এবার আপনিও পারবেন আপনার সিমবিয়ান ফোন থেকে GIF এনিমেশন তৈরী করতে।

আশাকরি,আপনারা ভাল আছেন এবং সুস্থ আছেন।আমিও ভাল আছি।
আজ আমি আপনাদের সাথে একটা সফটওয়্যার শেয়ার করব।সফটওয়্যারটির নাম GIF Tailor.এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি আপনার ফোন থেকে GIF এনিমেশন তৈরী করতে পারবেন।এটি s60v2 হ্যান্ডসেটে কাজ করবে।
1.প্রথমে সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন।আনজিপ করুন।

2.এবার আপনার ফোনে ইন্সটল করুন।
Tailor 0001
3.সফটওয়্যারটি ওপেন করুন।

4.এবার option এ গিয়ে add image সিলেক্ট করুন অথবা আপনার ফোনের 3 কী চাপুন।

5.এবার আপনার পছন্দ মত ইমেজ আপনার নির্দিষ্ট ড্রাইভ থেকে add করুন।এভাবে আপনি যতগুলো ইমেজ gif এনিমেশনে দেখাতে চান,সেগুলো ঐ ভাবে add করুন।

6.এবার option এ গিয়ে save gif সিলেক্ট করুন অথবা আপনার ফোনের call কী চাপুন।।
ব্যাস আপনার কাজ শেষ।লক্ষ্য করুন আপনার ফোনের স্কিনে convervating লেখা দেখা যাচ্ছে অথাত্‍ আপনার এনিমেশন তৈরী হচ্ছে।

বি:দ্র: এনিমেশন তৈরীর আগে preference এ গিয়ে,যেখানে আপনি এনিমেশন সেভ করতে চান সেটি দেখিয়ে দিন।

বাড়তি সুবিধা: এনিমেশন তৈরী ছাড়াও এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি স্কিনশট নিতে পারবেন।এজন্য সফটওয়্যারটি ওপেন করে আপনার ফোনের red কী চেপে বেরিয়ে আসুন।এবার আপনি যে স্থানে স্কিনশট নিতে চান সেখানে গিয়ে আপনার ফোনের এডিট কী চেপে ধরে সিলেক্টশন কী চাপুন।

বোনাস: আজ gif tailor এর সাথে আমার পক্ষ থেকে বোনাস হিসেবে আপনারা পাচ্ছেন Age calculator.এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি খুব সহজেই আপনার বয়স হিসেব করতে পারবেন।

আজ এ পযন্ত।সবাই ভাল থাকবেন।ধন্যবাদ।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই জান আমি একটি মিনি প্রজেক্টর কিনবো। পারলে মিনি প্রজেক্কটর নিয়ে একটি পোস্ট করবেন । ভালমন্দ চেনার উপায়। রেজুলেশন ইত্যাদি নিয়ে।

“sripon”vai comment er jonno thanks.Vaiya ami projector somporka temon ekta jani na,tobe joto tuku jani er dam to onik.Vaiya symphony er nortun ekta phone bazar a ashaca.Eta built in projector acha,dam 900 takar moto.

Sorry vai,type missing.Dam 9000 takar moto.

“সোহেল রানা”vai comment er jonno thanks.Valo thakben.