আসসালামু আলাইকুম । কেমন আছেন বন্ধুরা । সবাই আশা করি অনেক ভাল আছেন । বর্তমানে অনেকেই Android Cell Phone ব্যবহার করেন। কিন্ত Google Play Store(Android Market) থেকে আমরা Paid Apps গুলি ডাউনলোড করতে পারি না। তাই বেশির ভাগ সময়ই আমাদের Free Apps গুলো ইউস করতে হয়। তাছাড়া Free Apps ইউস করার ঝামেলা কি তাহ আমার ভাল করেই জানা আসে Ads Show, অনেক Option Use করা যায় না ইত্যাদি ইত্যাদি। তবে আজকে আমি আপনাদের একটি ওয়েবসাইট দিব যেখান থেকে আপনারা সহজেই Paid Apps গুলো ফ্রী তে ডাউনলোড করতে পারবেন। আমি জানি না এই ওয়েবসাইট নিয়ে আগে কেও Tune করেছে কিনা যদি করে থাকে তাহলে আমি ক্ষমা চেয়ে নিলাম আগে থেকেই। তাই চলুন শুরু করা যাক।
১) এখানে ক্লিক করে ওয়েবসাইট এ প্রবেশ করুন।
২) চাইলে রেজিস্টার করতে পারেন এতে পরবর্তীতে কাপচা পুরন করার ঝামেলা হবে নাহ।
৩) উপরের Search Box থেকে আপনার পছন্দের Apps খুজে বের করুন এবং ওইটাতে প্রবেশ করুন।
৪) উপরের ছবির মত Free Download এ ক্লিক করুন।
৫) এখন Capctha পুরন করে Enter Press করুন তারপর ডাউনলোড শুরু হয়ে যাবে ।
আশা করি সবাই বুঝতে পারছেন, যদি কোন Problem হয় তাহলে আমার শাতে যোগাযোগ করুন। এই Tune টি করতে সহায়তা করেছে আমার বন্ধু " Tafsirul Haque Epic" ।
আমার Facebook Account : Rafi Tithon
ধন্যবাদ সবাইকে ...।। 😀 😀
আমি Shopnil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 242 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thanks for sharing!