সবাই কেমন আছেন ? আজ আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আলোচনা করবো যার মাধ্যমে আপনার মেনুভিউ ৮ ভাবে পরিবর্তন করতে পারবেন ! যাদের S60V3 সেট আছে তাদের ডিফল্ট মেনুভিউ Grid, List, Horseshoe and V-shaped এই 4 ধরনের দেওয়া আছে !
এবার আপনি আরো ৮ ভাবে মেনুভিউ দেখতে পারবেন ! এর জন্য আপনার ফোন হ্যাক করা থাকতে হবে ! আমার ফোনের মেনুভিউগুলো দেখুন !
এই রকম আপনিও করতে পারবেন এর জন্য প্রথমে এখান থেকে 10207254 এই নামের জিপ ফাইল ডাউনলোড করে আনজিপ করুন ! যদি ফোন দিয়ে আনজিপ করেন তাহলে Extract করার সময় Mark all করে Extract করুন ! Extract করলে 10207254 এই নামের একটা ফোল্ডার পাবেন ! এবার আপনার Rom Patcher ওপেন করে Open4All RP+ ও Install Server RP+ Apply করে Rom Patcher বন্ধ করে Explore ওপেন করে আনজিপ করা 10207254 নামের ফোল্ডারটি সি ড্রাইভে Private ফোল্ডারে পেস্ট করুন ! এবার এখান থেকে Xgrid.rmp এই নামের জিপ ফাইল আনজিপ করুন ! আনজিপ করলে Xgrid.rmp এই নামের একটা ফাইল পাবেন ! এবার মেমোরী কার্ডে Patches নামের একটা ফোল্ডার তৈরী করুন ! এবার Xgrid.rmp এই ফাইলটা কপি করে Patches নামের ফোল্ডারে পেস্ট করুন ! এবার Rom Patcher ওপেন করে Xgrid.rmp এই Patch টি Apply করুন !
এবার Rom Patcher বন্ধ করুন ! এবার মেনু সিলেক্ট করে Change menu view এ সিলেক্ট করুন !
তাহলে দেখবেন আগের চারটা মেনু ভিউ এর সাথে নতুন আটটি মেনু ভিউ যুক্ত হয়েছে !
যদি কোন ফোনে অপশন গুলো না আসে তাহলে ফোন রির্স্টাট দিন এবং Rom Patcher open করে xgrid.rmp Patch Apply করুন ! এর পরও যদি অপশন গুলো না আসে তাহলে ফোনের Settings থেকে মেনু ভিউ সিলেক্ট করে দেখুন ! আশা করি কাজ হবে ! এই কাজ করতে গিয়ে যদি কেউ বিপদে পরেন তাহলে মেমোরী কার্ড থেকে Patches নামের ফোল্ডারটি ডিলেট করে দিন !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
darun tiun