যেভাবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য স্মার্টফোন অ্যাপ তৈরী করবেন (প্রোগ্রামিং জানার প্রয়োজন নেই)!!


টেকটিউনসে অনেকেই নিজের ব্লগ মেনটেইন করেন। অনেকের আবার ওয়ার্ডপ্রেসে করা ওয়েবসাইটও আছে। তাছাড়া ইদানিং অনেকেই স্মার্টফোনের দিকে ঝুকছেন। টেকটিউনসের শেষ জরিপের ফলাফলও তাতে সম্মতি দেয়। JoeMobi নামে একটা সার্ভিস বিনামূল্যে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের জন্য মোবাইল অ্যাপ তৈরী করে দেয়। ব্রান্ডিং মোটামোটি করতে পারবেন তবে ওয়েটিং এনিমেশনটাতে তাদের লোগো থাকে। তাছাড়া এপ্লিকেশন লাঞ্চার আইকন, হেডার লোগো ইত্যাদি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তাই ব্যবহার করতে খুব একটা অসুবিধা নেই। এটি দুটি প্লাটফর্মের জন্য অ্যাপ তৈরী করবে। সেগুলো হলঃ অ্যান্ড্রয়েড ও ব্লাকবেরী তবে আইফোন ও উইন্ডোজ ফোন শিঘ্রই আসছে।

ফিচার্সঃ

  • লেটেস্ট পোস্ট অনুসারে ব্রাউজিং
  • ক্যাটাগরী অনুযায়ী ব্রাউজিং
  • ট্যাগ অনুযায়ী ব্রাউজিং
  • কমেন্ট দেখা
  • কমেন্ট সাবমিট করা (রেজিষ্ট্রেসন আবশ্যক না হলে)
  • কাস্টম পোস্ট টাইপ সাপোর্ট
  • নিজেস্ব ব্রান্ডিং
  • মান্থলী পে করলে নিজের অ্যাড দেয়ার সুবিধা(অ্যাডসেন্স ও অ্যাডমোব)

তাহলে শুরু করা যাক...

প্রথম ধাপঃ

প্রথমেই আপনাকে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিতে JoeMobi এর ওয়ার্ডপ্রেস প্লাগীন ইন্সটল করতে হবে। এজন্য আপনি ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে Add New Plugin অপশনে JoeMobi লিখে সার্চ করে সেটাকে ইন্সটল করতে হবে। এক্টিভেট করার পরেই আপনার কাজ মোটামোটি শেষ। আপনি চাইলে এখানথেকে ডাউনলোড করেও ইন্সটল করতে পারেন।

দ্বিতীয় ধাপঃ

এখন আপনাকে আপনার এপ্লিকেশনটির জন্য আইকন, লোগো ইত্যাদি চারটা গ্রাফিক্স ফাইল তৈরী করতে হবে। স্যাম্পল ফাইল এখানথেকে ডাউনলোড করে নিন। এবার এডিটিং করে সাইজ ঠিক রেখে আপনার সাইটের লোগো/আইকন বসিয়ে দিন।

তৃতীয় ধাপঃ

এবার এখানে ক্লিক করে বানানো শুরু করুন। এখানে বিভিন্ন ধাপে আপনার কাছে যে যে ইনফরমেশন চাওয়া হয় সেগুলো ঠিক ঠিক মত পুরন করে রেজিষ্ট্রেসন করে ফেলুন। আশা করি এটা আপনারা নিজেরাই পারবেন।

চতুর্থ ধাপঃ

অপেক্ষা... আপনার এপ্লিকেশন তৈরী হতে কিছুক্ষন সময় লাগবে। রেডি হয়েগেলে তারাই আপনাকে মেইল দেবে। তাই অপেক্ষা করুন......

অপেক্ষা...

অপেক্ষা...

অপেক্ষা...

অপেক্ষা...

অপেক্ষা...

কতক্ষন অপেক্ষা করলেন? তারা যদিও ১ ঘন্টা বলে তবে টেষ্ট করার জন্য আমাকে প্রায় ২৪ ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। 🙁
আরও জানতে ভিজিট করুন: JoeMobi.com

কিছু স্ক্রীনসটস...

A picture is worth a thousand words.

Level 0

আমি আদনান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 35 টি টিউন ও 1031 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Asha Kori Kaje Lagbe……

আপনার বানানো অ্যাপটির স্ক্রিনশট দিলে ভাল হত!

    @পাগলা স্ক্যানার: আসলে আমি শুধুমাত্র টেস্ট করার জন্য বানিয়েছি। ওই সাইটটাতে অ্যাপে দেখার মত কোন কন্টেন্ট নেই। তাছাড়া এটার সাথে তেমন কোন পার্থক্যও নেই।

Level 0

thanks

ভাল জিনিস। ব্লগারের জন্য এমন জিনিস থাকলে শেয়ার করবেন।

ব্লগস্পট এর জনন্য নাই?

ধন্যবাদ, খুবি কাজের একটি অ্যাপ ।

দে‌খি আমার বানা‌নো ওয়ার্ড‌প্রেস সাইট আ‌ছে
http://fulkiralo.16mb.com এটার জন্য চেষ্টা কর‌বো। হ‌লে আপনা‌কে আবার ধন্যবাদ জানা‌বো।

Blogger Er Jonno Kivabe Banabo
http://www.a2zbd.net

Level 0

ব্লগারের জন্য আছে?

অসংখ্য ধন্যবাদ দারুন লাগলো …. আমার বেশ কাজে দেবে প্লাগিনসটি…