আমি টেকটিউনসের নিয়মিত লেখিকা না। তবে নিয়মিত পাঠিকা। আমার এটা প্রথম টিউন এবং আমার এই লেখাটা একেবারেই beginner দের জন্য যেন আমার বন্ধু বান্ধব সকলে টিউনটা দ্বারা উপকৃত হয়। কোন ভুল ক্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন 🙂
আমি নিজে গত কয়েকমাস হল সনি এরিকসন অ্যান্ড্রয়েড (ভার্সন ২.৩.৪) ব্যবহার করছি। প্রথম প্রথম কষ্ট লাগত এই ভেবে যে এত ভাল সেট দিয়ে কি করব যদি বাংলাতেই লিখতে না পারি! অ্যান্ড্রয়েডে কিভাবে বাংলা লিখবো সেটা টেকটিউনসে খুঁজেও লাভ হল না, আশানুরূপ কোন টিউন পাই নি। পরে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম সমাধান! প্রথমে মোবাইলটি ইউ.এস.বি কেবল দিয়ে পিসির সাথে সংযুক্ত করুন। এরপরhttps://play.google.com/store/apps/details?id=com.mayabi.mayabikeyboard&rdid=com.mayabi.mayabikeyboard&rdot=1এবং মায়াবী কীবোর্ড ডাউনলোড করে নিন। মোবাইল সেটটি আপনার সেটের সাথে সফটওয়্যারটি compatible কিনা সেটা অটোম্যাটিক্যালি চেক হয়ে আপনার মোবাইলে সফটওয়্যারটি ডাউনলোডের জন্য প্রস্তুত হয়ে যাবে। এরপর আপনার মোবাই্লে ইন্টারনেট এনাবেল করুন। আপনা আপনি মাত্র কয়েক কিলোবাইটের সফটওয়্যারটি কয়েক সেকেন্ডের মধ্যে ডাউনলোড হয়ে যাবে।
এরপর মোবাইলে সেটিংস থেকে কীবোর্ড হিসেবে মায়াবী কীবোর্ড সিলেক্ট করুন।
মেসেজ অপশনে গিয়ে তার সেটিংস্ থেকে ইনপুট মেথড হিসেবে মায়াবী কীবোর্ড সিলেক্ট করুন।
এবং লিখতে থাকুন প্রান খুলে সহজ বাংলায়!!!
আমি dimdim। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই ভাল টিউন। কিন্তু আপনার নামটা বুঝলাম না?