কম দামের সেরা ৫ টি android স্মার্টফোন

সম্প্রতি প্রথমআলো পত্রিকার প্রজন্ম পাতায় এ সময়ের সেরা ৫ স্মার্টফোন নিয়ে একটি  লেখা প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখিত স্মার্টফোন গুলো দারুন সব সুবিধা সম্পন্ন তাতে কোন সন্দেহ নেই। কিন্তু দুঃখের কথা হল মোবাইল গুলো খুবই ব্যয়বহুল। সবকটি মোবাইল এর দাম ৫০০০০ টাকা থেকে বেশি। আমাদের দেশের সাধারন মানুষের এত দামি মোবাইল কেনা স্বপ্নের মত।

তাই আজ আমি এমন কিছু স্মাটফোন এর কথা আলোচনা করব যেগুলো দামে সস্তা কিন্তু কাজে কোন অংশে কম নয়। এগুলোকে কমদামের সেরা স্মার্টফোন বলা যায়। সবচেয়ে বড় কথা হল আমাদের দেশেই এই স্মার্টফোন গুলো পাওয়া যায়। বিভিন্ন ওয়েবসাইট ঘেঁটে ও ইউজারদের মন্তব্য পরে এই তালিকা তৈরি করলাম।

চলুন দেখে আসি কম দামের সেরা স্মার্ট ফোনগুলো-

১. সামসাং গ্যালাক্সি ওআই (Samsung Galaxy y)

সামসাং এর অত্যন্ত জনপ্রিয় স্মার্ট ফোন গ্যালাক্সি ওয়াই বা young । ৩ইঞ্চি capacitive টাচ স্ক্রীন পর্দার এ মোবাইল এ রয়েছে ৮৩২ MHz গতির প্রসেসর ও ২৯০ MB  র‍্যাম। অপারেটিং সিস্টেম হিসেবে আছে গুগল এর জনপ্রিয় android 2.3 Gingerbread. হাল্কাপাতলা ও কম দামের কারনে এরই মধ্যে এটি দারুন জনপ্রিয়তা লাভ করেছে।

Galaxy y(Young)  এর মুল দুর্বলতা হল এর Low screen resolution(240*320) এবং সাধারন মানের ক্যামেরা(২ মেগাপিক্সেল) ।

গ্যালাক্সি ওআই (Samsung Galaxy y)  দাম ১৩৪৫০ টাকা এবং warranty  ছাড়া ১২৫০০ টাকা।

. এইচটিসি এক্সপ্লোরার (HTC Explorer)

তাইওয়ান এর কোম্পানি এইচটিসি বেশ জনপ্রিয় তাদের স্মার্ট ফোনগুলোর জন্য। উন্নতমানের হার্ডওয়্যার এবং সুন্দর ডিজাইন ও আধুনিক ফিচার এর জন্য এইচটিসি স্মার্টফোন দুনিয়াই শক্ত আবস্থানে আছে। তাদের তৈরি এইচটিসি এক্সপ্লোরার কম দামের সেরা একটি স্মার্টফোন। এতে আছে ৩.২ ইঞ্চি পর্দার capacitive  টাচ স্ক্রীন। HTC Sense  3.5 User interface যা দেখতে খুবই সুন্দর। ৬০০MHz  গতির A5 প্রসেসর এবং ৫১২ মেগাবাইট র‍্যাম । এটির ব্রাউজার ফ্ল্যাশ সাপোর্ট করে। গেম খেলার জন্য আছে Adreno 200 GPU.  ক্যামেরা ৩.২ মেগামিক্সেল। অপারেটিং সিস্টেম android 2.3 gingerbread

দুর্বলতা- তুলনামুলক কম clock স্পীড প্রসেসর এবং Low Internal Memory(90MB)

দাম ১৩৫০০ টাকা।

.এলজি অপটিমাস ওয়ান (LG Optimus One)

