কেমন আছেন সবাই? নিশ্চই ভাল! যদি মন খারাপ থাকে তাহলে এখন এ এই পোস্টটি পড়ে নিন। আজ সকালে ঘুম থেকে উঠে এই এ্যাপলিকেশন গুলো পেলাম নেট ঘাটা ঘাটি করতে করতে। আশাকরি কম-বেশী সবারই কাজে লাগবে। বকবক না করে কাজে চলে আসলাম।
আমাদের সকলের কমবেশী কল রেকর্ডার লাগে।কিন্তু যা পাই সেগুলোতে বেশীর ভাগই বিপ দেয়। এজন্য ভাল ভাবে কল রেকর্ড করা যায় না। এই কারনে আজ আপনাদেরকে আমি দিচ্ছি- TotalRecall 4.1 সিমবিয়ান v3 & v5 সাথে থাকছে ফুল ভার্সন করার জন্য PATCH।
গান শুনতে তো আমরা সবাই ভালবাসি কিন্তু মোবাইল ফোনের ডিফল্ট আর বোরিং প্লেয়ারে গান শুনতে বেশী ভাল লাগে না। এজন্য আপনাদের কে আমি দুটি অসাম প্লেয়ার দিলাম।প্লেয়ার দুটি সবাই চেনেন।
TT Pod 3.80 (Eng) with Run Patch.
আর
যদি কম্পিউটারের ঘড়ির মত আমাদের মোবাইলেও বাংলায় সয়ংক্রিয় প্রতি ঘন্টায় ঘন্টায় সময় বলে দেয় তবে কেমন হবে? আজ অনেকের এই ইচ্ছা পূরনের জন্য এই এ্যাপলিকেশনটা।
সব এ্যাপলিকেশন গুলো একসাথে এখান থেকে ডাউনলোড করুন। আমি মিডিয়া ফায়ারে আপলোড করতে চেয়েছিলাম কিন্তু পারলাম না এজন্য 4shared এ আপলোড করলাম। আশাকরি ডাউনলোড করতে কোন সমস্যা হবে না। ভাল লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।
এই টিউনটি সর্বপ্রথম আমার ওয়েব সাইটে প্রকাশিত হয়েছে।এই যে আমার সাইট। ফেসবুকে আমার পেজটি লাইক করার জন্য এখানে ক্লিক করুন।
আমি সুমন হালদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 356 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
plz give password for extracting file.