সবাই কেমন আছেন ? আমার আগের টিউনে আমি কিভাবে নোকিয়া সিম্বিয়ান ফোন দিয়ে কোন সফটওয়্যার ছারাই Yahoo মেইল send ও retriev করা যায় এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম ! কিন্তু আজ আলোচনা করবো কিভাবে আপনি Gmail send ও retriev করতে পারবেন এই বিষয়ে ! এর জন্য আগের টিউন দেখতে হবে ! আগের টিউন অনুযায়ী যারা Yahoo মেইল সেটআপ দিয়েছেন তার নিচের ধাপগুলো অনুসরন করুন :
এক্ষেত্রে যেখানে Yahoo ID ও Password দেওয়া আছে সেখানে আপনার Gmail ID ও Password দিন ! Incoming mail server এ লিখুন imap.gmail.com এবং Outgoing mail server এ লিখুন smtp.gmail.com ! সেটআপ কম্পিলিট হলে Mailboxes এ আপনার ইমেইলের Mailbox গুলো দেখতে পাবেন !
এবার যেই নামের Mailbox তৈরী করলেন সেটি সিলেক্ট করুন ! তাহলে চিত্রের মত আসবে !
এবার Connection settings থেকে Incoming email সিলেক্ট করুন !
এবার Security (ports) থেকে SSL/TLS সিলেক্ট করে Back করুন !
এবার Outgoing email থেকে Security (ports) সিলেক্ট করে StartTLS সিলেক্ট করুন !
এবার Port সিলেক্ট করে User defined সিলেক্ট করে 587 লিখুন ! কাজ শেষ! তবে এক্ষেত্রে অবশ্যই সবগুলো ফোল্ডার সাবক্রিপশন করতে হবে ! তাহলে আপনি আপনার মোবাইল দিয়েই সবগুলো Gmail send ও retriev করতে পারবেন ! তবে যাদের কোন মেইলবক্সই Active নেই তারা আগের টিউন অনুযায়ী কাজ করুন ! শুধু লেখাগুলো পরিবর্তন করুন !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
ধন্যবাদ