মোবাইল ফোন দুনিয়াই এলজি পুরনো ও পরিচিত নাম। এলজির তৈরি LG Optimus Oneকম দামের সেরা স্মার্ট ফোন গুলোর মধ্যে অন্যতম। এলজির তৈরি LG Optimus One  এ আছে ৩.২ ইঞ্চি পর্দার capacitive  টাচ স্ক্রীন,৬০০MHz  গতির ARM11 প্রসেসর, Adreno 200 GPU, ৩.২ মেগামিক্সেল ক্যামেরা এবং ৫১২ মেগাবাইট র‍্যাম । অপারেটিং সিস্টেম android 2.2 Froyo  তবে 2.3 তে আপডেট করা যায়। এতে আরও আছে শক্তিশালী ১৫০০mAh  ব্যাটারি যা স্মার্টফোন এর জন্য খুবই প্রয়োজন।

দুর্বলতা- ধির গতির প্রসেসর এর একমাত্র দুর্বলতা।

দাম ১৪০০০ টাকা।

৪. সনি এরিকসন এক্সপেরিয়া X8 (Sony Ericsson Xperia X8)

সনি এরিকসন এর কথা নতুন করে কিছু বলার নেই। সবাই একনামে চেনে। উন্নতমানের হার্ডওয়্যার এবং ডিজাইন এর জন্য এখনও সনি এরিকসন সেরা। সনি এরিকসন এক্সপেরিয়া X8  আছে ৩ইঞ্চি পর্দার capacitive স্ক্রীন,16M color,দাগ না পরার জন্য Scratch resistance(পর্দার বিশেষ নিরাপত্তা) ৬০০MHz  গতির ARM11 প্রসেসরট। গেম খেলার জন্য Adreno 200 GPU,  এবং ৩.২ মেগামিক্সেল ক্যামেরা.

দুর্বলতা - পুরনো অপারেটিং সিস্টেম android 2.1 Enclair  তবে 2.3 তে আপডেট করা যায়(Unofficial). র‍্যাম মাত্র ১৬৮ মেগাবাইট।

দাম ১১০০০ টাকা।

৫. সনি এরিকসন এক্সপেরিয়া মিনি (Sony Ericsson Xperia  mini)

যতগুল স্মার্টফোন এর কথা আলোচনা করলাম এগুলোর মাঝে সবচেয়ে শক্তিশালী হার্ডওয়্যার হল এক্সপেরিয়া মিনি মোবাইল এ। এতে আছে ১ GHz  গতির Snapdragon  প্রসেসর,৫১২ মেগাবাইট র‍্যাম, Adreno 205 GPU  যা দিয়ে HD  Games  ও  HD  video  অনায়াসে চালানো যায়। এটির ক্যামেরা ৫ মেগাপিক্সেল,সাথে আছে ক্যামেরা ফ্ল্যাশ লাইট। ৩ইঞ্চি capacitive পর্দার compact স্মার্টফোন টি দেখতে বেশ সুন্দর। এতে অপারেটিং সিস্টেম হিসেবে আছে android 2.3 Gingerbread  তবে একে android 4.0 Ice-cream Sandwich  এ আপডেট করা যাবে।

দুর্বলতা- এই মোবাইল এর মুল সমস্যা হল কিছু কিছু ডিভাইস হঠাৎ গরম হয়ে যায় এবং টাচ বাটন অটো অ্যাক্টিভ হয়ে যায়। সফটওয়্যার আপডেট করলে কিছু সমস্যার সমাধান হয়। আমাদের দেশে সনি এরিকসন এর official customer support নাই। যদি কোন ডিভাইস এ সমস্যা থাকে সেটা সারান বেশ ঝামেলার। তাই এত সুবিধা থাকা সত্ত্বেও ফোনটিকে তালিকার নিচে রাখা হল।

দাম ১৩৫০০ টাকা।

বিঃদ্র উল্লেখিত সবকটি মোবাইল এর দাম পনের হাজার এর মধ্যে। তবে এখানে দেয়া দামের সাথে বাস্তবের কিছুটা হেরফের হতে পারে। বাজার ভেদে এবং ডলার এর দামের উঠানামার জন্য এই হেরফের হতে পারে।

Level New

আমি Tanay। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার একটা কেনার ইচ্ছা আছে সেটা হল Sony Ericsson Neo V এর দাম বর্তমানে প্রায় ২৪০০০ টাকা
http://www.gsmarena.com/sony_ericsson_xperia_neo_v-4122.php

    Level New

    @S.M. তানভীর আহমেদ: নিয়ে ফেলুন,বেশ ভাল মোবাইল। যদি পারেন Sony Ericsson Neo নিতে পারেন।এটায় ক্যামেরা ৮ মেগা পিক্সেল

      @Tanay: ভাই, ক্যামেরা তে মেগা পিক্সেল খুব একটা গুরুত্বপূর্ণ না এর সেন্সর আসল আর Sony Ericsson Neo তে অনেক গুলো ক্যামেরা সুবিধা নেই যা Sony Ericsson Neo V তে আছে যেমনঃ 1.3D sweep panorama 2. video stabilization.

