অনেকে হয়তো কম্পিউটারে এক ধরনে সফটওয়ার দেখেছেন যেটি দিয়ে নোট প্যাডের কোন লেখাকে উচ্চারণ করে শোনায় ! এবার আপনার সিম্বিয়ান এটি করে দেখাবে ! আমরা অনেকে সিম্বিয়ান মোবাইলে ভয়েস কমান্ড ব্যবহার করে কোন প্রোগ্রাম খুজে বের করতে পছন্দ করি ! কিন্তু সমস্যা হল সঠিক উচ্চারণ না করার কারনে No match Found এটা শোনা যায় ! এবার আপনি ফোন ব্যবহার করে যে কোন শব্দের সঠিক উচ্চারণ শিখতে পারবেন ! এর দরকার দুইটা কম্পোনেন্ট ও একটি সফটওয়ার ! কম্পোনেন্ট গুলো হল, Python ও Python Shell এবং সফটওয়ারটির নাম Easy python say ! প্রথমে এখান থেকে Python ও Python Shell এর জিপ ফাইল ডাউনলোড করে আনজিপ করে ফোনে ইন্সস্টল করুন ! যাদের ফোনে আগে থেকেই ইন্সস্টল দেওয়া আছে তাদের ইন্সস্টল না করলেও চলবে ! এবার এখান থেকে Easy Python Say ডাউনলোড করে ফোন মেমোরীতে ইন্সস্টল দিন ! এবার সফটওয়ারটি ওপেন করুন !
বুঝতে অসুবিধে হলে নিম্বাজ ইয়াহু ও ফেজবুক থেকে rubelttc দিয়ে আমাকে অ্যাড দিন! সবাই ভালো থাকবেন !
এই টিউনটি ফেজবুকে
শেয়ার করুন !
আমি রুবেল টিটিসি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 99 টি টিউন ও 416 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অজানাকে জানতে আর জানাতে ভালোবাসি!
ধন্যবাদ
http://itechnology24.blogspot.com