স্যম্বিয়ান মোবাইল এডুকেশনাল সফটওয়্যারঃ( প্রয়োজনীয় সব ডিকশনারী ও শিক্ষণীয় সফটওয়্যার) ওপেন করে দেখুন | যে কোন স্যম্বিয়ান সেট ব্যবহারকারীদের ১০০% কাজে লাগবে..

সময়ের সাথে তাল মিলিয়ে মোবাইল ফোন হয়ে ওঠেছে আমাদের জীবন যাপনের অবিচ্ছেদ্য অংশ। প্রয়োজনে-অপ্রয়োজনে মোবাইল ফোন যেন আমাদের সবচেয়ে কাছের বন্ধু। আর কেনই বা কাছের বন্ধু হবে না বলুন –বর্তমানে  মোবাইল ফোন আমাদের যাবতীয় সব চাহিদা পুরন করতে পারে (যদি আপনি এর সঠিক ব্যাবহার করতে পারেন)। আর এ জন্য একে আমি বলি  “হাতের মুঠোয় ছোট্ট বিশ্ব” ।বর্তমান এই যুগে  আমাদের সার্বক্ষণিক ও একমাত্র সঙ্গী বা পারসোনাল ডিজিটাল এ্যসিস্টেন্স  হচ্ছে মোবাইল । আর এর বিভিন্ন সফটওয়্যার ব্যবহার, ইন্টারনেট সুবিধা ও সহজ বহনযোগ্যতার জন্য দিন দিন মোবাইল  এর  প্রতি মানুষের আকর্ষণ যেভাবে বাড়ছে…! তাতে বলা যায়, আমাদের  ডেক্সটপ ও ল্যাপটপের দিন শেষ …………!

আর তাই এই প্রিয় মোবাইল নামক বন্ধুটিকে আপনার শিক্ষা জীবনের অন্যতম বন্ধুতে রূপান্তরিত করতে আমি চেষ্টা করব…।

এজন্য আমি এবার আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু স্যম্বিয়ান এডুকেশনাল সফটওয়্যারঃ নিচের সফটওয়্যার গুলোর উপর একবার চোখ বুলিয়ে নিন………

স্যম্বিয়ান S60v2  ৯.১ ও ৯.২

=>Human Anatomy .sis(ছবি সহ মেডিক্যাল ডিকশনারী)

=>Msdic_Oxford .sis(অক্সফোর্ড ডিকশনারী)

=>MSDict.Acronymic.Dict.v2.11.S60.SymbianOS.Cracked-PWNPDA .sis(একটি পরিপূর্ন ডিকশনারী প্রায় ১লক্ষ ওয়ার্ড এর বিস্তারিত অর্থ দেওয়া আছে আছে এতে)

=>Oxford.English.Dict.v2..sis( বলার কোন ভাষা নাই … শুধু ডাউনলোড করে দেখুন)

Pocket Quran .sis(সম্পূর্ন কুরান )

XYZ.YTime.v1.02.S60.SymbianOS7.Cracked-BiNPDA .sis

=>Calcium.sis

স্যম্বিয়ান S60v3 & s60v5 SymbianOS  9.1,9.2,9.3,9.4,9.5

নিচের সফটওয়্যার গুলো ইন্সটল করার জন্য আপনার মোবাইল টি হ্যাক করা থাকতে হবে যদি না থাকে তাহলে নিচের পদ্দ্বতি অনুসরন করুন…………।।

মোবাইল হ্যাক (যদি আপনার সেট Certificate error দেখায়)

নিচের easy hacking kit সফটওয়্যারটি ইন্সটল করে হ্যাক করুন কোন ঝামেলা ছাড়া…।

=> easy hacking kit.zip ফাইল টি ওপেন করে how to hack.txt থেকে আপনার SYMBIAN DEVICE LIST দেখে নিন ।

সফটওয়্যারটা মেমোরি কার্ডে ইন্সটল করতে হবে …

* 1. Binpda Security Manager

* 2. Installserver (সেটের ভার্সন আনুযায়ী-9.1 অথবা 9.2)

* 3. Capsoff driver (সেটের ভার্সন আনুযায়ী-9.1 অথবা 9.2)

এ ক্রস চিহ্ন থকবে আর বাকি সব ক্রস তুলে দিতে হবে (ওই উপরের তিনটি অপশন শুধু সিলেক্ট থাকবে) এরপর মেমোরি কাডে ইন্সটল করুণ আপনার অ্যাপ্লিকেশান এ SecMan নামে একটি সফটওয়্যার ইন্সটল হবে …। সফটওয়্যার টি ওপেন করুণ যে লেখা আসুক না কেন ok প্রেস করুন । কিছুক্ষণ পর আপনার মোবাইল রিস্টাট নিবে ……। এরপর আশা করি কাজ হবে…।। কাজ না হলে আপনার সেট সম্ভবত ফ্ল্যাশ দেওয়া হয়েছে