ভাল পোষ্ট……. ধন্যবাদ।

Level 0

china kingstar ase, 7,500taka dam. Android 2.2 and 4Gb mamory and 1year woranty…… Khoj nia dakhte paren. Phon ta anak nice.

    Level New

    @md.rudro: হা দেখেছি মোবাইল টা। দাম এখন ৬৫০০ টাকা। ওইটা নিয়ে একটা টিউন করার ইচ্ছা আছে। যদিও আগে একজন করেছিল তবে ওই পোস্ট এ অনেক তথ্য ভুল ছিল।

Level New

ভাই আমার মত গরিবের জন্যে খুব কাজে লাগবে । Sony Ericsson Xperia mini ভাই এই মোবাইল টা বেশি পছন্দ হচ্ছে । কি যে করি ?

    Level New

    @nayonb: Sony Ericsson Xperia mini আমার ও খুব পছন্দের মোবাইল। কিন্তু সমস্যা হল এই মডেল এর ডিভাইস গুলতে Manufacturing fault আছে। কিছু বেশী টাকা দিয়ে পারলে Sony Ericsson Live with walkman মোবাইল তা নিতে পারেন। চরম একটা সেট। দাম ১৬৫০০ টাকা।

Level 0

iPhone Rocks 😀

    Level New

    @saidur_iap: এত দাম দিয়ে আইফোন নিলে Rocks তো করবেই 😛

go for the higher ram phone…. the processing speed is not varying much… u will not notice that but lower ram will close down ur running apps without notifying………

ভাল টিউন, গ্যালাক্সি ওয়াই এর আরেকটা সমস্যা হল চার্জ খুব কম থাকে (যদি এর পুরা মজাটা নিতে চান), কিন্তু সেট টা অসাম…………

    Level New

    @ইমরান: চার্জ কম খাকার সমস্যা প্রায় android ফোন এ কম বেশি আছে।

Level 0

Ameo Aj Projonmo Dot Com Er Pata Porlam. Amar Kache Aktuo Valo Lage Ne. Kothakar Lumia 900 Neashche Jekhane Akhon Nokia 808 Boss. R Komdame Android Na Kene Symbian Kena Onek Valo :)…………..

Level 0

ভাল পোষ্ট……. ধন্যবাদ।

Level 0

galaxy pop bad die xperia x8 or mini k rank e rakhata jukti shongoto noy…..htc wildfire s o rank e thaka dorkar chilo

    Level New

    @tukun: HTC wildfire s er dam 18000taka.ami 15000 taka er vitor best smartphone gulor kotha likheci

ধন্যবাদ Tanay , খুব কাজের tune করেছেন, যারা কিনতে আগ্রহী তাদের কাজে লাগবে , আমি galaxy Y কেনার পূর্বে GSMArena , 99mobile etc ঘুটে পছন্দ হয় কিন্তু দাম সীমা ছাড়া ! শেষ মেশ Y কিনলাম , ব্যবহার করে দেখতে পারেন mobile use ধারনা বদলে যাবে অন্যান্য Tablet PC থেকে কোন অংশে কম নয় ! Hardware ছাড়া (ব্যাপার না ) আর যে সব সফটওয়্যার আছে (তা আর না বললাম ) । মিউজিক শোনা যায় অসাধারণ …… ওয়াকমান সনিআরিক্সন ফেল !!!!

