এবার আপনার সিমবিয়ান ফোন থেকে বাংলা লিখুন

কেমন আছেন আপনারা?আশাকরি ভাল আছেন এবং সুস্থ আছেন।আমিও মোটামুটি ভাল আছি।

টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন জানিনা কেমন হবে।খুব ভয় করছে।তবে এগোতে তো হবে এই ভেবে লিখছি।আর হাঁ,ভূল হওয়াটাই স্বাভাবিক,আশাকরি ভূলগুলো শুধরে দেবেন এবং ছোট ভাই হিসেবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে বিবেচনা করবেন।কারণ আপনাদের উত্‍সাহ আমার এগিয়ে যাবার প্রেরণা।

যাহোক অনেক বক বক করলাম,আশাকরি কিছু মনে করবেননা,কথা দিচ্ছি পরবর্তীতে আর এমন করবনা।
চলুন এবার কাজের কথায আশা যাক।আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা আলোচনা করব,জানিনা সেটা নিয়ে পূর্বে কোন পোষ্ট করা হয়েছে কিনা।বিষয়টা হয়ত অনেকে জানেন তবে যারা জানেননা আমার পোষ্টটা তাদের জন্য।
বর্তমানে আমরা যারা সিমবিয়ান হ্যান্ডসেট ব্যাবহার করি অথবা করছি,তারা হ্যান্ডসেটে বাংলা দেখার জন্য অনেকে অনেক ব্যাবস্থা করেছেন।যেমন:কেউ বাংলা ফন্ট ইন্সটল করেছেন আবার অনেকে হয়ত অপেরা ব্যাবহার করছেন।তবে এক্ষেত্রে আমার পরামর্শ হল,বাংলা দেখার জন্য অপেরা ব্যাবহার করুন যদিও অপেরা একটু বেশী ব্যান্ড উইথ খরচ করে।তবু অপেরা দিয়ে ঝকঝকে বাংলা দেখার মজাই আলাদা।অন্যদিকে মোবাইলে বাংলা ফন্ট ইন্সটল করলে হয়ত ফোনের সবস্থানে বাংলা দেখতে পারবেন কিন্তু পরিস্কার লেখা কখন ও দেখতে পারবেননা।তাই একটু সমস্যা হলেও অপেরা ব্যাবহার করুন।
এবার চলুন দেখা যাক,কিভাবে আপনি আপনার ফোন থেকে বাংলা লিখবেন।এই কাজটি আমরা করবো মূলত একটি সফটওয়্যারের মাধ্যমে।সফটওয়্যারটির নাম indiSMS।এটি সিমবিয়ান s60v1,s60v2 এবং s60v3,s60v5 হ্যান্ডসেটে কাজ করবে।এজন্য এর পৃথক পৃথক verison আছে।এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি বাংলাসহ মোট 9 টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে লিখতে পারবেন।কি মজা তাইনা।একের ভিতর অনেক কিছু।

চলুন আর দেরি না করে নিচের লিংক থেকে সফটওয়্যারটি আপনার হ্যান্ডসেটের verison অনুযায়ী নামিয়ে নিন।আমি ধরে নিচ্ছি আপনি এটি নামিয়েছেন।এবার ইন্সটল শেষে সফটওয়্যারটি অপেন করুন।এবার আপনার কাঙ্খিত ভাষা Selete করুন।এ বার এমন একটি লেখা আসবে Language set to bengali ask for setting on every lanuch.No সিলেট করুন।এবার বার্তা নির্মাণ এ ক্লিক করুন।
এবার option এ ক্লিক করুন এবং Language keypad সিলেট করুন।এবার কিম্যাপ অনুযায়ী আপনার লেখা টাইপ করুন এবং back এ ক্লিক করে save to draft সিলেট করুন।

খেয়াল করুন মেসেজ সেভ করার সময় সফটওয়ারটি রেজিস্টেশনের জন্য অনুরোদ করছে।Yes সিলেট করে দিন।এবার আপনার ফোন থেকে একটি SMS সেন্ড হবার চেষ্টা করবে।ভয় নেই SMS সেন্ড হবেনা এবং আপনার ব্যালেন্স থেকে কোন টাকাও কাটবেনা অথচ সফটওয়্যারটি রেজিষ্ট্রেশন হয়ে যাবে।এই সফটওয়্যারটি তৈরী করা হয়েছে মূলত বিভিন্ন ভাষায় SMS শেয়ার করার জন্য।কিন্তু আমাদের জন্য আনন্দের কথা হল এটাই যে এটা দিয়ে আমরা SMS সেন্ড তো করতে পারবোই প্লাস ফেইসবুকসহ বিভিন্ন সাইডে বাংলাই স্যাট্যাস,কমেন্ট,টিউন ইত্যাদি করতে পারব।
যেভাবে করবেন:
উপরের নির্দেশনা অনুযায়ী সফটওয়্যারটির মাধ্যমে আপনার লেখা টাইপ করুন এবং সেভ করুন।
এরপর আপনার হ্যান্ডসেটের ডিফল্ট মেসেজ অপশনে যান।Draft এ যান।খেয়াল করুন Draft এ চারকোনা অনেক গুলো ঘর রয়েছে এগুলোই আপনার মেসেজ।এবার আপনার ফোনের ইডিট বাটন চেপে ধরে লেখাগুলো কপি করুন এবং নেটে আপনার প্রয়োজনীয় স্থানে পেষ্ট করুন।ব্যাস হয়ে গেল।
বি:দ্র: আমি এই টিউনটা এই সফটওয়্যার মাধ্যমে করেছি।
এটি আমার প্রথম টিউন আর তাই বড় ভাইদের বিবেচনাপূর্ণ কমেন্ট আশা করছি।নিশ্চয় নিরাশ হবনা।
আজ এ পর্যন্ত।সবাই আমার জন্য আর্শীবাদ।আমার পরীক্ষা চলছে,তারপর ও নেটে আশা,কারণ এ এক বড় নেশা।

