এবার আপনার নোকিয়া সিম্বিয়ান ফোনের ডিফল্ট ইমেইল অপশন থেকে ইয়াহু মেইল retriev করুন এবং সেন্ড করুন ! এর জন্য কোন সফটওয়্যার লাগবে না ! শুধু নিচের ধাপগুলো অনুসরন করুন ! প্রথমে MESSAGE অপশন থেকে Mailbox সিলেক্ট করুন !
তাহলে No Mailbox defined. Define now ? এই লেখা দেখাবে !
এবার Yes সিলেক্ট করুন ! তাহলে নিচের চিত্রের মত আসবে !
এবার Start সিলেক্ট করুন ! তাহলে নিচের চিত্রের মত আসবে !
IMAP4 সিলেক্ট করে Next এ সিলেক্ট করুন ! তাহল আপনার ইমেইল অ্যাড্রেস চাইবে !ে !
এবার এখানে আপনার ইয়াহু ইমেইল আইডি এখানে লিখুন এবং Next সিলেক্ট করুন ! তাহলে Incoming mail server চাইবে !
এখানে imap.n.mail.yahoo.com এটা লিখুন ! এবার Next করুন ! তাহলে Outgoing mail server চাইবে !
এখানে smtp.mobile.mail.yahoo.com এটা লিখুন ! Next করুন ! এবার Access point সেট করতে বলবে !
Always ask এ সিলেক্ট করে Next করুন ! তাহলে mail box এর নাম চাইবে !
এখানে Yahoo!Mail অথবা আপনার পছন্দের যেকোন নাম লিখুন ! এবার Finish এ সিলেক্ট করুন ! তাহলে নিচের চিত্রের মত আসবে !
Ok করুন ! তাহলে দেখবেন যেখানে Mailbox লিখা ছিল ওখানে আপনি যেই মেইলবক্সের নাম লিখেছিলেন সেটি চলে এসেছে !
এবার এটি ওপেন করুন ! তাহলে নিচের চিত্রের মত আসবে !
Yes করুন ! তাহলে নিচের চিত্রের মত আসবে !
এখানে Mailbox user name এ আপনার ইমেইল অ্যাড্রেস লিখুন ! Password এ আপনার ইমেইলের Password দিন ! এবার Ok করুন ! তাহলে Password সেভ রাখার জন্য অনুমতি চাইবে !
Yes করুন ! এবার Access point সিলেক্ট করতে বলবে !
আপনার যেই point অ্যাকটিভ আছে সেটি সিলেক্ট করুন ! একটু অপেক্ষা করুন ! তাহলে নিচের চিত্রের মত আসবে !
তাহলে দেখবেন আপনার মেইল ইনবক্সে যত ইমেইল ছিল সব চলে এসেছে ! এবার যেই ইমেইল ওপেন করবেন সেটিতে অপশন Open সিলেক্ট করুন !
কাজ শেষ ! আপনি যদি Bluk ফোল্ডার সহ আরো ফোল্ডার মেইলবক্সে আনতে চান তাহলে মেসেজ অপশন থেকে থেকে Settings এ যান এবং E-mail সিলেক্ট করুন ! এবার Mailbox সিলেক্ট করুন ! তাহলে আপনার মেইলবক্সের নাম চলে আসবে ! এবার এটা সিলেক্ট করে Retrieval Settings থেকে Folder subscriptions সিলেক্ট করুন ! তাহলে মেইলবক্স connect করার জন্য অনুমতি চাইবে ! Yes করুন ! তাহলে দেখবেন কয়েকটি ফোল্ডার চলে এসেছে ! এবার যেই যেই ফোল্ডার মেইলবক্স রাখবেন সেগুলোর অপশন থেকে Subscribe সিলেক্ট করুন !
কাজ শেষ ! আর যদি ইমেইল পাঠাতে চান তাহলে মেসেজ অপশন থেকে লিখুন এবং সেন্ড করুন ! কাজ হবেই !
এই ভাবে যদি কাজ না হয় , তাহলে Mailbox Settings থেকে এই ম্যানুয়ালী এসব অ্যাড্রেস বসিয়ে নিবেন ! কাজ হবেই !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !
অনেক সুন্দর টিউন. যারা জানেনা তাদের জন্য উপকার হবে. তবে FP1 থেকে FP2 এর মেইল বক্স সুন্দর বেশি