হাজির হয়েছি আপনাদের সামনে নকিয়া সিম্বিয়ান s60v5 অপারেটিং সিস্টেম চালিত হ্যান্ডসেট গুলোর জন্যে তৈরী করা একটি দুর্দান্ত কাস্টম ফারমওয়্যার “Skyfire Belle v2.1” নিয়ে। প্রথমেই বলা প্রয়োজন কাস্টম ফারমওয়্যার কি ? কাস্টম ফারমওয়্যার হচ্ছে নকিয়া এক্সপারটদের তৈরিকৃত নকিয়া অরিজিনাল ফারমঅয়্যার এর মডিফাইড ভার্সন। সিম্বিয়ান এক্সপার্টরা অরিজিনাল ফারমওয়্যার এর বেশ কিছু বাগ ফিক্সিং ও কিছু টুইক করে তৈরী করেন এই কাস্টমাইজড ফারমওয়্যার গুলো। আসলে এ কাস্টম ফারমওয়্যার এর ব্যাপারে তেমন কিছু বলার আসলে তেমন প্রয়োজন ও থাকছেনা সাইফুল ইসলাম ভাই এর টিউনের পর (সাইফুল ইসলাম ভাই এর টিউন এর লিঙ্কঃ ) , আমার এই টিউনটির উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র “skyfire Belle v2.1” এর কিছু স্পেসিফিকেশন শেয়ার করা। আর এ শেয়ার করাটাও আমার এই ফারমওয়ার এর উপর মুগ্ধতা থেকেই।
কাজের কথায় আসা যাক, skyfire belle v2.1 এর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা দ্রুতগতি সম্পন্ন এবং এর দুর্দান্ত ইউজার ইন্টারফেস।
এতে আছে ফাস্ট গ্যালারী সারচিং সুবিধা- অর্থাৎ ইমেজ গ্যালারী লোড হবে খুব দ্রুত। আর ছবি গুলো মার্ক ও করা যাবে খুব সহজে ।
তাছাড়া যে কোন সিস ফাইল ইন্সটল করা যাবে সারটিফিকেট এরর ছাড়াই, তাই ইউজারকে free signer ব্যাবহার করা বা ফোন হ্যাকিং এর কোনরুপ ঝামেলা পোহাতে হবেনা।
র্যামের সীমাবদ্ধতা থেকেও কিছুটা মুক্তি পাওয়া যাচ্ছে কারন এতে heap size আর system cache বাড়ানো আছে। ফলে আপনি ইন্টারনেট ব্রাউসিং ও করতে পারবেন আগের চে একসাথে অনেক পেজ ওপেন রেখে।
আপনার ফোন মেমরীর প্রায় ৬০ মেঃবাঃ জায়গা খালি পাবেন।
ডিফল্ট ব্রাউজার এও আনা হয়েছে ব্যাপক পরিবর্তন। আপনি HTML 5 পেজ ও লোড করতে পারবেন এতে। আর ডাউনলোড করতে পারবেন রিজিউম সাপোরট সহ।
নোকিয়া ফোনের সবচেয়ে বিরক্তিকর ব্যাপারটা হচ্ছে এর স্লো ডিস্প্লে অটো-রোটেটিং। তবে এ ফারমওয়্যার এ আপনি রোটেশন স্পিড দেখে আসলেই মুগ্ধ হবেন।
মিঊজিক প্লেয়ার এ সূধুমাত্র music ফোল্ডার এর গান ই প্লে-লিস্টেড হবে, রিং টোন আসবে না।আর গ্যালারীতেও শুধু ক্যামেরা ফোল্ডার থেকে ছবি দেখাবে, অন্য কোন হিডেন ছবি দেখাবে না।
তাছাড়াও এতে প্রিলোডেড হিসেবে আছে Message Reader, Memory check, KillMe, Zip Drawing ইত্যাদি জনপ্রিয় সফটওয়্যার।
এছাড়াও পাবেন আরো হাজারটা টুইক এতে। আর আমি হলফ করে বলতে পারি আপনি কখনই আগের ফার্মওয়্যার এ ফিরে যেতে চাইবেননা একবার যদি কাস্টম ফার্মওয়্যার এ মজা পেয়ে যান।
আর আমার প্রথম টিউন সাপেক্ষেই হোক, অথবা ফারমোয়ার এর গুনেই হোক- যদি আপনার এই ফার্মওয়্যার ভাল লেগে থাকে তাহলে ডাউনলোড করে দেখতে পারেন। ডাউনলোড লিঙ্কঃ
নোকিয়া 5530 Xpress Music:
Core (v40): http://www.mediafire.com/?ohia63tk8dkdpqc
ROFS+uda : http://www.mediafire.com/?1os41x9y42uai5e
নোকিয়া 5800 Xpress Music:
Core (v60.0.003): http://www.mediafire.com/?qc7p6ntvgfkwurd
ROFS+uda : http://www.mediafire.com/?z0w2vgwz599ezfl
নোকিয়া 5233:
Core (V51.1.002): http://www.mediafire.com/?3b5dpu7iqdr216k
ROFS uda : http://www.mediafire.com/?m7mvmhfamwft4gg
নোকিয়া X6:
Core (v40): http://www.mediafire.com/?ka48993czvl5a45
ROFS2+UDA: http://www.mediafire.com/?8f7y15z0hoex2t3
নোকিয়া 5230:
Core (v51.6.002): http://www.mediafire.com/?pmv59orrdj3esdi
ROFS+uda : http://www.mediafire.com/?ocf815j4si0c9bu
(বিঃ দ্রঃ লিঙ্ক গুলো forum.dailymobile.se থেকে সরাসরি কাট পেস্ট করা, তাই কমেন্ট এ আমাকে দুষা যাবেনা কিন্তু এ ব্যাপারে)
আর কিভাবে আপনার সেটে কাস্টমাইজড ফার্মওয়্যার ইন্সটল করবেন তা দেখতে সাইফুল ইসলাম ভাই এর টিউন পাবেনঃ https://www.techtunes.io/mobileo/tune-id/84586
JAF P-Key Emulator টাও দিয়ে দিলাম ( courtesy সাইফুল ভাই)
http://dl.dropbox.com/u/19438807/For%20Computer/J.A.F.With.P-Key.Emulator.By.Saiful.zip
আমি সশরীরে অশরীরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 90 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি হোক মানুষের কল্যানে......... জীবন ধ্বংসে নয়.........।
ভাই আমারটা নোকিয়া 5233:
Core (V51.1.001)
এটাতে কি চালানো যাবে??