Easy hacking kit.zip Download link: http://www.mediafire.com/?8sf7lf9u8lp7kxh

অথবা নিচের লিঙ্ক গুলো ট্রায় করুন

সব ইংলিশ ডিকশনারী একসাথে ইন্সটল

1)American English ,

2) Concise-English ,

3)ConcOxfThes ,

4)English Phrases ,

5)IDIOMS ,

6)POD9(advanced English) ,

7)Synonymous ,

8)Acronymic

উপরের এই ডিকশনারী গুলো আপনাকে ইন্সটল করতে হবে না জাস্ট Copy করে paste করলেই হবে…।।

প্রথমে আপনি এই ফুল ভার্সন  MSDict.Viewer.v5 S60v3.OS9.1.Unsigned.Cracked ( হ্যাক করা থাকতে হবে)  

অথবা http://www.mediafire.com/?f0v30hp8q5onox0 ফাইলটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন

যদি হ্যাক করা না থকে তাহলে নিচের সাইনেড ভার্সন ডাউনলোড করুন

MSdict 5 & Oxford American Dictionary.zip  (ট্রায়ল ভার্সন)

এরপর নিচের ফাইলটি ডাউনলোড করুন নিন্মের পদ্ধতি আনুসারে কপি ও পেস্ট করুন
“All Oxford Dictionary” –

Download link: http://www.mediafire.com/?har9ijuvgrknhvc

ইন্সটল পক্রিয়াঃ-

প্রথমে X-plore Install করুন

X-plore_v1.51_S60v3_S60v5_Signed_Full.signed  .sisx

X-Plore.1.52-Signed

প্রথমেoption থেকে  configuration গিয়ে  Hidden ও System ফাইল দেখানোর জন্য এই দুটি অপশন এ টিক চিহ্ন দিন

আপনার ডাউনলোড করা “All Oxford Dictionary” ফোল্ডার টি মেমোরি কার্ড়ে কপি করুন এবং সেখান থেকে
Dicts ফোল্ডার টি কপি করুন

E:\System\Apps\MSDict এ Copy করা Dicts ফোল্ডার টি  পেষ্টPaste করুন

এরপর ইন্সটল করা MSDict সফটওয়্যার টি Open করুন এবং নিচের ছবি আনুসারে ডিকশনারী পরিবর্তন করুন………


undefined

=>Calcium_S60_3_0 .sis(সহজ ক্যালকুলেট।।

  =>Collins.English.Dictionary.v1.00.S60v3.SymbianOS9.1.BiNPDA.zip(দারুন ডিকশনারী ডাউনলোড করে দেখুন)

=>IndiSMS_3rd_v2.1.6.sisx( বাংলা লিখার জন্য)

=>QuickWrite spell correction.v2.20.S60v3(key39598-50704) .sis (আপনার মোবাইল এর সব লেখার বানান চেক করবে এবং গুগল এর মত আপনাকে বানান সাজেশন দিবে)

=>WorldMate2008_s60_ovi_3755.sisx

=>WorldMateTPO_MMSigned_signed.SIS

কারো যদি দয়া হয় তাহলে আমার বাংলা বই এর একটি  ফেসবুক পেজে একটা লইক like দিয়েন… আশা করি এতে আপনার কোন ক্ষতি হবে না … তবে আপনাদের উপকারে আসবে …এবং ভবিষ্যতে দারুন কাজে লাগবে এইটুকু বলতে পারি ……।

প্রয়োজনীয়_বাংলা_বই _Useful -Bangla- e-books

  like me

আমার বাকী টিউন গুলো পডুন:————>>:

বিসিএস,জব ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিন মোবাইল ভার্সনের বাংলা ইবুক দ্বারা …(মোবাইলকে পরিণত করুন শিক্ষার অন্যতম মাধ্যম হিসাবে –পার্ট ২)

* মোবাইলকে পরিণত করুন শিক্ষার অন্যতম মাধ্যম হিসাবে (পড়ালেখাকে আমি আপনাদের হাতের মুঠোয় এনে দিলাম , সংগ্রহের/ডাউনলোড করার দ্বায়িত্ব আপনাদের)

এক্সক্লুসিভ কম্পিউটার সফটওয়্যার (অফিসিয়াল কাজের জন্য ) –সংগ্রহে রেখে দিতে পারেন ….. আশা করি সবার কাজে লাগবে

বাংলাপিড়িয়ার বাংলা ও ইংলিশ ভার্সন সফটওয়্যার একসাথে , সিডি ছাড়া চালান (হাইলি কম্প্রেস করা)–>আশা করি সবার কাজে লাগবে

উইন্ডোজকে আকর্ষণীয় ও সুন্দর দেখানোর জন্য প্রয়োজনীয় সব সফটওয়্যার ও স্ক্রীন সেভার …শুধু ওপেন করে দেখুন…!