    Level New

    @GM অর্ণব: Onek dhonnobad

    @GM অর্ণব: মাথা ঠিকাছে নাকি? ওয়াকম্যানের সাইউন্ড আর Y এর সাউন্ড! কই আগরতলা আর কই চৌকির তলা

    Level New

    ভাই গেলাক্সী ওয়াই এর সাথে সনি লাইভ ওয়াকমেন তুলনা করা ঠিক না। লাইভ এর তুলনায় ওয়াই কিছুই না। ২০হাজার টাকার ভেতর লাইভ থেকে ভাল সাউন্ড আর কোন মোবাইলে পাইনি

খুব ভাল লাগলো ।। শখ তো আছে কিন্তু ………………

    Level New

    @Hakam Nazmus samad: amio vai apnar moto 🙁 …শখ তো আছে কিন্তু ……………

Tanay ভাই এই মোবাইল গুলার দাম কি বর্তমান দাম ?
আর আমার LG GC 900 মোবাইলটার বর্তমান দাম টা জানলে প্লিজ এক্ টূ জানান, খুব দরকার।

    Level New

    @ব।প্পি: G bhai bortoman dam.tobe market vede dam utha-nama kore. LG GC 900 er dam er bepar a dharona nei

Level 0

good review. i’d say samsung & HTC are the bests

আমি প্রায় 10 মাস যাবত sony ericsson xperia x10 mini pro ব্যাবহার করতেছি আমার কাছে দারুন লাগছে , মনে হয় মোবাইল ব্যাবহারের মজাই আলাদা , দামটা ও কম আছে ।

@babu ভাই আমি দিল্লির লাড্ডু কখনো খাইনি তাই এর মর্ম বুঝিনা

আমিও SE Xperia X10 Mini Pro ইউজ করতেছি ৩ মাস ধরে। চরম 🙂
সারা দিনরাত গান শুনিতো তাই Live With Walkman নেব ভাবছি 😀

Android Rocks and Destroying all 😐

http://articles.businessinsider.com/2011-04-02/tech/30089528_1_android-phones-google-s-android-smartphone-market

HUAWEI SONIC U8650 দাম ১৪৩৯০ টাকা 3.5” display with 600 mhz processor. HUAWEI সেটগুলো আগে যারা use করেছেন তারা ভালো বলতে পারবেন. বেশ টেকসই ফোন. আমি use করছি.

গ্রামীণফোন এইর সেট টাও নিতে পারেন।মুতামুতি ভালো মানের।

Level 0

আমি একটা htc desire সেট আজকে নিচ্চি দাম ২৯৩৬৮ টাকা । এটা কেমন হবে বলুন্ত ।

    @Diptta: যে দামে ডিজায়ার বেচে সেই দামের হিসেবে সত্যি বলতে কি একটা সম্পূর্ণ ভুয়া সেট!
    ১৬০০০ টাকার sony ericsson live with walkman এর সাথে তুলনাটা দেখেনঃ
    CPU 1 GHz Scorpion
    GPU Adreno 250
    WLAN Wi-Fi 802.11 b/g/n
    Camera Secondary YES
    SOUND – Loud and AWESOME
    আর আপনের
    CPU 1 GHz Scorpion
    GPU Adreno 200
    WLAN Wi-Fi 802.11 b/g
    CAMERA Secondary No
    Sound – LOW compared to walkman

    একমাত্র আপনের ডিসপ্লে রেজুলেশন ভাল, আর সব সেইম।
    এককথায় ধরা খেয়েছেন।

Level 0

হুম সনি এরিকসন xperia মিনি টাই জোস

Level 0

আচ্ছা xperia mini তে ও কি ইন্টারফেস বাংলায় করা যায় ?

Level 0

আচ্ছা xperia mini তে ও কি “live with walkman” এর মত ইন্টারফেস বাংলায় করা যায় ?

    Level New

    জি ভাই।সব সনি xperia smartphone এ বাংলা আছে। মিনি না কিনে মিনি প্রো অথবা লাইভ কিনেন।মিনিতে সমস্যা আছে।

Level 0

apnar tune ta copy kore ei porjonto 2ta tune kora hoyeche TT tei…ektu kheyal rakhben.

30 সেকেন্ডে যেকোনো ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন অথবা remove অথবা ব্লার করুন একদম নিখুঁত ভাবে প্রফেশনাল দের মতো।

https://www.youtube.com/channel/UCQlYQZusPyKvJfgsFMhNd3A