সবাই কেমন আছেন ? আজ আমি আপনাদের ছোট একটা সফটওয়্যার উপহার দিবো ! তার আগে একটু গল্প করা দরকার ! আমার এক বন্ধু আছে যার সাথে দেখা হলেই আমার ফোন চায় আর নেওয়ার পর টিপাটিপির মাধ্যমে ফোনের জীবন কয়লা করে দেয় ! বন্ধুত্ব রক্ষার্থে কিছু বলতেও পারি না ! তাই ভাবতে লাগলাম কিভাবে এর হাত থেকে আমার ফোনকে রক্ষা করা যায় ! খুজতে খুজতে একটা সফটওয়ার পেয়ে গেলাম যার নাম Fake error ! এটির মধ্যমে ফোনের চার্জ ফুল থাকলেও ব্যাটারী লো দেখায় ! এখন আমার ফোন ভালই আছে ! কারন যখনই তার সাথে দেখা হয় তখই সফটওয়ারটি অন করি ! আর তাই ব্যাটারী লো দেখায় এবং সে আর টিপাটিপি করে না ! আপানারাও যদি আমার মত ফোনকে রক্ষা করতে চান তাহলে এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করে আনজিপ করে ইন্সস্টল দিয়ে ওপেন করুন ! তাহলে চিত্রের মত আসবে !
এবার Start এ সিলেক্ট করুন!
কাজ শেষ! তাহলে দেখবেন 5 সেকেন্ড পর পর Bettary low দেখাবে ! আপনি চাইলে সময় কম বেশি করে নিতে পারবেন ! তবে আপনার ফ্লাশ প্লেয়ার বন্ধ করলে এটি কাজ করবে না !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
হা হা… মজা পেলাম। ধন্যবাদ