আমার প্রিয় জটিল কিছু কম্পিউটার সফটওয়্যার – আশা করি সবার ১০০% কাজে লাগবে ………………।।

স্যম্বিয়ান মোবাইল এডুকেশনাল সফটওয়্যারঃ( প্রয়োজনীয় সব ডিকশনারী ও শিক্ষণীয় সফটওয়্যার) ওপেন করে দেখুন | যে কোন স্যম্বিয়ান সেট ব্যবহারকারীদের ১০০% কাজে লাগবে..

যে কোন মোবাইল এর জন্য দারুন কিছু(মেগা কালেকশন) শিক্ষণীয় ও প্রয়োজনীয় জাভা(.jar) সফটওয়্যার……শুধু ওপেন করে দেখুন

“হাতের মুঠোয় সব মোবাইল ডিকশনারী” কল্পনাও করতে পারবেন যে, কি পরিমাণ কাজের এই ২০টি ডিকশনারী …শুধু ওপেন করে দেখুন …তাহলেই বুঝে যাবেন……!

* এসএসসি,এইচএইচসি ও GRE শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সব সূত্র ও টেকনিক এর বাংল বই……update

* মাইক্রোসফট আফিস(ওয়ার্ড ,এক্সেল ও অ্যাক্সেস) ও টাইপিং এর উপর কিছু বাংলা বই….(প্রয়োজন মনে করলে ডাউনলোড করুন)

*  প্রয়োজনীয় সব ওয়েব সাইট লিঙ্কের বাংলা বই ( যে কোন একটা ডাউনলোড করে দেখুন…)

*  ভাষার মাস ফেব্রুয়ারীর উপহার “সাধারণ জ্ঞান -বাংলাদেশ’ ” উপর কিছু বাংলা বই(Bangla e-Books), যা যে কোন প্রতিযোগীতা মূলক পরীক্ষার জন্য ১০০% কাজে লাগবে ( কাজে না লাগলে টাকা ফেরত)

*  ইংরেজি গ্রামার(বিসিএস ,বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন চাকরির পরীক্ষা) শিখার জন্য কিছু বাংলা ই-বুক(আশা করি সবার কাজে লাগবে)

*  লিখিত দিচ্ছি যেঃ আপনাকে “সাধারণ জ্ঞান- আন্তর্জাতিক’” উপর আর কোন বাংলা বই কিনতে হবে না (কিছু মেগাবাইট খরচ করে যে কোন একটি বই ডাউনলোড করে দেখুন যাচাই করে)

*  বিসিএস ,বিশ্ববিদ্যালয় ভর্তি ও যে কোন চাকরির পরীক্ষার জন্য বাংলা বই(বাংলা ব্যাকরণ ও সাহিত্য )

*  আমার বেস্ট বাংলা ই-বুক সমূহ …।(১০০% প্রয়োজনীয় )শুধু ওপেন করে দেখুন……তাহলেই বুঝে যাবেন । (সকল কম্পিউটার ব্যাবহার কারী , বিসিএস পরীক্ষার্থী , বিশ্ববিদ্যালয় ভর্তি এবং এইচএসসি পরীক্ষার্থী দের জন্য)

*  সহজে ইংলিশ শিখার জন্য কিছু বাংলা বই( সবার কাজে লাগতে পারে))

*  কিছু প্রয়োজনীয় বাংলা ই-বই (সবার ভাল লাগবে আশা করি)

Level 3

আমি জিরো গ্রাভিটি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 75 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমরা বেচেথাকি শুধুমাত্র বিভিন্ন লক্ষ পুরোণের জন্য। একটা লক্ষ পুরণ হয়েগেলে আর একট লক্ষ এসে সামনে হাজির হয়। যখন ভাবতে বসি তখন খুজে পাই সব লক্ষ পুরণ ই অলাভজনক। আমি যত কষ্ট করে আজকের এই অবস্থায় এসেছি তা অনেক পাওয়া কিন্তু এরজন্য আমাকে যা যা ছাড়তে হয়েছে তার মূল্য এর...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bhai doya kore bolben ki, jar ebook touri korte tewuilacat software tite bangla ki font suffort kore. Bistarito kindly………

ধন্যবাদ। এছাড়া উচ্চারনসহ ডিকশনারি দেখতে পারেন @ https://www.techtunes.io/mobileo/tune-id/57560

Level 0

চমৎকার পোষ্ট, আমার অনেক দিনের ইচ্ছের পূরণে সÿম হলো পোষ্টটি। অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

Level 0

Please give me X-Plore. key gen and MSDict Reg Key……….. 01716787585, [email protected].c