সবাই কেমন আছেন? Youtube থেকে ভিডিও ডাউনলোড করার জন্য অনেকে অনেক রকম টিউন করেছেন। আমিও আজ এটা নিয়ে ছোট একটা টিউন করবো। এবার আপনিও পারবেন আপনার নোকিয়া সিম্বিয়ান দিয়ে Youtube থেকে flv ফরমাটে ভিডিও ও mp3 ফরমাটে অডিও গান ডাউনলোড করতে। এর জন্য আপনার ফোন হ্যাক করা থাকতে হবে। প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সস্টল দিয়ে ওপেন করুন। অতাহলে চিত্রের মত আসবে।
আপনি যেই গানটি ডাউনলোড করতে চান তার নাম সার্চবক্সে লিখে সার্চ দিন। যেমন ধরুন আমি নচিকেতার’র আগুনপাখি গান ডাউনলোড করতে চাই তাহলে আমাকে লিখতে হবে agunpakhi nochiketa ও সার্চ দিতে হবে।
তাহলে দেখবেন আপনার গানগুলি চলে এসেছে।
এবার যেই গান আপনার পছন্দ তার নামের ওপর ক্লিক করুন। নতুন পেজ আসলে অপশন থেকে Download সিলেক্ট করে video(flv 240p) বা Audio(mp3) সিলেক্ট করুন।
তাহলে দেখবেন ডাউনলোড হতে থাকবে।
আপনার ডাউনলোড করা গানটি যদি অডিও হয় তাহলে মেমোরী কার্ডের Sounds ফোল্ডারে আর ভিডিও হলে Videos ফাল্ডারে পাবেন।আপনি যদি অডিও গানের কোয়ালিটি পরিবর্তন করতে চান তাহলে অপশন থেকে Preferences সিলেক্ট করে Mp3 Quality থেকে Low, Medium বা Low সিলেক্ট করুন।
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
valo hoise.