নিচে সফটওয়্যারটির ডাউনলোড লিংক এবং এনিমেশন টিউটোরিয়ালের ডাউনলোড লিংক দিলাম।
ধন্যবাদ সবাইকে।
IndiSMS for s60v2

IndiSMS for s60v3

Animation tutorial for IndiSMS

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১ম টিউনে স্বাগতম !

টিউনটি অবশ্যয় ভালো হইছে , তবে সামনের টিউনগুলোতে চেষ্টা করবেন কিছু স্কিনশর্ট দিয়ে টিউন করতে , তাহলে টিউনগুলো আরো অর্থবহো হবে ।
এর প্রয়জন মনে করলে টিউন রিসোর্স এর টিউনগুলো দেখতে পারেন :
হয়তো অজানা অনেক কিছুই এখানে পাবেন।

ধন্যবাদ আপনাকে

Level 0

Joy da, software ta download disi kintu file manager-a giye install dite chaile bole file not suported. What can i do now…..?

bhai, eta nia tt te onek agei tune kora hoyea se.

“প্রিন্স মাহমুদ”ভাই আপনার মূল্যবান কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।আমি এমনটাই আশা করেছিলাম।

আসলে সত্যি কথা বলতে কি,আমি টেকটিউনস এ নতুন একেবারেই নতুন বলতে পারেন।আর তাই পোষ্ট করার সিস্টেমটাও তেমন একটা জানিনা।পরবর্তীতে অবশ্যৈ screenshot সহ পোষ্ট করব।ধন্যবাদ।

“dhiman8383″ভাই কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ।দয়া করে বলবেন কি আপনি কি হ্যান্ডসেট ব্যাবহার করছেন?

Rubel vai,comment er jonno dhonnobad.Really to speak,ami jantam ja ei ta niya auge tune kora hoyca.

kintu apni to S60V5 er kono link den nai.

জোবায়ের ভাই,
আমি যতটুকু জানি s60v1 এর সফটওয়্যার s60v2 তে এবং s60v3 এর সফটওয়্যার s60v5 তে কাজ করে।ধন্যবাদ।

download link টা মিডিয়া ফায়ারে দিলে ভাল হতো। এই লিঙ্ক থেকে অনেক চেষ্টা করেও download করতে পারিনি।

Level 0

Bangla lekhar jonno s60v3 r best software hoche eita. Amr n73 te eta chalai. Kintu amr nokia n8 a eita chole na. File inatall nei but kaj korar kuno option e khuje pai na. Software open korle lekhar kono option pai na. Panini keypad diye bangla lekha jai kintu bangla front dekha jai na. Ei indisms software jodi kaj korto symbian touch gular jonno tahole khub valo hoto. Jara android aase tara mayabi keyboard diye ebong iphone user ra avro keypad diye khub sohojei bangla lekhte pare. Kono software developer jodi nokia touch handset gulae dike ektu takato…….

ভাই এটা আমার নোকিয়া সি৫-০৩ তে ইনস্টল হয় কিনতু…কাজ করে না যদি c5-03 এর উপযোগি কোন ভারসন থাকে তাহলে লিন্ক টা দিবেন প্লিজ..

Level 0

Touch screen does not work

“habibur rahman”vai comment er jonno thanks(dare te reply debar jonno sorry).Vaiya ami sottei dukitto upnar touch screen phoner jonno ei software er kono version nei.

“স্যাম শুভ”vai comment er jonno donnobad.Vai upni download er jonno opera brower diya try kore dekhun.

“mobinokhi”vai,same to you.Comment er jonno donnobad.

vaiya amar n73 te install hoyeche but open hochhe na kindly aktu janaben ki korbo.

vai amar 6120c te edit button koi ,copy kemne korbo?

download korlam .. valo

shamal kumar joy, apni ki s60v2 er kono bangla font mod korche? Kore thakle link ta diben.