ৬০% discount পাওয়া যাবে ।
রবি নাম্বার এ সর্বোচ্চ ৮৭% discount থাকলে ০.২৫/মিনিট এবং
অন্য অপারেটর এ সর্বোচ্চ ৬০% discount থাকলে ০.৬০ মিনিট কাটবে ।
৩ টি প্রিয় নাম্বারেঃ ২৮ পয়সা (শুধোমাত্র রবি নাম্বারে )
যেকোনো এফএনএফ নাম্বারে ৬৮ পয়সা (এফএনএফ ২ টি)
হুটহাট চমক ৩২ এ যাওয়ার জন্য ৩২ টাকা রিচার্জ করতে হবে ।
*রিচার্জ করার ২৪ ঘণ্টার মধ্যে ট্যাঁরিফ পরিবর্তন হবে ।
*১ দিনে সর্বোচ্চ ১ বার ট্যাঁরিফ পরিবর্তন করা যাবে ।
কোন সমস্যা হলে 01829756262/ 01818666200 এ যোগাযোগ করতে পারেন ।
অনেক বড় tune লিখতে হয়েছে তাই ভুল হলে ক্ষমা করে দিবেন ।
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
Vai,khub valo hoice.ar 123 te call dia taka khoruj korte hoba na.many many thanks