আপনার পিসিতে কী শুধু জাভা মোবাইলের সফটওয়ার রান করাবেন ? নাকি সিম্বিয়ান মোবাইলের সফটওয়্যারও রান করানো লাগবে :D ?

অনেক দিন পর টিটিতে ফিরে এলাম , কেমন আছেন সবাই ?

আর টিউন না করলেও ভিজিট আগের মতই করা হয় এবং সব চেয়ে ভালো লাগছে যে টিটি এখন আর আমাদের কিছু না বলে বেরাতে যায়না বলে  🙄

নিজের ব্যাক্তিগত খুব ব্যাস্ত থাকার কারনে এতো দিন টিউন করা হয়নি , আশা করি আবার নিয়মিত হবো।

 

যাই হোক , আবার কাজের কথায় আসি। আমাদের মাঝে প্রায় সবাই জানি যে কিভাবে পিসিতে সফটওয়্যারের মাধ্যমে যে কোন জাভা সফটওয়্যার এবং গেমস খেলতে পারা যায় ।

তবে আমি কিন্তূ জাভা সফটওয়্যার রান করানো নিয়ে টিউন করছিনা , আমি আজকে শেয়ার করবো যে কিভাবে আপনি আপনার পিসিতে সকল ধরনের সিম্বিয়ান মোবাইলের সফটওয়্যারে ব্যবহার করবেন।

আসুন তাহলে শুরু করি 😀

  • প্রথমে এই লিঙ্কে ক্লিক করে Symbian SDKs সফটওয়্যারটি ডাউনলোড করে নিন ।
  • ডাউনলোড করার পর সফটওয়্যারেটি ইন্সটল করে নিন (ইন্সটল হতে একটু সময় লাগবে) ।
  • সফটওয়্যারটি ইন্সটল করার পর পিসি রি-স্টার্ট দ্বীন ।
  • এবার  Start » Program files » Nokia Developer Tools » Symbian SDK » Emulator হয়ে সফটওয়্যারটি রান করান
  • কিছুক্ষণ অপেক্ষা করুন সফটওয়্যারটি লোড হতে একটু সময় নিবে । কিভাবে বুঝবেন যে সফটওয়্যারটি ফুল লোড হয়েছে ? আপনার সফটওয়্যারটি নিচের ছবির মত হলেই আপনি বুঝতে পারবেন

  • এবার সফটওয়্যারটির File-->Open হয়ে আপনি যে সিম্বিয়ান মোবাইলের সফটওয়্যারটি রান করাতে চান সেটা ইন্সটল করুন ।

  • সিম্বিয়ান সফটওয়্যার ইন্সটল করতে গিয়ে যদি সার্টিফিকেট ইরর এ পরেন তাহলে  Menu » Settings » Application settings এ গিয়ে  Signed only  থেকে পরিবর্তন করে  All করে সেইভ করুন ।

আবার নিশ্চিন্তেই আপনি সকল সিম্বিয়ান সফটওয়্যার আপনার পিসিতে রান করান।

 

বি.দ্র :  টিটিতে এটি নিয়ে আমার জানামতে কোন টিউন হয়নি , তারপরো যদি কেউ এটি নিয়ে টিউন করে থাকেন তাহলে আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি ।

 

সবাই ভালো থাকুন , সুস্থ থাকুন , ভালবাসাসহ আপনাদেরই সাব্বির আলম

Level 0

আমি সাব্বির আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 108 টি টিউন ও 868 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোহাম্মদ সাব্বির আলম ( আসিফ পাগলা সাব্বির ) । Google Adsense এর একজন পাবলিশার্স হিসাবে কাজ করছি। বর্তমানে SEO নিয়েই পরে থাকতে এবং সবার মাঝে শেয়ার করতেই ভালো লাগে। আর বাংলা ব্লগিং করাটাই সব চেয়ে বড় নেশা। আমার সম্পর্কে আরো বিস্তারিত জানতে অথবা লাইভ সাপোর্ট পেতে আমাকে ফেইসবুকে অ্যাড...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ডাউনলোড করা যায় না এখানে কি একাউন্ট করতে হবে না কি

আমার জানা মতেও এই ধরনের টিউন হয় নাই মনে হয়,
ধন্যবাদ টিউনটি করার জন্য।

ভাই অনেক অনেক ধইন্না।
কিন্তু ডাউনলোড করতে তো জীবন পার হইয়া যাবে………809 MB…..:O

Level 0

আমি S60 5th edition এর জন্য যে SDK software টি আছে ডাউনলোড করে ইন্সটল করেছি৤ কিন্তু symbian sis/sisx software ইন্সটল করতে গেলে installation process যখন শেষ পর্যায়ে তখন এই Error Note টি আসে “Requested Application Access Not Granted.”

Plz help me…
অনেক কষ্ট ও আশা করে 634 MB র software টি নামিয়েছি৤৤৤

    সিম্বিয়ান সফটওয়্যার ইন্সটল করতে গিয়ে যদি সার্টিফিকেট ইরর এ পরেন তাহলে Menu » Settings » Application settings এ গিয়ে Signed only থেকে পরিবর্তন করে All করে সেইভ করুন । এই কাজটা কি করেছিলেন ? যদি করার পরো সমস্যা হয় তাহলে মনে হয় আপনার সফটওয়্যারের সমস্যা । অন্য কোন সফটওয়্যার ট্রাই করে দেখেন @Alauddin14:

      Level 0

      @সাব্বির আলম: এটা সার্টিফিকেট এরর না ভাল করে দেখেন।আর মেন্যু>সেটিং এর যেটা বললেন ওটা করাই আছে।
      আমারো একই সমস্যা্ কোন সিম্বিয়ান ইনস্টল করতে গেলে শেষ পর্যায়ে এসে বলে Requested Application Access Not Granted।সমাধান কি ?

জটিল জিনিস দিলেন তো বস্ !!

Level 0

আমি S60 5th edition এর জন্য যে SDK software টি আছে ডাউনলোড করে ইন্সটল করেছি৤ কিন্তু symbian sis/sisx software ইন্সটল করতে গেলে installation process যখন শেষ পর্যায়ে তখন এই Error Note টি আসে “Requested Application Access Not Granted.”

Plz help me…
অনেক কষ্ট ও আশা করে 634 MB র software টি নামিয়েছি৤
আবার বলছি Plz help me…

Level 0

অনেক বড় ……:(

আপনার টিউনটি সুন্দর হয়েছে , ভাইয়া আমার ফোন এর জন্য গেমস দরকার যদি কিছু গেম ডাউনলোড করে আমার মেইল এ পাঠিয়ে দিতেন খুব উপকার হত। syphone ft40, [email protected]